Posts

Showing posts from January, 2019

প্রতিরক্ষা ক্ষেত্রে ৪০ হাজার কোটি বিনিয়োগ করল মোদী সরকার

Image
নয়াদিল্লি: সামরিক ক্ষেত্রে আরও বড় পদক্ষেপ নিয়ে ফেলল মোদী সরকার। সাবমেরিন এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরিতে মোট ৪০ হাজার কোটি টাকা খরচ মঞ্জুর করল প্রতিরক্ষামন্ত্রক। বৃহস্পতিবার ডিফেন্স অ্যাকুইজিসন কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও পড়ুন-  মৌসম তৃণমূলে যাচ্ছেন, রাহুল গান্ধীকে আগেই জানিয়েছিলেন এই বিজেপি নেতা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে, ছয়টি সাবমেরিন এবং পাঁচ হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরি করা হবে। নৌসেনার জন্য সাবমেরিন এবং আর্মির জন্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরি করা হবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে। আরও পড়ুন-  নাগরিক সমস্যা দ্রুত মেটাতে তৎপর পুরসভা, একগুচ্ছ পরিষেবার সূচনা   প্রজেক্ট ৭৫(আই) প্রকল্পের অধীনে এই ছয়টি সাবমেরিন এবং পাঁচ হাজার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রক। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনেই চলবে এই প্রকল্পের কাজ। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রকল্পের জন্য ৪০ হাজার কোটি টাকা খরচ মঞ্জুর করা হল। এটি মেক ইন ইন্ডিয়ারা আওতায় প্রতিরক্ষাম

মৌসম তৃণমূলে যাচ্ছেন, রাহুল গান্ধীকে আগেই জানিয়েছিলেন এই বিজেপি নেতা

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: মালদহের সাংসদ মৌসম নূর যে কোনও মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷ তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নিক৷কয়েকমাস আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছিলেন রাজ্য বিজেপির নেতা অনুপম ঘোষ৷ মৌসমের ডিগবাজির পরই নিজের ফেসবুক ওয়ালে সেই চিঠি পোস্ট করেছেন তিনি৷ ফেসবুকে অনুপম লিখেছেন, মৌসম দলত্যাগ করে তৃণমূলে যোগদান করবে, নেতৃত্বকে আমি অনেকদিন ধরেই বলছিলাম৷ রাহুল গান্ধী, গৌরব গগৈকে আমি চিঠি লিখেছি, সামনাসামনি বলেছি৷ মৌসমকে যতদিন দেখছি, জানি দারুন চতুর ও প্রচন্ড সুযোগসন্ধানী৷ তাই জানতাম সুযোগ পেলেই তৃণমূলে ঝাঁপ দেবে৷সেটাই হল৷ এইভাবে চলতে থাকলে দলটা কোমায় চলে যাবে৷ তবে যেসময় রাহুল গান্ধীকে চিঠিটা দেওয়া হয়েছিল সেইসময় বিজেপির এই নেতা প্রদেশ কংগ্রেসে ছিলেন৷ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পশ্চিমবঙ্গের ইনচার্জ ছিলেন তিনি৷ অনুপমের কথায়, “আমি এখন বিজেপিতে৷ আমার কংগ্রেসের আভ্যন্তরীন ব্যাপারে বলার কিছুই নেই৷ তবে পুরোনো একজন কংগ্রেসের কর্মী হিসেবে ফেসবুকে এই পোস্টটা করেছিলাম৷ কারণ আমিই প্রথম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের এআইসিসির ইনচার্জ গ

ছবি কান্ডে মমতাকে ঘিরছে সিবিআই। এবার ডেরেকে তলব গোয়েন্দাদের।

মোদী সরকারের সেই দশ বড় ঘোষণা, যার ফলে বদলে গেলো গোটা ভারতের ছবি

Image
কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন মোদী সরকার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে চলেছে ১লা ফেব্রুয়ারী। এই বাজেটকে কেন্দ্র করে সমস্ত ক্ষেত্রেই প্রত্যাশা তুঙ্গে। ইতিপূর্বে মোদী সরকার মোট পাঁচটি বাজেট পেশ করেছে, ২০১৪তে অর্থমন্ত্রী অরুণ জেটলী এই সরকারের প্রথম বাজেট পেশ করেন, যার মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলি ছিল জনধন যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, নমামী গঙ্গে এবং মুদ্রা যোজনার মত একাধিক যোজনা যা সর্বাঙ্গিকভাবে স্বতন্ত্র ছিল পূর্ব সরকারের থেকে, এবং যার সুফল দেশের অন্ত্যজ শ্রেণীর জন সাধারণের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ১)  আয়ুষ্মান ভারত প্রকল্পঃ  এই প্রকল্পকে মোদী সরকার তাদের সবথেকে উল্লেখযোগ্য প্রকল্পগুলির একটি বলে দাবি করছে, কারণ এই প্রকল্পের মাধ্যমে দেশের পঞ্চাশ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা সুরক্ষা দেওয়া হবে, যা আজ অবধি পৃথিবীর সবথেকে বড় বীমা যোজনা। ২০১৮-২০১৯ অর্থবর্ষে চালু হওয়া এই মহতী প্রকল্পে ১৩০০ গুরুতর রোগের চিকিৎসার খরচ বিনামূল্যে করানোর সুযোগ পাবে দেশের দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনগণ। ২০১৮ সালের ২৫শে ডিসেম্বর এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, য

সরকারি স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে বেরিয়ে এল এক আস্ত সাপ।

Image
এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে নান্দেড় জেলার একটি স্কুলে। সরকারি স্কুলের মিড ডে মিলে খিচুড়ি তে পাওয়া গেল একটি আস্ত সাপ। এই ঘটনাটির ঘিরে গটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার নান্দেড় জেলায় একটি প্রাথমিক স্কুলের ৯০ জন পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয় এই খিচুড়ি। খিচুড়ি পরিবেশন করছিলেন স্কুলের কর্মীরাই তবে হঠাৎ তারা লক্ষ্য করে খিচুড়ি মধ্যে পড়ে রয়েছে একটি আস্ত সাপ। তৎক্ষণাৎ তারা খিচুড়ি পরিবেশন বন্ধ করে সব পড়ুয়াদের সেই খিচুড়ি খেতে মানা করেন। নান্দেড় জেলার শিক্ষা অধিকারি প্রশান্ত জিজ্ঞাস কর বলে মিড ডে মিলে একটি সাপ পাওয়া গেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে।   এ বিষয়ে নিয়ে স্কুলে গিয়ে তারা একটি তদন্ত রিপোর্ট জমা দেবে শিক্ষা দপ্তরের একটি দল। আর এই নিয়ে স্কুলের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। আর এই রিপোর্টের ওপর ভিত্তি করে কোন পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীকালে। আপনাদের সুবিধার্থে বলে দি একটি স্থানীয় সংস্থাকে এই মিড ডে মিল তৈরীর করার জন্য স্কুল কর্তৃপক্ষ। যেমন কি আপনারা সকলেই জানেন 1996 সালে স্কুলে স্কুলে শুরু হয়েছে খিচুড়ি খাওয

মোদী জমানায় বেড়েছে বেকারত্ব, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: মোদী জমানায় বেকারত্ব শেষ ৪৫ বছরে সবচেয়ে বেশি৷ সম্প্রতি এরকমই একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড৷ সংবাদমাধ্যমটির দাবি এই রিপোর্ট আসলে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা৷ যদিও তারা জানিয়েছে সরকারিভাবে এনএসএসও কোনরকম রিপোর্ট পেশ করেনি৷ ঠিক এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন কলকাতার একাধিক অর্থনীতিবিদ৷ সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সহকারী অধ্যাপক আদিত্য দাস বলেন, ‘‘প্রথম প্রশ্ন এই রিপোর্টটা কে প্রকাশ করল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছে এটা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা সমীক্ষার রিপোর্ট৷ কিন্তু পাশাপাশি এও বলা হচ্ছে সরকারিভাবে এনএসএসও কোনও রকম রিপোর্ট পেশ করেনি৷ তাই এই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷’’ অধ্যাপক আদিত্য আরও বলেন, ‘‘যদি মেনেও নিই যে এই রিপোর্ট সত্যি তাহলে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে৷ নোটবন্দির পরবর্তী সময়ে প্রায় ৩ লক্ষ কোম্পানি এবং তাদের ২২ লক্ষ ডিরেক্টরকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে৷ বন্ধ করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ আধার কার

ফের ” রাজ্জো” হতে পেরে আপ্লুত সোনাক্ষী সিনহা

Image
  বাংলা hunt ডেস্ক : নতুন বছরে নতুন চমক ভক্তদের উপহার দিয়েছিলেন সলমন।ফের পুলিশের পোশাক পড়তে চলেছেন তিনি।আগামী এপ্রিল মাসে শুরু হতে চলেছে “দবং ৩” ছবির শুটিংয়ের কাজ।এমনটাই জানানো হয়েছিল এই ছবির অন‍্যতম প্রযোজক আরবাজ খানের তরফে। প্রসঙ্গত,এই ছবির মধ্যে দিয়ে বলিউড ডেবিউ করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা।তার অভিনীত ” রাজ্জো” চরিত্রটি প্রবল প্রশংসা পায় দর্শক মহলে।এরপর আর ফিরে তাকাননি তিনি।একের পর এক ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে ইতিমধ্যে প্রতিষ্ঠিত অভিনেত্রী তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির তৃতীয় পর্বে অংশগ্রহণ করতে পেরে নিজের আবেগ প্রকাশ করলেন এই অভিনেত্রী।জানিয়েছেন এই ছবিটি তার কাছে খুবই স্পেশাল, কারন আজ তিনি যা কিছু তা সবটুকু এই ছবির জন্য।তাই তিনি মুখিয়ে আছেন এই ছবির পরবর্তী ভাগে অভিনয়ের জন্য। প্রসঙ্গত,২০১০ সালে মুক্তি পায় দবং।ছবিতে সলমন অভিনীত চুলবুল পান্ডে সমাদৃত হয়।অভিনব কাশ‍্যপ পরিচালিত এই ছবি বক্স অফিসে বিরাট পরিমাণে সাফল্য লাভের পাশাপাশি সেই বছর জাতীয় পুরস্কারের “জনপ্রিয়” ছবির বিভাগে জিতে নেয় পুরস্কার। এই ছবির বিরাট সাফলতা দেখে ২০১২ সালে “দবং ২” বানান আরবাজ খান।প্রথম ছবির মতো সেই

নির্বাচন কমিশনে উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ৪৮ ঘন্টা আগে নির্বাচন কমিশনের কাছে উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি৷ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের ‘সম্পূর্ণ বেঞ্চ’ কলকাতায় এসেছে৷ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সেরেছে কমিশন৷ ওই বৈঠকে বিজেপি অভিযোগ জানিয়েছে, উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার আগে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে আসেননি জেলাশাসক৷ ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সরকারি সভায় বক্তব্য রাখবেন৷ ওই বৈঠকের আয়োজক বিজেপি নয়৷ বিজেপির কোনও ফ্ল্যাগ বা ফেস্টুন ওই সভায় থাকবে না৷ কমিশনের কাছে বিজেপির আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজনিং (এএসএল) বৈঠকে ডিএম আসেননি৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, প্রধানমন্ত্রীর বৈঠকের আগে এএসএল বৈঠকে জেলাশাসকের না আসার ঘটনা হতবাক করেছে নির্বাচন কমিশনকেও৷ সায়ন্তন বলেন, ‘‘উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানালো হয়েছে৷ প্রধানমন্ত্রীর সভার আগে এএসএল বৈঠক এড়িয়ে গিয়েছেন জেলাশাসক, যা শুনে কমিশন

বিদেশে পাচার হওয়া দুই বোনকে ফেরাতে সুষমার দ্বারস্থ দিদি

Image
হায়দরাবাদ: বিদেশে নিয়ে গিয়ে পরিচারিকার কাজ দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল। মাসিক ২৫ হাজার টাকা করে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গরীব পরিবারের আশার আলো জুগিয়েছিল এজেন্টের সেই প্রস্তাব। আরও পড়ুন-  হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে সুপ্রিম কোর্ট: মোহন ভাগবত কথা অনুযায়ী পাসপোর্ট এবং ভিসা করে দুই বোন ওই এজেন্টের সঙ্গেই পাড়ি জমিয়েছিল। কিন্তু কপালে ছিল অন্য কিছু। কাজ পাওয়া তো দূরের কথা, এখন আনাহারে দিন কাটাতে হচ্ছে তেলেঙ্গানার দুই মহিলাকে। খাওয়া তো পাচ্ছেই না, সেই সঙ্গে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পানীয় জল। আরও পড়ুন-  নাগরিক সমস্যা দ্রুত মেটাতে তৎপর পুরসভা, একগুচ্ছ পরিষেবার সূচনা এই অবস্থায় দুই বোনকে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁদের দিদি নাসিম বেগম। তেলেঙ্গানার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, “আমরা খুবই গরিব। মাসে ২৫ হাজার করে প্রত্যেকে পাবে শুনে দুই বোন বিদেশে যেতে রাজি হয়েছিল।” এজেন্টের সঙ্গে চলতি বছরের প্রথম দিনে দেশ থেকে ওমানে পাড়ি জমিয়েছিল দুই বোন। আরও পড়ুন-  মমতার আপ্তসহায়কের বাড়িতে গিয়েও ফিরে আসতে হল ইডি-সিবিআই’কে বিদেশে গিয়ে প্রতিকূলতার মুখে পরা ওই দুই মহিলা হল- আসর

হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে সুপ্রিম কোর্ট: মোহন ভাগবত

এই দুই দলের বিরুদ্ধে বিশ্বকাপ প্রস্তুতি সারবে ভারত

Image
দুবাই: ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত৷ তার আগে দুটি প্রস্ততি ম্যাচ খেলবে কোহলিরা৷ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রস্তুতিসূচি প্রকাশ করল আইসিসি৷ সেই সূচি অনুয়ায়ী ২৫ মে ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম মহড়া সারবে বিরাট অ্যান্ড কোং৷ এরপর ২৮মে কার্ডিফে বাংলাদেশের বিরুদ্ধে আরও একটি ওয়ার্ম আপ ম্যাচে নিজেদের পরীক্ষা করে নেবে ব্লু-ব্রিগড৷ আরও পড়ুন- কোহলির উত্তরসূরি বলছে ‘আপনা টাইম আয়েগা…’ একনজরে বিশ্বকাপের প্রস্তুতি সূচি- বিশ্বকাপের কয়েক মাস আগে দারুণ ছন্দে রয়েছে ভারতীয় দল৷  বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে দাপটের সঙ্গে ওয়ান ডে সিরিজ জিতেছে কোহলিরা৷ ক্রিকেট বিশ্বের দুই হেভিওয়েট দলকে তাঁদেরই মাঠে হারানোয় আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের৷ ব্যাটিং থেকে বোলিং-ফিল্ডিং সব বিভাগেই নিজেদের উন্নতি করেছে বিরাট অ্যান্ড কোং৷ বিশ্বকাপের আগে আর মাত্র ছটি ওয়ান ডে’তে নিজেদের শক্তি যাচাই করে নিতে পারবে ভারত৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে শেষ ওয়ান ডে ও ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি ও

ফিরছেন “মুন্না ভাই” জানালেন ” সার্কিট”

Image
  বাংলা hunt ডেস্ক : “গুন্ডা” থেকে “ডাক্তার” , এক চমৎকার জার্নির গল্প ২০০৩ সালে উপহার দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানী।ছবির নাম ” মুন্না ভাই এম বিবি এস”।ছবিটি বিপুল পরিমানে হিট করে বক্স অফিসে ।এমনকি এই ছবি সন্জয় দত্তের কেরিয়ার কে এক অন‍্য মাত্রা এনে দিয়েছিল।শুধু সন্জয় নয় ছবির আরেক চরিত্র “সার্কিট” কেও ভালোবেসেছে মানুষ।যার চরিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে আর্শাদ ওয়ারসি বিশেষ পরিচিতি পায়। প্রথম ছবির বিপুল জনপ্রিয়তা রাজকুমার হিরানী কে ফের এর দ্বিতীয় পর্ব তৈরি করতে উৎসাহি করে তোলে ।ফলস্বরূপ ২০০৬ সালে মুক্তি পায় এই ছবির পরবর্তী পর্ব ” লাগে রাহো মুন্নাভাই”।এইবার বিশেষ চমক ছিল গাঁধীগিরি।স্বভাবতই সেই ছবি ফের আরছকব বক্স অফিস রাজ করে। এরপর কেটে গেছে তেরো বছর।ফ্রান্চাইজির দুটি ছবির এমন সাফলতা সত্বেও আর আসেননি মুন্না ভাই।অপেক্ষায় আছেন দর্শকরা।এই তৃতীয় ভাগ নিয়ে।মাঝে একাধিক বার তা নিয়ে জল্পনা তৈরি হলেও তা নেহাত গুজব বলেই প্রমাণিত হয়েছে।যদিও সম্প্রতি আশার আলো দেখালেন “সার্কিট”,সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান ইতিমধ্যে ছবির তৃতীয় পর্বের চিত্রনাট্যের কাজ শুরু করেছেন পরিচালক।সব কিছু ঠিক থাকলে এবছ

বাংলাদেশ সীমান্তে উদ্ধার নিখোঁজ ভারতীয় নাবালিকার দেহ

Image
স্টাফ রিপোর্টার, বহরমপুর: নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়৷ মৃত নাবালিকার নাম রাখি মণ্ডল (১২)৷ কাতলামারি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে৷ বাড়ি রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকায়৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার রাখি তার বাবাকে দুপুরের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়৷ তার বাবা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চরের মাঠে কাজ করেন। সঠিক সময় মতো তার বাবাকে খাবার পৌঁছে দেয় রাখি৷ তারপর তার বাড়ি ফিরে আসার কথা৷ কিন্তু সে বাড়ি ফিরে যায়নি৷ চরের মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরে তার বাবা শোনেন রাখি বাড়ি ফেরেনি৷ এরপর পরিবার রাখিকে খোঁজা শুরু করেন৷ রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকা থেকে চর সমস্ত জায়গাতেই খোঁজ করে তারা। কিন্তু কোথাও রাখিকে খুঁজে পাওয়া যায়নি৷ অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ রাখির দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রানীনগর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের পাঠায় পুলিশ৷ ঘটনার প্রতিবাদে বৃহস্পতি

ছবি কান্ডে মুখ্যমন্ত্রীর আত্মসহায়কে জেরা সিবিআইয়ের। চাপে তৃণমূল।

নাগরিক সমস্যা দ্রুত মেটাতে তৎপর পুরসভা, একগুচ্ছ পরিষেবার সূচনা

হাওড়া: পুরসভা সংক্রান্ত কোনও সমস্যা থাকলে এখন থেকে সরাসরি তা অভিযোগ আকারে জানানো যাবে নতুন টোল ফ্রি নম্বরে। এর পাশাপাশি অভিযোগ জানানো যাবে ই-মেল এবং ফেসবুক পেজেও। বৃহস্পতিবার এই পরিষেবার সূচনা হয় হাওড়ায়। অভিযোগ আসার পরই নাগরিক সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে পুরসভা। বৃহস্পতিবার সকালে হাওড়া পুরসভার তরফ থেকে এই অভিযোগ নিরসন ব্যবস্থার (গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম) সূচনা হয়। শরৎ সদন-২ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এর সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। আরও পড়ুন :  ছেলেকে ফেরাতে বাবা চাইল ৫০ হাজার! আদালতে মা উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, বিধায়ক ব্রজমোহন মজুমদার, বৈশালী ডালমিয়া, এডিএম অভিষেক তিওয়ারি, পুর কমিশনার বিজিন কৃষ্ণা সহ বিদায়ী পুরবোর্ডের ডেপুটি মেয়র, মেয়র পারিষদ, বরো চেয়ারম্যান ও কাউন্সিলররা। এর পাশাপাশি এদিন অনলাইন পদ্ধতিতে লাইসেন্স প্রদানের সূচনা হয়। পুর কমিশনার বিজিন কৃষ্ণা বলেন, ‘আজ থেকে ২টি নতুন সিস্টেম চালু হল। আমরা আশা করছি পুরসভায় কাজের গতি বাড়াতে পারব। যে কোনও সমস্যা হলে পুর নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। এই অভিযোগ আমাদের কা

মুকুলকেও নোটিশ দিল CBI

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: দল বদল করে শেষ রক্ষা হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কেও নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আরও পড়ুন-  সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ পাঠাল সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে, তার তদন্তে নেমেই তৃণমূলের অ্যাকাউন্ট হোল্ডারদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতাদের পাশাপাশি প্রাক্তন তথা দলের প্রতিষ্ঠা সদস্যকেও নোটিশ দিয়েছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মধ্যে অনেক গরমিল রয়েছে। এই অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি দলনেত্রী মমতার ছবি বিক্রি নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷ বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষি

সিঙ্গলসে প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় সুবিধা ভারতের

Image
অভিষেক কোলে: ডেভিস কাপ নেশনস ব়্যাংকিং অনুযায়ী নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা ইতালিকে চমকে দেওয়ার লক্ষ্যে ভারতীয় দল কলকাতায় ঘাসের কোর্টে প্লে-অফ খেলার সিদ্ধান্ত নেয়৷ তবে টাই শুরুর ঠিক আগের দিন ইতালি শিবিরের পালটা চমকে অবাক ভারতীয় দল৷ যদিও প্রতিপক্ষের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও সুবিধা হতে পারে ভারতের৷ সিঙ্গলসে ভারতের সেরা দুই তারকা প্রজনেশ গুণেশ্বরণ ও রামকুমার রামানাথন কোর্টে নামবেন এটা আগে থেকেই নিশ্চিত ছিল৷ সিঙ্গলস ও ফিরতি সিঙ্গলসে ইতালির এক নম্বর তারকা মার্কো চেচিনাতোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে, এমনটাই আশঙ্কা করা হচ্ছিল৷ সকলকে অবাক করে ইতালির নন-প্লেয়িং ক্যাপ্টেন কোরাদো বারাজ্জুতি বিশ্বব়্যাংকিং-এর ১৯ নম্বরে থাকা ইতালির সেরা তারকা চেচিনাতোকে সরিয়ে রাখেন দু’টি সিঙ্গলস রাবার থেকেই৷ আরও পড়ুন: ধোনি-কোহলিকে পিছনে ফেললেন ভারতীয় তারকা ডেভিসকাপে ভারতের টিম ব়্যাংকিং এই মুহূর্তে ১৯৷ ইতালি সেখানে ১০ নম্বরে রয়েছে৷ দীর্ঘদিন ঘাসের কোর্টে ডেভিস কাপ টাই না খেলা ইতালিকে অস্বস্তিতে ফেলতেই আইটিএফ’এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কলকাতায় সাউথ ক্লাবে প্লে-অফ আয়োজন করেছে ভারত৷

সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ পাঠাল সিবিআই

কলকাতা: ছবি-কাণ্ডে সুব্রত বক্সি ও ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ পাঠাল সিবিআই। ছবি বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে, তার তদন্তে নেমেই তৃণমূলের অ্যাকাউন্ট হোল্ডারদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, এই মাসের তৃতীয় সপ্তাহে সিবিআই দফতরে যেতে বলা হয়েছে ডেরেককে। তিনিও তৃণমূলের অন্যতম অ্যাকাউন্ট হোল্ডার। বিস্তারিত আসছে… The post সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ পাঠাল সিবিআই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Bengali News via Kolkata News

ছেলেকে ফেরাতে বাবা চাইল ৫০ হাজার! আদালতে মা

কলকাতা: এ যেন পণ্য কেনাবেচা। কড়কড়ে নোট দাও, ছেলেকে ফেরত নিয়ে যাও! বাবার হাতে পণবন্দি ছেলেকে ছাড়াতে মাকে খরচ করতে হবে ৫০ হাজার টাকা ! শুধু তাই নয়, স্বামীর হুমকি, চাহিদামত টাকা না মেটালে, ছেলেকে আর কোনদিন ফেরত পাবেন না স্ত্রী । একবিংশ শতাব্দীর দোড়গোড়ায় এসে এমন ঘটনা বাবা-ছেলের সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে৷ বাবার হেফাজত থেকে ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনিক মহলের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ মায়ের। তাঁর অভিযোগ, ছেলেকে ফিরে পেতে জেলাশাসক এবং পুলিস সুপারের দরজায় ঘুরেও সাড়া মেলেনি। এই সংক্রান্ত বিষয়ে পদক্ষেপের ক্ষমতা থাকলেও ছেলেকে ফিরিয়ে আনতে প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন ওই গৃহবধু। আগামী শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আরও পড়ুন :  পা দিয়ে লিখেই মাধ্যমিক জয়ের স্বপ্ন বিষ্ণুর এপ্রসঙ্গে মামলাকারির আইনজীবী ইন্দ্রজিৎ রায়চৌধুরি বলেন, ২০০৮ সালের এপ্রিলে রায়দিঘী থানা এলাকার বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয় পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার বাসিন্দা ভবশংঙ্কর আচার্যের। বিয়ের কয়েকবছরের মধ্যে পুত্র সন্তান হয় ও

রুশ রাষ্ট্রপতি পুতিন বলে দিলেন এমন কথা, যার ফলে বদলে যেতে পারে নির্বাচন এর পরিণাম।

Image
‌আপনারা সকলেই জেনে থাকবেন যে ,এই সময় বিভিন্ন খবরের চ্যানেলে কেবল রাজনীতি নিয়েই আলোচনা চলছে। তবে আপনাদের জানিয়ে দিই ২০১৯ লোকসভা নির্বাচন হতে আর মাত্র ২ থেকে ৩ মাস বাকি। সকল রাজনৈতক দলগুলি তাদের নিজের নিজের প্রচার কার্যে ব্যস্ত। ভারতের ৭০ তম গণতন্ত্র দিবসের সময় রুশের রাষ্ট্রপতি মোদি সরকারের সম্মন্ধে এমন কিছু বললেন যে কারণে , ২০১৯ এর নির্বাচন তো পাল্টে গেলোই সেইসঙ্গে বিরোধী দল গুলি অবাক হয়ে গেলো। আপনাদের জানিয়ে দিই , অন্যবারের তুলনায় এবার ভারতের গণতন্ত্র দিবস একটু আলাদা ভাবে পালন করা হলো।   এই অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদ হিন্দ বাহিনীর পূর্ব সেনাদের গণতন্ত্র দিবস উপলক্ষে উৎযাপিত প্যারেডে তাদের সদর আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এই কাজটির জন্য রাজনীতি জগতের সকলেই তার প্রশংসাও করলেন।এছাড়াও সেদিন মোদিজি সাউথ আফ্রিকার রাষ্ট্রপতিকে ভারতের মুখ্য অতিথী করে ভারত ও সাউথ আফ্রিকার সম্পর্কটিকে আরো গভীর করে তুললেন। এছাড়াও বিভিন্ন দেশের নেতারাও ভারতকে শুভ কামনা জানিয়েছে। ভারতের সবচেয়ে পুরনো বন্ধু রুশ এর রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতকে শুভকামনা জানালেন। আর

চরম হেনস্থার মুখোমুখি হলেন এই বলিউড অভিনেত্রী !

Image
  বাংলা hunt ডেস্ক : দিদি শিল্পা শেট্টি বলিউডের একজন অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী।তার মতো সাফলতা না পেলেও একসময়ে বলিউডে অভিনয় করেছিলেন তার বোন শমিতা শেট্টি।সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছিলেন চরম হেনস্থার ।যে ঘটনার জেরে স্তম্ভিত গোটা বলিউড! ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের থানে এলাকায়।সেখানে দুপুরে ভিভিয়ান মলের সামনে থেকে যাচ্ছিলেন শমিতা।সেই সময় হঠাৎই এক বাইক আরোহী তার দুইজন সঙ্গী কে নিয়ে পিছু নেন অভিনেত্রীর।অভিযোগ বাইক আরোহী ধাক্কা দেওয়ার চেষ্টা করে শমিতার গাড়িতে।এমনকি তার ড্রাইভার এর প্রতিবাদ করতে তার উপর চরাও হন।তারা।এমনকি অশ্লীল মন্তব্য করেন শমিতার উদ্দেশ্যে।ইতিমধ্যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী। প্রসঙ্গত,২০০০ সালে ব্লকবাস্টার ছবি “মহব্বতে” এর মধ্যে দিয়ে বলিউডে সাথে আত্মপ্রকাশ করেছিলেন শমিতা।এই ছবিতে অভিনয়ের জন্য তিনি আইফার সেরা নবগতার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরে তিনি কয়েকটি ছবিতে অভিনয় করেছেন যেমন “মেরে ইয়ার কি শাদি হায় “,জেহের, ক্যাশ।২০০৯ সালে বিগ বসে যোগ দেন প্রতিযোগী হিসেবে। from BanglaHunt http://bit.ly/2DLarT9

পরিবেশ রক্ষায় উদ্যোগ রাজ্যের, চারাগাছ বিতরণ শুভেন্দুর

Image
স্টাফ রিপোর্টার, হলদিয়া: দূষণ মুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং বিদ্যুতের অপচয় দূর করার লক্ষ্য নিয়ে বিশেষ উদ্যোগ রাজ্যের৷ সেই উদ্দ্যেশ্যকে সামনে রেখে বৃহস্পতিবার হলদিয়া মেলা থেকে এলাকার সাধারন মানুষ থেকে ক্রীড়া প্রতিযোগীদের হাতে এলইডি বাল্ব, চারাগাছ, জুটব্যাগ ও হলদিয়া মেলার খেলার পুরস্কার তুলে দেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। রিফাইনারি ও ইন্ডিয়ান অয়েলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার প্রায় ১০০০ জনকে এলইডি বাল্ব ও পরিবেশ দফতরের পক্ষ থেকে ৫ হাজার চারাগাছ ও জুট ব্যাগ বিতরণ কর হয়। এদিনের এই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, এক্সিকিউটিভ ডিরেক্টর হলদিয়া রিফাইনারি সি কে তিওয়ারি, হলদিয়া উন্নয়ন পর্ষদের সিও বিভু গয়েল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক, হলদিয়া মহকুমা শাসক কহুক ভূষণ সহ অন্যান্যরা। হলদিয়া রিফাইনারি ও ইণ্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী ব্যক্তিদের প্রায় ১০০০ এলইডি বাল্ব বিতরণ করে এদিন। গত ১০ই জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হলদিয়ায় স্বচ্ছ ভারত এবং ক্লিন এনার্জি ব

মমতার আপ্তসহায়কের বাড়িতে গিয়েও ফিরে আসতে হল ইডি-সিবিআই’কে

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷ আরও পড়ুন-  মুখ্যমন্ত্রী মমতার প্রাক্তন আপ্ত-সহায়কের বাড়িতে ED-CBI তল্লাশি কাঁথির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি যা যা বলেছেন, প্রমাণ না করতে পারলে মানহানির মামলা করা হবে৷ বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষিত …গর্ধশিক্ষিতরা বাংলার ব্যাপারে কী বা জানে …৷ ‘‘রাজ্যের হাতেও সিআইডি আছে, এসটিএফ আছে৷ আর্থিক দূর্নীতি ধরার ব্যবস্থা আছে৷ আমরাও চাইলে তদন্ত শুরু করতে পারি৷’’ আরও পড়ুন-  বিজেপি পরিচালিত পঞ্চায়েতে নিকাশি বেহাল, ক্ষোভ গ্রামবাসীদের বৃহস্পতিবার সকালেই মমতার রাজনৈতিক জীবনের পুরানো সঙ্গী মানিক মজুমদারের বাড়িতে সিবিআই এবং ইডি হানা দিয়েছে৷ মানিকবাবু মমতার প্রাক্তন আপ্ত সহায়ক৷ মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছাকাছিই থ

চেলসির বড় পরাজয়ের দিনে জয়ে ফিরল টটেনহ্যাম

Image
লন্ডন: আর্সেনালের কাছে হারের রেশ কাটতে না কাটতে প্রিমিয়র লিগে বড় ধাক্কা খেল চেলসি। বুধবার এ এফসি বৌর্নমাউথের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল ব্লুজরা। প্রিমিয়র লিগে চেলসির কঠিন পরাজয়ের দিনে ১৯৮৮ পর ঘরের মাঠে প্রথমবার লন্ডনের ক্লাবটিকে হারাল প্রিমিয়র লিগে ১০ নম্বরে থাকা বৌর্নমাউথ। অ্যাওয়ে ম্যাচে চেলসির প্রথমার্ধের ফুটবল দেখে এদিন বড় হারের সম্ভাবনা আঁচ করতে পারেননি অনুরাগীরা। কিন্তু বিরতির পরই বিপক্ষের আক্রমণের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্লুজদের রক্ষণ। বৌর্নমাউথের জয়সূচক চারটি গোলই হয় এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে। পেদ্রোর ক্রস থেকে ম্যাচের প্রথমার্ধে কোভাচিচের দুরন্ত হেডার পোস্টে লেগে প্রতিহত না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। তবে দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে বৌর্নমাউথের দুরন্ত ফুটবলকে খাটো করা যায় না কোনওভাবেই। দূরপাল্লার শটে চেলসি ফুটবলাররা প্রথমার্ধে ডেডলক খোলার চেষ্টা করলে ত্রাতা হয়ে ওঠেন বৌর্নমাউথ দুর্গের শেষ প্রহরী বোরুচ। প্রতি আক্রমণে হোম টিম বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলদুর্গ অক্ষুণ্ণ থাকে দু’দলেরই। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর ৯০ সেকেন্ডের মধ্যেই ডেডলক ভাঙে লুইজ-রুডিগার সমৃদ্ধ

10 links of bangla news

http://100manie.com/exploring-the-new-york/ indiarag 9072 5944 4499605 200k https://indiarag.blogspot.com/ 24-01-2019 20:16 http://2backpackersonajourney.com/guatemala/ aajkaal 8170 8862 4499605 200k https://bangla-news.org/aajkal/ 25-01-2019 04:50 http://2throughafrica.com/portfolio/egypt/ 24 ghanta 11314 5615 4499605 200k https://bangla-news.org/24-ghanta-bengali-news-live/ 25-01-2019 03:39 http://5cvet.ru/index.php/latest-blog-post/item/18-shave Irving 82 8 4499605 200k http://bangla-news.org/ebela-news/ 19-01-2019 20:52 http://a-m-co.fr/galerie-photos/photo-ascoor3/ bangla news 22139 23199 4499605 200k https://bangla-news.org 22-01-2019 12:06 http://aaajudaica.com/hello-world/ eisamay 5316 7390 4499605 200k https://bangla-news.org/ei-samay/ 25-01-2019 05:35 / http://abnl.net/sample-page eisamay bengali news 10743 14489 4499605 200k https://bangla-news.org/ei-samay-bengali-news/ 25-01-2019 05:43 http://acutequalitystaffing.com/introducing-da

“মা” হলেন এই” ব‍্যাচেলর ” বলি সেলেব !

Image
  বাংলা hunt ডেস্ক: ভারতীয় টেলিভিশন জগত কে এক অন‍্যদিশা দেখিয়েছে ” বালাজি টেলিফ্লিমস” । এই প্রোডাকশনের হাত ধরে একের পর এক দুরন্ত সব সিরিয়াল পৌঁছে গেছে দেশের মানুষের ঘরে ঘরে।অর্থাৎ ছোট পর্দায় বিল্পব আনতে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।আর এই কাজটা শীর্ষে থেকে নেতৃত্ব দিয়েছেন এই কোম্পানির মালকিন একতা কাপুর।” সুপারস্টার ” জিতেন্দ্রর এই কন‍্যা নিজে প্রতিষ্ঠিত হয়েছেষ।প্রায়শই কাজের সূত্রে খবরের শিরোনামে আবির্ভাব হন তিনি।যদিও সম্প্রতি একটি অন্য ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে ফিরলেন তিনি। সম্প্রতি মাতৃত্বের স্বাদ পেলেন এই সেলেব প্রযোজ্যক।এবং এক্ষেত্রে তিনি ভাই অভিনেতা তুষার কাপুরের পদাঙ্ক অনুসরন করলেন।ভাইয়ের মতোই সিঙ্গেল থেকে “মা” হলেন।গোটা” কাপুর পরিবার” এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সদস্যের।গত ২৭ শে জানুয়ারি “সারোগেসির” মাধ্যমে জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের।যার জন্য এই মুহূর্তে গোটা কাপুর পরিবার জুড়ে এখন খুশির হাওয়া বইছে। from BanglaHunt http://bit.ly/2HHiKU7

BREAKING NEWS: ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়কের বাড়িতে সিবিআই এর হানা, চরম চাপে তৃণমূল সুপ্রিমো

এবার ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাড়ায় হানা দিলো গোয়েন্দা সংস্থা। ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়ক মানিক মজুমদারের বাড়িতে হানা দিলো সিবিআই ও ইডির কর্তারা। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনত চিট ফান্ডের মালিক এবং তাঁদের সাথে জড়িত ব্যাক্তিরা। তাই তাঁদের বিরুদ্ধে তৃণমূল কোন ব্যাবস্থা নেবেনা বলে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল বীরভূম থেকে অমিত শাহ-কে হুমকির সুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেছিলেন, ছবি এঁকে টাকা নিয়েছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেবো” আবার এদিকে মমতা ব্যানার্জী নিজের মুখেই বলেছিলেন যে তিনি ছবি আর বই বিক্রি করে দল চালান। এমনকি সারদা চিতফান্ড এর মালিক সুদিপ্ত সেন ওনার থেকে যে ছবি নিয়েছিল সেটাও সবার জানা। এবার সেই ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমুন্ত্রির আপ্ত-সহায়কের বাড়িতে হানা দিলো গোয়েন্দা সংস্থা। from Express News http://bit.ly/2MGCVQU

পোকার প্রেমে বুঁদ যুবক !

Image
  বাংলা hunt ডেস্ক: সবার জীবনে কখনও না কখনও প্রেম এসেছে ।তা কখনও পূর্নতা পেয়েছে আবার কখনও তা পাইনি।তবে এখন যার কথা বলবো তিন প্রেম করে সকলকে চমকে দিয়েছেন ! কারন তার সঙ্গী একটি আরশোলা। খুব সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন জনৈক বছর ২৫ এর যুবক ইয়ুয়ামা শিনোহারা।পেশায় “এ্যন্টামোফ‍্যাজিস্ট” অর্থাৎ যিনি পোকামাকড় খাওয়ার কথা প্রচার করেন এই জাপানি নাগরিক হইচই ফেলে দিয়েছে গোটা দুনিয়া জুড়ে। সম্প্রতি একটি বিখ‍্যাত দৈনিক কে দেওয়া সাক্ষাৎকারে ইয়ুমা জানান ” লিজা” নামের একটি আরশোলার প্রেমে পড়েছিলেন তিনি।এমনকি তাকে ঘিরে তৈরী হয়েছিল তার যৌন কল্পনা!জানিয়েছেন দুজন দুজনের প্রতি এতটাই আবেগী ছিলেন যে কখনও তারা একে অপরকে ছেড়ে থাকতে পারতেন না।ইয়ুমার মতে “লিজার” মতো যৌন আবেদনময়ী নারী আর কখনও দেখেননি।যদিও এত গাঢ় প্রেম হওয়ার পর হঠাৎ তাকে খেয়ে নিয়েছিল ইয়ুমা তার মৃত্যুর পর।কিন্তু কেন এমনটা করলেন তিনি ? এর জবাবে যুবকের বক্তব্য এই খাওয়ার মধ্যে দিয়ে তিনি আজীবন লিজাকে তার শরীরে বন্দী করেছেন! from BanglaHunt http://bit.ly/2D6hzZ1

মিড ডে মিলের খিচুড়ির হাঁড়িতে এবার মিলল সাপ

Image
মুম্বই: মিড ডে মিলের খাবারের মধ্যে আরশোলা, টিকটিকি খুঁজে পাওয়ার ঘটনা বিরল নয়৷ কিন্তু তাই বলে সাপ! এমনটাই হল একটি সরকারি প্রাইমারি স্কুলে৷ পড়ুয়াদের মিড মে মিলে পরিবেশন করা হল খিচুড়ি৷ আর সেই খিচুড়িতেই ছিল সাপ৷ এই ঘটনায় পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে৷ ঘটনাটি মহারাষ্ট্রের গরগবন জেলা পরিষদ প্রাইমারি স্কুলের৷ এই স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি মোট পড়ুয়ার সংখ্যা ৮০৷ বুধবার এই স্কুলে মিড ডে মিলে খিচুড়ি পরিবেশন করা হয়৷ স্কুলের কর্মীরা যখন খিচুড়ি পরিবেশন করতে যান তখনই খাবারের মধ্যে সাপটিকে খুঁজে পান৷ ঘটনার কথা স্বীকার করে জেলার এডুকেশন অফিসার প্রশান্ত ডিগরাসকর জানান, সাপটিকে দেখার পরই সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেওয়া হয়৷ তার জেরে ওই দিন অধিকাংশ পড়ুয়াকে না খেয়ে কাটাতে হয়৷ তবে বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না৷ জানা গিয়েছে, মিড ডে মিলের খাবার তৈরির দায়িত্ব স্কুল ম্যানেজমেন্ট কমিটি একটি এনজিও’র হাতে তুলে দেয়৷ তাদের বা স্কুলের তরফে কোনও গাফিলতি হয়েছে কিনা জানকে জেলা শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ একটি বিশেষ দ

পা দিয়ে লিখেই মাধ্যমিক জয়ের স্বপ্ন বিষ্ণুর

কোচবিহার: অভাবের সংসারে কাজের জন্য ছোট বেলাতেই বাবার সঙ্গে পাড়ি দিতে হয়েছিল ভিন্ন রাজ্যে৷ ইটভাটায় কাজ করতে গিয়ে খোয়াতে হয়েছিল তাঁর দুটো হাতই৷ কিন্তু মনের অদম্য ইচ্ছার জেরে দেশে ফিরে পড়াশোনা শুরু করে কোচবিহারের মাথাভাঙ্গা শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের বড় গদাই খোঁড়া গ্রামের বাসিন্দা বিষ্ণু বর্মণ৷ এই বছর সে শীতলকুচির বড় গদাই খোঁড়া ভি এম হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে৷ ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা তার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে বিষ্ণু৷ সে পায়ের সাহায্যে পরীক্ষায় লিখবে৷ বিষ্ণু জানিয়েছে, সে আরও পড়তে চায়৷ পড়াশোনা শেষ করে সে সরকারি চাকরি করতে যায়৷ তাঁর অভাবের সংসারের পাশে দাঁড়াতে চায় সে৷ সে সরকারি চাকরি করে পরিবারকে সচ্ছল অবস্থায় ফিরিয়ে আনতে যায়৷ আরও পড়ুন :  মোদী জুনিয়র হওয়া সত্বেও অন্তত ১০ বার ‘স্যার’ বলে ডেকেছি: চন্দ্রবাবু বিষ্ণুর বাবা সন্তোষ বর্মণ জানান, ২০০৮ সালে শিশু শ্রমিক হিসেবে তাঁর সঙ্গে ভিন দেশে কাজে গিয়েছিল৷ সেখানে গিয়ে কাজের সময় মেশিনে তাঁর দুটি হাতই কাটা পড়ে৷ কিন্তু তাতে সে এক বিন্দুও ভেঙে পড়েনি৷ তার অদম্য ই

শুরু হল ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

অরুণাভ রাহারায়, কলকাতা: বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সাধন পাণ্ডে, দোলা সেন, সব্যসাচী দত্ত, সুজিত বসু, নির্বেদ রায়, সুবোধ সরকার, চিন্ময় গুহ, নৃসিংহপ্রসাহ ভাদুড়ি, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের ডিরেক্টর সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। এবারের বইমেলার ফোকাল গুয়াতেমালা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। থিম কান্ট্রির পাশাপাশি এবার বইমেলার ফোকাস লেপচা। উদ্বোধনী মঞ্চে সিইএসসি সৃষ্টিসম্মান পেলেন সাহিত্যিক শংকর। এর আগে সিইএসসি সৃষ্টিসম্মান পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবারের বইমেলায় থাকছে ৬০০টি বইয়ের স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি পিনাকী ঠাকুরের নামে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্র

কোহলির উত্তরসূরি বলছে ‘আপনা টাইম আয়েগা…’

নয়াদিল্লি: সময় পাল্টাবে৷ হ্যাঁ, তাঁর সময়ও আসবে৷ ক্রিকেট থেকে দূরে থেকে নিজেকে এভাবেই তাতাচ্ছেন কোহলির উত্তরসূরি৷ অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে গোডা়লিতে চোট পেয়ে ছিটকে যেতে হয়েছিল৷ কঠিন সফরে এরপর আর একটা বলও খেলা হয়ে ওঠেনি কোহলির সংসারের নবাগত তরুণ প্রতিভা পৃথ্বী শ’র৷ চোট সারিয়ে তৃতীয় টেস্টে ফেরার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি ফিট হয়ে উঠতে না-পারায় পৃথ্বীকে দেশের বিমান ধরতে হয়৷ আরও পড়ুন- অভিষেকে বিরাটকে টপকালেন শুভমন এরপর একে একে অজিভূমে বিরাটদের এগিয়ে যাওয়া৷ ২-১ সিরিজ জয়৷ বিজয় ফ্রেমে থাকার পরিবর্তে টিভির পর্দার ওপারেই ইতিহাসে চোখ রাখতে হয়েছিল পৃথ্বীকে৷ চোয়াল চাপা লড়াইয়ের পর আপাতত সুস্থ হয়ে মাঠে ফিরেছেন পৃথ্বী৷ আসন্ন আইপিএলের জন্য নিজেকে প্রস্তুত করেছেন ভারতীয় ওপেনার৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন পৃথ্বী৷ সঙ্গে কোহলির দলের তরুণ ক্রিকেটার রণভীর সিং অভিনীত গলি বয় সিনেমার ডায়লগ ধার করে লিখেছেন, ‘আপনা টাইম আয়েগা!’ আরও পড়ুন- ছয় গোল চাপিয়ে কোপা দেল রে’র সেমিতে বার্সা Aapna time aayega… Injury se fit hoke… Mein aur r

মোদী জুনিয়র হওয়া সত্বেও অন্তত ১০ বার ‘স্যার’ বলে ডেকেছি: চন্দ্রবাবু

Image
অমরাবতী: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ইগো’ সন্তুষ্ট করতে তাঁকে ‘স্যার’ বলে ডাকতে হয়েছে। শুধুমাত্র রাজ্যের কথা ভেবেই নাকি এই কাজ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই ভাষাতেই মোদীকে আক্রমণ করলেন তিনি। একটি সর্বদলীয় বৈঠকে উপস্থিত হয়ে তেলুগু দেশম পার্টির প্রধান বলেন, স্রেফ অন্ধ্রপ্রদেশের ভালো হয় যাতে, তার জন্যই করতাম এই কাজটা। তাঁর কথায়, “আমি যখন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে দেখা করেছিলাম, তখন তাঁকে ‘স্যার’ নয়, ‘মিস্টার ক্লিন্টন’ বলে সম্বোধন করেছিলাম। আর মোদী রাজনীতিতে আমার থেকে অনেক ছোট। কিন্তু, উনি যখন ক্ষমতায় এলেন, আমি তখন ওঁকে অন্তত বার দশেক ‘স্যার’ ‘স্যার’ বলে ডেকেছি। আমি জানতাম, ওঁর ইগো এভাবেই তুষ্ট হবে। আমাদের রাজ্যটার জন্য কেন্দ্র কিছু ইতিবাচক পদক্ষেপ যাতে গ্রহণ করে তাই এমনটা করেছি।’ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেন যে, ২০১৪ সালে বিজেপির সঙ্গে লোকসভা নির্বাচনের সময় জোটটাও করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের স্বার্থেই। বিজেপির সঙ্গে জোট না করলে সে বার নিশ্চিন্তে আরও ১০’টি আসন বেশি পাওয়া যেত বলেও দাবি করেন তিনি। চন্দ্রবাবু আরও জানান, গুজরাতের মুখ্যমন্ত্রী