মৌসম তৃণমূলে যাচ্ছেন, রাহুল গান্ধীকে আগেই জানিয়েছিলেন এই বিজেপি নেতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: মালদহের সাংসদ মৌসম নূর যে কোনও মুহূর্তে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷ তাঁর বিরুদ্ধে দল ব্যবস্থা নিক৷কয়েকমাস আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে চিঠি দিয়ে এই আর্জি জানিয়েছিলেন রাজ্য বিজেপির নেতা অনুপম ঘোষ৷ মৌসমের ডিগবাজির পরই নিজের ফেসবুক ওয়ালে সেই চিঠি পোস্ট করেছেন তিনি৷

ফেসবুকে অনুপম লিখেছেন, মৌসম দলত্যাগ করে তৃণমূলে যোগদান করবে, নেতৃত্বকে আমি অনেকদিন ধরেই বলছিলাম৷ রাহুল গান্ধী, গৌরব গগৈকে আমি চিঠি লিখেছি, সামনাসামনি বলেছি৷ মৌসমকে যতদিন দেখছি, জানি দারুন চতুর ও প্রচন্ড সুযোগসন্ধানী৷

তাই জানতাম সুযোগ পেলেই তৃণমূলে ঝাঁপ দেবে৷সেটাই হল৷ এইভাবে চলতে থাকলে দলটা কোমায় চলে যাবে৷ তবে যেসময় রাহুল গান্ধীকে চিঠিটা দেওয়া হয়েছিল সেইসময় বিজেপির এই নেতা প্রদেশ কংগ্রেসে ছিলেন৷ কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পশ্চিমবঙ্গের ইনচার্জ ছিলেন তিনি৷
অনুপমের কথায়, “আমি এখন বিজেপিতে৷ আমার কংগ্রেসের আভ্যন্তরীন ব্যাপারে বলার কিছুই নেই৷ তবে পুরোনো একজন কংগ্রেসের কর্মী হিসেবে ফেসবুকে এই পোস্টটা করেছিলাম৷ কারণ আমিই প্রথম কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের এআইসিসির ইনচার্জ গৌরব গগৈকে চিঠি দিয়েছিলাম৷ আর আমার দল ছাড়ার কারণের মধ্যে মৌসম ও ডালুবাবুর ঘটনাও অন্যতম কারণ৷”

The post মৌসম তৃণমূলে যাচ্ছেন, রাহুল গান্ধীকে আগেই জানিয়েছিলেন এই বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18