বাংলাদেশ সীমান্তে উদ্ধার নিখোঁজ ভারতীয় নাবালিকার দেহ

স্টাফ রিপোর্টার, বহরমপুর: নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়৷ মৃত নাবালিকার নাম রাখি মণ্ডল (১২)৷ কাতলামারি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে৷ বাড়ি রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার রাখি তার বাবাকে দুপুরের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়৷ তার বাবা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চরের মাঠে কাজ করেন। সঠিক সময় মতো তার বাবাকে খাবার পৌঁছে দেয় রাখি৷ তারপর তার বাড়ি ফিরে আসার কথা৷ কিন্তু সে বাড়ি ফিরে যায়নি৷

চরের মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরে তার বাবা শোনেন রাখি বাড়ি ফেরেনি৷ এরপর পরিবার রাখিকে খোঁজা শুরু করেন৷ রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকা থেকে চর সমস্ত জায়গাতেই খোঁজ করে তারা। কিন্তু কোথাও রাখিকে খুঁজে পাওয়া যায়নি৷

অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ রাখির দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রানীনগর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের পাঠায় পুলিশ৷ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারবে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post বাংলাদেশ সীমান্তে উদ্ধার নিখোঁজ ভারতীয় নাবালিকার দেহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18