বাংলাদেশ সীমান্তে উদ্ধার নিখোঁজ ভারতীয় নাবালিকার দেহ

স্টাফ রিপোর্টার, বহরমপুর: নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে৷ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানা এলাকায়৷ মৃত নাবালিকার নাম রাখি মণ্ডল (১২)৷ কাতলামারি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল সে৷ বাড়ি রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকায়৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই বুধবার রাখি তার বাবাকে দুপুরের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়৷ তার বাবা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চরের মাঠে কাজ করেন। সঠিক সময় মতো তার বাবাকে খাবার পৌঁছে দেয় রাখি৷ তারপর তার বাড়ি ফিরে আসার কথা৷ কিন্তু সে বাড়ি ফিরে যায়নি৷

চরের মাঠ থেকে কাজ সেরে বাড়ি ফিরে তার বাবা শোনেন রাখি বাড়ি ফেরেনি৷ এরপর পরিবার রাখিকে খোঁজা শুরু করেন৷ রানীনগর থানার মোহনগঞ্জ সরন্দজপুর এলাকা থেকে চর সমস্ত জায়গাতেই খোঁজ করে তারা। কিন্তু কোথাও রাখিকে খুঁজে পাওয়া যায়নি৷

অবশেষে বৃহস্পতিবার সকালে নিখোঁজ রাখির দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন রানীনগর থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালের পাঠায় পুলিশ৷ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পুলিশ জানতে পারবে৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

The post বাংলাদেশ সীমান্তে উদ্ধার নিখোঁজ ভারতীয় নাবালিকার দেহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3