সরকারি স্কুলের মিড ডে মিলের খিচুড়িতে বেরিয়ে এল এক আস্ত সাপ।

এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে নান্দেড় জেলার একটি স্কুলে। সরকারি স্কুলের মিড ডে মিলে খিচুড়ি তে পাওয়া গেল একটি আস্ত সাপ। এই ঘটনাটির ঘিরে গটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গতকাল বুধবার নান্দেড় জেলায় একটি প্রাথমিক স্কুলের ৯০ জন পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হয় এই খিচুড়ি। খিচুড়ি পরিবেশন করছিলেন স্কুলের কর্মীরাই তবে হঠাৎ তারা লক্ষ্য করে খিচুড়ি মধ্যে পড়ে রয়েছে একটি আস্ত সাপ। তৎক্ষণাৎ তারা খিচুড়ি পরিবেশন বন্ধ করে সব পড়ুয়াদের সেই খিচুড়ি খেতে মানা করেন। নান্দেড় জেলার শিক্ষা অধিকারি প্রশান্ত জিজ্ঞাস কর বলে মিড ডে মিলে একটি সাপ পাওয়া গেছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এ বিষয়ে।

 


এ বিষয়ে নিয়ে স্কুলে গিয়ে তারা একটি তদন্ত রিপোর্ট জমা দেবে শিক্ষা দপ্তরের একটি দল। আর এই নিয়ে স্কুলের পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। আর এই রিপোর্টের ওপর ভিত্তি করে কোন পদক্ষেপ নেওয়া হবে পরবর্তীকালে। আপনাদের সুবিধার্থে বলে দি একটি স্থানীয় সংস্থাকে এই মিড ডে মিল তৈরীর করার জন্য স্কুল কর্তৃপক্ষ। যেমন কি আপনারা সকলেই জানেন 1996 সালে স্কুলে স্কুলে শুরু হয়েছে খিচুড়ি খাওয়ানোর প্রকল্প। এতে ছোট ছোট পড়ুয়াদের শারীরিক গঠনে সাহায্য হয় সাথে স্কুলের সংখ্যা কমছে। আর এই মিড ডে মিলের জন্য লাভবান হচ্ছে 1.25 কোটি ছাত্র ছাত্রী।



from The India Bengali News http://bit.ly/2DKbIK7

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3