নির্বাচন কমিশনে উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি

স্টাফ রিপোর্টার, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার ৪৮ ঘন্টা আগে নির্বাচন কমিশনের কাছে উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপি৷ বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের ‘সম্পূর্ণ বেঞ্চ’ কলকাতায় এসেছে৷

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক সেরেছে কমিশন৷ ওই বৈঠকে বিজেপি অভিযোগ জানিয়েছে, উত্তর ২৪ পরগণার ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার আগে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে আসেননি জেলাশাসক৷ ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সরকারি সভায় বক্তব্য রাখবেন৷ ওই বৈঠকের আয়োজক বিজেপি নয়৷ বিজেপির কোনও ফ্ল্যাগ বা ফেস্টুন ওই সভায় থাকবে না৷

কমিশনের কাছে বিজেপির আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার আগে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজনিং (এএসএল) বৈঠকে ডিএম আসেননি৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর দাবি, প্রধানমন্ত্রীর বৈঠকের আগে এএসএল বৈঠকে জেলাশাসকের না আসার ঘটনা হতবাক করেছে নির্বাচন কমিশনকেও৷

সায়ন্তন বলেন, ‘‘উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানালো হয়েছে৷ প্রধানমন্ত্রীর সভার আগে এএসএল বৈঠক এড়িয়ে গিয়েছেন জেলাশাসক, যা শুনে কমিশন রীতিমতো হতবাক৷’’ যদিও বিজেপির অভিযোগের পরিপ্রক্ষিতে জেলাশাসক অন্তরা আচার্য কিছুই বলতে চাননি৷ Kolkata24x7 – কে জেলাশাসক বলেন, ‘‘আমি এইসব কিছুই জানি না৷ কোনও মন্তব করব না৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভায় শাসকদল তৃণমূল কংগ্রেস রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে বাধার সৃষ্টি করছে বলে কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে৷ রাজ্যে শেষ পঞ্চায়েত নির্বাচনে যে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে তার বিবরণ দেওয়া হয়েছে৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে হিংসার ঘটনার যে বিবরণ পাওয়া গিয়েছে, তাও জমা দেওয়া হয়েছে৷

The post নির্বাচন কমিশনে উত্তর ২৪ পরগণার জেলাশাসকের বিরুদ্ধে অভিযোগ জানাল বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3