“মা” হলেন এই” ব‍্যাচেলর ” বলি সেলেব !

 

বাংলা hunt ডেস্ক: ভারতীয় টেলিভিশন জগত কে এক অন‍্যদিশা দেখিয়েছে ” বালাজি টেলিফ্লিমস” । এই প্রোডাকশনের হাত ধরে একের পর এক দুরন্ত সব সিরিয়াল পৌঁছে গেছে দেশের মানুষের ঘরে ঘরে।অর্থাৎ ছোট পর্দায় বিল্পব আনতে এর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ।আর এই কাজটা শীর্ষে থেকে নেতৃত্ব দিয়েছেন এই কোম্পানির মালকিন একতা কাপুর।” সুপারস্টার ” জিতেন্দ্রর এই কন‍্যা নিজে প্রতিষ্ঠিত হয়েছেষ।প্রায়শই কাজের সূত্রে খবরের শিরোনামে আবির্ভাব হন তিনি।যদিও সম্প্রতি একটি অন্য ঘটনাকে কেন্দ্র করে খবরের শিরোনামে ফিরলেন তিনি।

সম্প্রতি মাতৃত্বের স্বাদ পেলেন এই সেলেব প্রযোজ্যক।এবং এক্ষেত্রে তিনি ভাই অভিনেতা তুষার কাপুরের পদাঙ্ক অনুসরন করলেন।ভাইয়ের মতোই সিঙ্গেল থেকে “মা” হলেন।গোটা” কাপুর পরিবার” এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন সদস্যের।গত ২৭ শে জানুয়ারি “সারোগেসির” মাধ্যমে জন্ম দিয়েছেন এক পুত্র সন্তানের।যার জন্য এই মুহূর্তে গোটা কাপুর পরিবার জুড়ে এখন খুশির হাওয়া বইছে।



from BanglaHunt http://bit.ly/2HHiKU7

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman