শুরু হল ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা

অরুণাভ রাহারায়, কলকাতা: বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সাধন পাণ্ডে, দোলা সেন, সব্যসাচী দত্ত, সুজিত বসু, নির্বেদ রায়, সুবোধ সরকার, চিন্ময় গুহ, নৃসিংহপ্রসাহ ভাদুড়ি, যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, পাবলিশার্স অ্যান্ড গিল্ডের ডিরেক্টর সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ।

এবারের বইমেলার ফোকাল গুয়াতেমালা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিয়োবান্নি কাসতিয়ো। থিম কান্ট্রির পাশাপাশি এবার বইমেলার ফোকাস লেপচা। উদ্বোধনী মঞ্চে সিইএসসি সৃষ্টিসম্মান পেলেন সাহিত্যিক শংকর। এর আগে সিইএসসি সৃষ্টিসম্মান পেয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এবারের বইমেলায় থাকছে ৬০০টি বইয়ের স্টল এবং ২০০ লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি পিনাকী ঠাকুরের নামে। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা।

থাকছে বাংলাদেশের একাধিক স্টল। বাংলাদেশের রোজ গার্ডেনের আদলে গড়ে উঠেছে প্যাভিলিয়ন। ১০ ফেরুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে। অতিথি হিসেবে আসবেন ঢাকা বাংলা একাডেমীর মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। রবীন্দ্রসঙ্গীত গাইতে আসবেন বিখ্যাত গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা।

৭-৯ ফেব্রুয়ারি বইমেলায় অনুষ্ঠিত হবে ষষ্ঠ বর্ষ কলকাতা সাহিত্য উৎসব। ৩ ফেব্রুয়ারি হবে শিশু উৎসব। পিয়ারলেস হাসপাতালের সহায়তায় সাময়িক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ wifi পরিষেবার বন্দোবস্ত করেছে বইমেলা কর্তৃপক্ষ। এছাড়া অ্যাপের মাধ্যমে স্টল নির্ণয় করতে সুবিধে হবে পাঠকদের।

The post শুরু হল ৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3