BREAKING NEWS: ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়কের বাড়িতে সিবিআই এর হানা, চরম চাপে তৃণমূল সুপ্রিমো

এবার ছবি কাণ্ডে মুখ্যমন্ত্রীর পাড়ায় হানা দিলো গোয়েন্দা সংস্থা। ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমন্ত্রীর আপ্ত-সহায়ক মানিক মজুমদারের বাড়িতে হানা দিলো সিবিআই ও ইডির কর্তারা। মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কিনত চিট ফান্ডের মালিক এবং তাঁদের সাথে জড়িত ব্যাক্তিরা। তাই তাঁদের বিরুদ্ধে তৃণমূল কোন ব্যাবস্থা নেবেনা বলে জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

গতকাল বীরভূম থেকে অমিত শাহ-কে হুমকির সুরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী বলেছিলেন, ছবি এঁকে টাকা নিয়েছি প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেবো” আবার এদিকে মমতা ব্যানার্জী নিজের মুখেই বলেছিলেন যে তিনি ছবি আর বই বিক্রি করে দল চালান। এমনকি সারদা চিতফান্ড এর মালিক সুদিপ্ত সেন ওনার থেকে যে ছবি নিয়েছিল সেটাও সবার জানা।

এবার সেই ছবি বিক্রি সংক্রান্ত তথ্য জানতে মুখ্যমুন্ত্রির আপ্ত-সহায়কের বাড়িতে হানা দিলো গোয়েন্দা সংস্থা।



from Express News http://bit.ly/2MGCVQU

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman