চরম হেনস্থার মুখোমুখি হলেন এই বলিউড অভিনেত্রী !

 

বাংলা hunt ডেস্ক : দিদি শিল্পা শেট্টি বলিউডের একজন অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী।তার মতো সাফলতা না পেলেও একসময়ে বলিউডে অভিনয় করেছিলেন তার বোন শমিতা শেট্টি।সম্প্রতি তিনি মুখোমুখি হয়েছিলেন চরম হেনস্থার ।যে ঘটনার জেরে স্তম্ভিত গোটা বলিউড!

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের থানে এলাকায়।সেখানে দুপুরে ভিভিয়ান মলের সামনে থেকে যাচ্ছিলেন শমিতা।সেই সময় হঠাৎই এক বাইক আরোহী তার দুইজন সঙ্গী কে নিয়ে পিছু নেন অভিনেত্রীর।অভিযোগ বাইক আরোহী ধাক্কা দেওয়ার চেষ্টা করে শমিতার গাড়িতে।এমনকি তার ড্রাইভার এর প্রতিবাদ করতে তার উপর চরাও হন।তারা।এমনকি অশ্লীল মন্তব্য করেন শমিতার উদ্দেশ্যে।ইতিমধ্যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত,২০০০ সালে ব্লকবাস্টার ছবি “মহব্বতে” এর মধ্যে দিয়ে বলিউডে সাথে আত্মপ্রকাশ করেছিলেন শমিতা।এই ছবিতে অভিনয়ের জন্য তিনি আইফার সেরা নবগতার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। পরে তিনি কয়েকটি ছবিতে অভিনয় করেছেন যেমন “মেরে ইয়ার কি শাদি হায় “,জেহের, ক্যাশ।২০০৯ সালে বিগ বসে যোগ দেন প্রতিযোগী হিসেবে।



from BanglaHunt http://bit.ly/2DLarT9

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman