সিঙ্গলসে প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় সুবিধা ভারতের

অভিষেক কোলে: ডেভিস কাপ নেশনস ব়্যাংকিং অনুযায়ী নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা ইতালিকে চমকে দেওয়ার লক্ষ্যে ভারতীয় দল কলকাতায় ঘাসের কোর্টে প্লে-অফ খেলার সিদ্ধান্ত নেয়৷ তবে টাই শুরুর ঠিক আগের দিন ইতালি শিবিরের পালটা চমকে অবাক ভারতীয় দল৷ যদিও প্রতিপক্ষের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও সুবিধা হতে পারে ভারতের৷

সিঙ্গলসে ভারতের সেরা দুই তারকা প্রজনেশ গুণেশ্বরণ ও রামকুমার রামানাথন কোর্টে নামবেন এটা আগে থেকেই নিশ্চিত ছিল৷ সিঙ্গলস ও ফিরতি সিঙ্গলসে ইতালির এক নম্বর তারকা মার্কো চেচিনাতোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে, এমনটাই আশঙ্কা করা হচ্ছিল৷ সকলকে অবাক করে ইতালির নন-প্লেয়িং ক্যাপ্টেন কোরাদো বারাজ্জুতি বিশ্বব়্যাংকিং-এর ১৯ নম্বরে থাকা ইতালির সেরা তারকা চেচিনাতোকে সরিয়ে রাখেন দু’টি সিঙ্গলস রাবার থেকেই৷

আরও পড়ুন: ধোনি-কোহলিকে পিছনে ফেললেন ভারতীয় তারকা

ডেভিসকাপে ভারতের টিম ব়্যাংকিং এই মুহূর্তে ১৯৷ ইতালি সেখানে ১০ নম্বরে রয়েছে৷ দীর্ঘদিন ঘাসের কোর্টে ডেভিস কাপ টাই না খেলা ইতালিকে অস্বস্তিতে ফেলতেই আইটিএফ’এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কলকাতায় সাউথ ক্লাবে প্লে-অফ আয়োজন করেছে ভারত৷ ঘাসের কোর্টে ইতালির ডেভিস কাপ টাইের রেকর্ড আহামরি কিছু নয়৷ মোট ২৩ বার ঘাসের কোর্টে খেলতে নেমে ১০বার তারা টাই জিতেছে৷ হেরেছে ১৩ বার৷

এর আগে ভারতের বিরুদ্ধে দু’বার ঘাসের কোর্টে মুখোমুখি হয়েছে ইতালি৷ জিতেছে একবার, হেরেছে একটি টাই৷ গত পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ভারতের সেই একমাত্র জয়টি এসেছিল ১৯৮৫ সালে কলকাতাতেই৷ উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৮৫ সালের পর থেকে আর ঘাসের কোর্টে ডেভিস কাপ খেলেনি ইতালি৷ ভারত ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাতে চায়৷

আরও পড়ুন:  অভিষেকে বিরাটকে টপকালেন শুভমন

সুতরাং সিঙ্গলস থেকে ইতালি চেচিনাতোকে সরিয়ে রাখায় ভারতের বাড়তি সুবিধা হল বলা চলে৷ টাইয়ের প্রথম সিঙ্গলসে ব়্যাংকিং অনুযায়ী ভারতের দু’নম্বর তারকা রামকুমার (১৩৩) মুখোমুখি হবেন অভিজ্ঞ আন্দ্রেয়া সেপ্পির (৩৭)৷ দ্বিতীয় সিঙ্গলসে ভারতের এর নম্বর তারকা প্রজনেশ (১০২) কোর্টে নামবেন ২২ বছর বয়সি অভিষেককারী মাতেও বেরেত্তিনির (৫৩) বিরুদ্ধে৷

সিঙ্গলস না খেললেও ডাবলসের লড়াইয়ে নামবেন চেচিনাতো৷ তিনি জুটি বাঁধবেন ২০১৫ অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাবজয়ী সাইমন বোলেল্লির (৮৯) সঙ্গে৷ ভারতের হয়ে ডাবলস খেলবেন রোহন বোপান্না (৩৭) ও দ্বিবীজ শরণ (৪০)৷ ফিরতি সিঙ্গলসে প্রজনেশ খেলবেন সেপ্পির বিরুদ্ধে৷ রামকুমার কোর্টে নামবেন বেরেত্তিনির বিপক্ষে৷ তবে নিয়ম অনুযায়ী শেষ মুহূর্তে এই কম্বিনেশন বদল হতে পারে৷

The post সিঙ্গলসে প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় সুবিধা ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3