সিঙ্গলসে প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় সুবিধা ভারতের

অভিষেক কোলে: ডেভিস কাপ নেশনস ব়্যাংকিং অনুযায়ী নিজেদের থেকে অনেক এগিয়ে থাকা ইতালিকে চমকে দেওয়ার লক্ষ্যে ভারতীয় দল কলকাতায় ঘাসের কোর্টে প্লে-অফ খেলার সিদ্ধান্ত নেয়৷ তবে টাই শুরুর ঠিক আগের দিন ইতালি শিবিরের পালটা চমকে অবাক ভারতীয় দল৷ যদিও প্রতিপক্ষের এমন সিদ্ধান্তে কিছুটা হলেও সুবিধা হতে পারে ভারতের৷

সিঙ্গলসে ভারতের সেরা দুই তারকা প্রজনেশ গুণেশ্বরণ ও রামকুমার রামানাথন কোর্টে নামবেন এটা আগে থেকেই নিশ্চিত ছিল৷ সিঙ্গলস ও ফিরতি সিঙ্গলসে ইতালির এক নম্বর তারকা মার্কো চেচিনাতোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতকে, এমনটাই আশঙ্কা করা হচ্ছিল৷ সকলকে অবাক করে ইতালির নন-প্লেয়িং ক্যাপ্টেন কোরাদো বারাজ্জুতি বিশ্বব়্যাংকিং-এর ১৯ নম্বরে থাকা ইতালির সেরা তারকা চেচিনাতোকে সরিয়ে রাখেন দু’টি সিঙ্গলস রাবার থেকেই৷

আরও পড়ুন: ধোনি-কোহলিকে পিছনে ফেললেন ভারতীয় তারকা

ডেভিসকাপে ভারতের টিম ব়্যাংকিং এই মুহূর্তে ১৯৷ ইতালি সেখানে ১০ নম্বরে রয়েছে৷ দীর্ঘদিন ঘাসের কোর্টে ডেভিস কাপ টাই না খেলা ইতালিকে অস্বস্তিতে ফেলতেই আইটিএফ’এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে কলকাতায় সাউথ ক্লাবে প্লে-অফ আয়োজন করেছে ভারত৷ ঘাসের কোর্টে ইতালির ডেভিস কাপ টাইের রেকর্ড আহামরি কিছু নয়৷ মোট ২৩ বার ঘাসের কোর্টে খেলতে নেমে ১০বার তারা টাই জিতেছে৷ হেরেছে ১৩ বার৷

এর আগে ভারতের বিরুদ্ধে দু’বার ঘাসের কোর্টে মুখোমুখি হয়েছে ইতালি৷ জিতেছে একবার, হেরেছে একটি টাই৷ গত পাঁচবারের মুখোমুখি লড়াইয়ে ভারতের সেই একমাত্র জয়টি এসেছিল ১৯৮৫ সালে কলকাতাতেই৷ উল্লেখযোগ্য বিষয় হল, ১৯৮৫ সালের পর থেকে আর ঘাসের কোর্টে ডেভিস কাপ খেলেনি ইতালি৷ ভারত ঠিক এই সুযোগটাকেই কাজে লাগাতে চায়৷

আরও পড়ুন:  অভিষেকে বিরাটকে টপকালেন শুভমন

সুতরাং সিঙ্গলস থেকে ইতালি চেচিনাতোকে সরিয়ে রাখায় ভারতের বাড়তি সুবিধা হল বলা চলে৷ টাইয়ের প্রথম সিঙ্গলসে ব়্যাংকিং অনুযায়ী ভারতের দু’নম্বর তারকা রামকুমার (১৩৩) মুখোমুখি হবেন অভিজ্ঞ আন্দ্রেয়া সেপ্পির (৩৭)৷ দ্বিতীয় সিঙ্গলসে ভারতের এর নম্বর তারকা প্রজনেশ (১০২) কোর্টে নামবেন ২২ বছর বয়সি অভিষেককারী মাতেও বেরেত্তিনির (৫৩) বিরুদ্ধে৷

সিঙ্গলস না খেললেও ডাবলসের লড়াইয়ে নামবেন চেচিনাতো৷ তিনি জুটি বাঁধবেন ২০১৫ অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলস খেতাবজয়ী সাইমন বোলেল্লির (৮৯) সঙ্গে৷ ভারতের হয়ে ডাবলস খেলবেন রোহন বোপান্না (৩৭) ও দ্বিবীজ শরণ (৪০)৷ ফিরতি সিঙ্গলসে প্রজনেশ খেলবেন সেপ্পির বিরুদ্ধে৷ রামকুমার কোর্টে নামবেন বেরেত্তিনির বিপক্ষে৷ তবে নিয়ম অনুযায়ী শেষ মুহূর্তে এই কম্বিনেশন বদল হতে পারে৷

The post সিঙ্গলসে প্রতিপক্ষের সেরা তারকা না থাকায় সুবিধা ভারতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18