Posts

Showing posts from November, 2018

মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির

Image
নয়াদিল্লি : আগামী লোকসভা নির্বাচন হল মহাভারতের যুদ্ধ৷ আর সেই যুদ্ধের কৌরবরা হল বিজেপি৷ বিরোধীরা হল পাণ্ডব৷ কৃষক সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে কৌরব ও বিরোধীদের পাণ্ডবের সঙ্গে তুলনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ জানান, আগামী লোকসভা নির্বাচনে কৌরবদের পরাজয় হবে৷ পাণ্ডবরা জয়ী হবে৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি৷ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কৃষক সমাবেশে যোগ দিতে আসেন ইয়েচুরি৷ সেই সমাবেশ থেকে বিজেপির প্রতি একাধিক তোপ দাগেন তিনি৷ বিজেপিকে কৌরবপক্ষের সঙ্গে তুলনা করার পর ইয়েচুরি জানান, কৌরবদের ১০০টা ভাই ছিল৷ কিন্তু তাদের মধ্যে দুর্যোধন ও দুঃশাসনের নামই বেশি পরিচিত৷ এরপরই মোদী ও শাহকে তাদের সঙ্গে তুলনা করেন সিপিএমের সাধারণ সম্পাদক৷ বলেন, ‘‘বিজেপি অনেক বড় দল৷ অনেক নেতা কর্মী আছে৷ কিন্তু দলটা চালান নরেন্দ্র মোদী ও অমিত শাহ৷ এরাই হলেন দুর্যোধন ও দুঃশাসন৷’’ তাঁর সংযোজন, মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের হাতে পরাস্ত হয়েছিল কৌরবরা৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের কাছে পরাজয় হবে নরেন্দ্র মোদীর৷ রাম মন্দির ইস্যু নিয়েও বিজেপি, আরএসএস

অজিদের ডেরায় রোল বদল বিরাটের

Image
সিডনি: রোল বদল৷ ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ব্যাটিংয়ের পর এবার বল হাতে চমক বিরাটের৷ ডার্সি শর্টদের বিরুদ্ধে এদিন দু’ওভার হাত ঘুরিয়েছেন ভিকে৷ ভাগ্যদেবী সাথ দিলে বেসরকারী এই টেস্ট ম্যাচে নিজের বোলিং স্পেলের প্রথম বলেই উইকেট পেতে পারতেন বিরাট৷ মাত্র দু’ভারের স্পেলেই সিডনির গ্যালারি ভরানো দর্শকদের মন ভরিয়েছেন বিরাট৷ আরও পড়ুন: ককপিটে জর্জিনা, বিমানের বেডরুমে রোনাল্ডো প্রস্তুতি ম্যাচ উমেশ-অশ্বিনকে কিছুক্ষণ বিশ্রাম দিতে চেয়েই বোলিংয়ের দায়িত্ব তুলে নেন কোহলি৷ শামি থেকে জাদেজা, সব বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে নেওয়ার পাশাপাশি নিজের বোলিংও ঝালিয়ে নিতে দেখা গেল বিরাটকে৷ সেখানেও চমক৷ বিরাটের কোনও ডেলিভারি আউট সুইং করে ব্যাটসম্যানকে চাপে ফেলছে, কোনটা আবার স্পিন করে ভিতরে ঢুকছে৷ দুভারের খরচ মাত্র ৬ রান৷ আরও পড়ুন: টিম ইন্ডিয়ায় বিরাট ধাক্কা, ছিকটে গেলেন তারকা ক্রিকেটার অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে পাঁচ জন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি যদি ইতিবাচক দিক হয়, তবে টিম ইন্ডিয়ার দুশ্চিন্তার বহরটাও নিতান্ত ছোট নয়৷ প্রথমত, অখ্যাত অজি ব্

সংখ্যালঘুদের জন্য হাসপাতাল করে দিচ্ছেন, সংখ্যাগুরুদের কি অসুখ হয় না?: দিলীপ ঘোষ

বিভাজনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর সফরের দুই দিনের মধ্যেই পুরুলিয়ায় এসে তাঁর এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হলেন দিলীপবাবু। শুক্রবার, পাড়া ব্লকের মহুলা গ্রামে দলীয় ‘গণতন্ত্র বাঁচাও’ শীর্ষক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীর নাম না করে বিভিন্ন ইস্যু ধরে কটাক্ষ করে অভিযোগ করেন তিনি। ধর্মের নামে বিভাজনের অভিযোগ করে মুখ্যমন্ত্রীর দিকে তির ছুঁড়ে বলেন, ‘আপনি মুসলমানদের জন্য আলাদা করে সংখ্যা লঘু বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআই, হাসপাতাল দিচ্ছেন কেন? সংখ্যাগুরুদের অসুখ করে না? তাঁদের কষ্ট নেই?’ অভিযোগ করে তিনি বলেন, ‘এই করতে গিয়ে এতদিন মুসলমানদের তেল দিয়েছেন। মাথায় হিজাব পড়ে নমাজ পরেছেন। নমাজ পড়তে, আজান দিতে গিয়ে আপনি দুর্গাপূজার মন্ত্র ভুলে গিয়েছেন। তাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে ভুলভাল মন্ত্র পড়েন। এখন বুঝেছেন হিন্দুরা ক্ষেপেছে, তাই ভুল হয়ে গিয়েছে বলছেন। আর বলছেন চল আমরাও রামনবমী করি।’ ঝাড়গ্রামে শবর মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগের সুরে বলেন, ‘লা

গুজরাটে মদ নিষিদ্ধ হলে, বাংলায় কেন নয়। প্রশ্ন মুকুলের

বাঁকুড়ায় লোকসভা ভোটের প্রচার শুরু করল বিজেপি

Image
তিমিরকান্তি পতি, বাঁকুড়া: দলের উত্থান দিবসের মঞ্চ থেকেই কার্যত আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল বাঁকুড়া জেলা বিজেপি। শুক্রবার বাঁকুড়া শহর, বিষ্ণুপুর সহ জেলার বিভিন্ন অংশে এই উপলক্ষে সভা, ডেপুটেশন সহ অন্যান্য বেশ কিছু কর্মসূচী নেওয়া হয়। বাঁকুড়া শহরের মাচানতলায় উত্থান দিবস পালনের মঞ্চে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সহ সভাপতি ডাঃ সুভাষ সরকার৷ তিনি চোলাই মদ কাণ্ডে রাজ্য সরকারকে তুলোধোনা করেন। তিনি জানান, এই সরকার ক্ষমতায় আসার কিছু দিনের মধ্যেই এই ধরণের ঘটনা ঘটেছিল। কিন্তু তার পরেও সরকারের টনক নড়েনি। দু’লক্ষ টাকা করে দিয়ে তারা মহান সাজার চেষ্টা করেছিলেন। রাজস্ব আদায়ের নেশায় ঢালাও মদের লাইসেন্স দেওয়ার অভিযোগ তুলে এদিন তিনি চোলাই কাণ্ডে মৃতদের পরিবারকে কুড়ি লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সরব হন। এদিনের সভায় বিজেপির বাঁকুড়া জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। অন্যদিকে, এদিন রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে বিষ্ণুপুর মহকুমা শাসককে ডেপুটেশন দিল বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তরফে এদিন শহরে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছান। পরে দলের তরফে একটি প্রতিনিধি দল গিয়ে মহক

ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি

Image
বুয়েনস আইরেস: বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ সৌদি আরব ভারতের পেট্রল ও পেট্রপণ্যে খাতে বিনিয়োগ করতে প্রস্তুত৷ শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন৷ সেই বৈঠকে তিনি ভারতকে তেল ও জ্বালানি সরবরাহে সৌদি আরব প্রস্তুত বলে জানান যুবরাজ। জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সম্মেলনের এক ফাঁকে সৌদি যুবরাজের বাসভবন যান তিনি৷ সেখানেই হয় বৈঠকটি৷ পরে জানা যায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, শিল্প, কৃষি, শক্তি, টেকনোলজি ইত্যাদি নানা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে৷ এই ক্ষেত্রগুলিতে সৌদি আরব বিনিয়োগ করার উৎসাহ দেখিয়েছে৷ পাশাপাশি সৌদি অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানি করার বদলে তা ভারত থেকে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গিয়েছে৷ দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ৷ ভারতের জ্বালানির চাহিদা মেটাতে সৌদি প্রস্তুত বলে মোদীকে জানান যুবরাজ৷ ভারতে

নোরার নতুন ‘দিলবর’র ভিডিও দেখলে চোখ কপালে উঠবে আপনার

Image
মুম্বই : নোরা ফতেহি৷ ‘বাহুবলী’র বিখ্যাত আইটেম নাম্বার ‘মনোহরি’ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা৷ নিজের নাচের জাদুতে ঘায়েল করেছিলেন অসংখ্য যুবকের মন৷ তারপর ‘বিগ বস’ এ ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন নোরা৷ তারপরই একের পর হিট আইটেম নাম্বারে দেখা যায় তাঁকে৷ তবে সম্প্রতি ‘সত্যমেব জয়তে’ ছবি ‘দিলবর’ গানটিতে বেলি ডান্স করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন মিস ফতেহি৷ তাঁর বেলি ডান্সের জ্বরে কাবু আট থেকে আশি৷ নোরার এই গানে অনেকেই নিজেদের বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেউ নোরার এলিগেন্সের ধারে কাছে আসেনি৷ সেই ‘দিলবর’ গানের নতুন ভরশন মুক্তি পেতেই ভিউজ ছাড়িয়েছে দেড় লাখেরও বেশি৷ এটি অ্যারাবিক ভরশন৷ যেখানে নোরাই রয়েছেন তবে একেবারে অন্য অবতারে৷ গানটি তিনি নিজেই গেয়েছেন সঙ্গে ব়্যাপ করেছেন নায়্যার৷ নোরার নাচের বাহবা সবাই আগে দিয়েছেন, এবারে তাঁর গানের গলা শুনে প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট সেকশন৷ আরবে নোরা দীর্ঘদিন ধরে বেলি ডান্স শিখেছেন৷ সেই সুবাদে আরবি ভাষার উপর ভালই দখল রয়েছে নায়িকার৷ তবে কয়েকজনের মতে ‘দিলবর’র হিন্দি ভরশন টাই পছন্দের৷ আবরি ভরশনটিতে তেমন ম্যাজিক

কোচ-ক্যাপ্টেন কাজিয়া তুঙ্গে, পাওয়ারের বিকল্প খুঁজছে বোর্ড

Image
নয়াদিল্লি: ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে রমেশ পাওয়ারের মেয়াদকাল শেষ হচ্ছে শুক্রবারই। আর মেয়াদ শেষ হতেই পাওয়ারের বিকল্প খুঁজতে ময়দানে নেমে পড়ল বোর্ড। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই দলের অন্দরমহলে তাঁর প্রতি অবিচার নিয়ে বিস্ফোরক হয়ে ওঠেন ওয়ান ডে দলনায়িকা মিতালি রাজ। বোর্ডকে লেখা পত্রবোমায় মিতালি একযোগে অভিযোগ আনেন কোচ রমেশ পাওয়ার এবং সিওএ সদস্যা ডায়না এডুলজির বিরুদ্ধে। বিশ্বকাপ চলাকালীন এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের অন্দরে এমন কোচ-খেলোয়াড় কাজিয়া তুঙ্গে উঠতেই নড়েচড়ে বসল বোর্ড। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে রমেশ পাওয়ারের চুক্তি পুনর্নবীকরণ করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং পাওয়ারের মেয়াদ শেষের দিনই নতুন হেড কোচ খুঁজতে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে সেখানে। তবে পাওয়ারের আবেদন পুনরায় কোনওমতেই গ্রহণ করা হবে না। বিতর্কের সূত্রপাত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালির একাদশে সুযোগ না পাওয়ায়। মিতালিকে ছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হরমনপ্রীত

‘অশোক স্তম্ভের বদলে লাগান ভেড়ার ছাপ’

Image
স্টাফ রিপোর্টার, সিউড়ি: লাল মাটিতে ফের রাজনৈতিক নেতার নিশানায় পুলিশ৷ তৃণমূলের কেষ্ট পর এবার সেই তালিয়ে নাম তুললেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক কালোসোনা মন্ডল৷ এদিন ট্রাক ও লরি থেকে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মহম্মদবাজারের রায়পুরে বিক্ষোভ সভার আয়োজন করেছিল বিজেপি৷ সখানেই জেলার সব থানার ওসিদের কালোসোনার বার্তা ‘অশোক স্তম্ভ খুলে সেখানে একটা করে ভেড়ার ছাপ লাগান৷ তাহলেই মনে হবে আপনারা ঠিক কাজ করেছেন৷’ এখানেই অবশ্য থামেননি বীরভূম জেলা সম্পাদক৷ লরি ও ট্রাক চালকদের তার পরামর্শ, ‘‘স্টিয়ারিংয়ের বদলে ডানডা ধরতে হবে৷ বেআইনি টোল আদায়কারীদের ধরে পেটান৷’’ বিজেপি কর্মীদের অভিযোগ মহম্মদ বাজারে যে পাথর শিল্পাঞ্চল রয়েছে সেখানকার প্রতি গাড়ি পিছু মোটা টাকা রয়েলটি আদায় করছে একদল৷ রামপুরহাট এবং সালবাদরা এলাকায় যেখানে রয়েলটি ১৩০০ টাকা নেওয়া হচ্ছে, সেখানে এই এলাকায় ৩০০০ টাকা এবং তারও বেশি টাকা নেয়া হচ্ছে৷ কেন এমন হবে? প্রশেন গেরুয়া শিবিরের৷ আরও পড়ুন:  মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘বীরভূমের সব জায়গায় রয়েলটি ব্যবস্থা চ

মাত্র ১৭ বছরের নাবালককে বিয়ে করে জানেন স্ত্রীয়ের কি অবস্থা হল?

Image
মুম্বই: ১৭ বছরের ছেলেকে বিয়ে করে ফ্যাসাদে স্ত্রী৷ স্বামী নাবালক হওয়ায় গ্রেফতার করা হয়েছে ২২ বছরের ওই তরুণীকে৷ জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি৷ ঘটনাটি মুম্বইয়ের কুরলা থানার৷ বর্তমানে ওই তরুণী বায়কুল্লা জেলে আছেন৷ সঙ্গে আছে পাঁচ মাসের শিশুকন্যা৷ তরুণীর দাবি, গত বছর ওই ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়৷ তার পরেই মা হন তিনি৷ দাবি করেন এই সন্তান ওই ছেলেরই৷ জানা গিয়েছে, ছেলেটির মায়ের অভিযোগের ভিত্তিতে ওই তরুণীকে গ্রেফতার করেছে কুরলা থানার পুলিশ৷ অভিযোগে ছেলেটির মা জানিয়েছিল, গত বছর ২৩ নভেম্বর মেয়েটি জোর করে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে জোর করে বাড়িতে ঢোকে৷ মেয়েটি দাবি করে সে তাঁর ছেলেকে বিয়ে করেছে৷ ছেলেটির বাড়ি এই সম্পর্ক মেনে নিতে চায়নি৷ তখন মেয়েটি হুমকি দেয় ছেলেটির সঙ্গে থাকতে দেওয়া না হলে নিজের ক্ষতি করবে৷ এরপর জোর করে ছেলেকে নিয়ে বেরিয়ে যায়৷ ছেলেটির মায়ের আরও অভিযোগ, ওই তরুণী এর আগেও দু’বার বিয়ে করেছে৷ দু’বারই ডিভোর্স হয় তাঁর৷ এমনকী আগের পক্ষের দুটি সন্তানও আছে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ উড়িয়ে দিয়েছে ওই তরুণী৷ তবে ছেলেটির মায়ের অভিযোগ

মুসলিমদের পাপেই ধ্বংস হয়েছে বাবরি মসজিদ: মাসুদ আজহার

Image
নয়াদিল্লি: কাপুরুষ মুসলিমরা অনেক পাপ করেছে। সেই কারণেই ধ্বংস হয়েছে বাবরি মসজিদ। এমনই দাবি করেছে জঙ্গি নেতা মাসুদ আজহার। অযোধ্যায় বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। মোঘল জামানা তেকে চলছে সেই বিবাদ। ইংরেজ আমলেও যার নিষ্পত্তি হয়নি। স্বাধীন ভারতেও থেকে গিয়েছিল সেই রেশ। ১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাবরি মসজিদের উপরে হামলা চালায় একদল হিন্দুত্ববাদী। বহু মানুষের তীব্র আঘাতের চোটে ভেঙে যায় মোঘল আমলে নির্মিত বাবরি মসজিদ। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে সিকি শতক। তবুও অবস্থার কোনও উন্নতি হয়নি। ওই বিতর্কিত জমি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী জানুয়ারি মাসে শুনানি হওয়ার কথা রয়েছে। ২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে ক্রমশ জোরাল হচ্ছে রাম মন্দির নির্মাণের দাবি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জমায়েত করা হচ্ছে অযোধ্যায়। এই অবস্থায় বাম মন্দির নিয়ে সরব হয়েছে জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। তার দাবি, “আমাদের কাপুরুষতা এবং পাপের কারণেই বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে।” ওই জমিতে রাম মন্দির নির্মাণের তীব্র বিরোধী মাসুদ আজহার। জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান বল

ববির বিরুদ্ধে ক্রসভোটিংয়ের ভয় পাচ্ছে তৃণমূল

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতা পুরনিগমের মেয়র পদে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির মীনাদেবী পুরহিত৷ সুব্রত মুখোপাধ্যায়ের আমলে ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব সামলেছেন মীনাদেবী পুরহিত৷ সেই সুবাদে বহু তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সম্পর্ক ভালো বিজেপির তিন বারের এই কাউন্সিলরের৷ তাঁর ভাবমূর্তিও স্বচ্ছ৷ আরও পড়ুন:  রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতকে হুমকি মাসুদ আজহারের এই বিষয়গুলিকে পুঁজি করেই তৃণমূল কাউন্সিলরদের ক্রসভোটিংয়ের আশায় দেখছে গেরুয়া শিবির৷ বিষয়টিকে হাল্কাভাবে নিতে নারাজ শাসক শিবির৷ শুক্রবার পুরদলের বৈঠকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার কথা আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরদের৷ যদিও প্রকাশ্যে সাসক শিবির বলছে অন্য কথা৷ মেয়র পদে ভোটের আগে হঠাৎ পুরসভায় কাউন্সিলরদের এই জরুরি বৈঠকের কারণ কি? চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘‘কাউন্সিলররা সঠিক সময়ে যাতে উপস্থিত থেকে এই ভোট গ্রহণ অংশ নেন তার জন্যই এই বৈঠক।’’ সূত্রের খবর, বিজেপি প্রার্থী মেয়র পদের লড়াইতে প্রার্থী দিতেই সজাগ তৃণমূল৷ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয় বৈঠক। আরও পড়ুন: সিবিআই-কে ডাকতে বল

ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্ব-পরিকল্পিত বৈঠক বাতিল করলেন ট্রাম্প

Image
ওয়াশিংটন:   রুশ-ইউক্রেন টানাপোড়েনের কারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্ব-পরিকল্পিত বৈঠক বাতিল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এই বিষয়ে একটি টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে তিনি জানান, আটক করে রাখা ইউক্রেনের জাহাজ এবং ২৪ নাবিককে ফেরত না দেওয়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবপক্ষের উদ্যোগে কৃষ্ণ সাগর সংলগ্ন দু’দেশের সংকটের মিটমাট হবে বলেই তিনি আশাবাদী। একইদিন, জলসীমায় ইউক্রেনের জাহাজ প্রবেশে সীমাবদ্ধতা রাখায় রাশিয়ার সমালোচনা করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তিনি জানান, এই বিষয়ে পুতিনের সঙ্গে জি-টোয়েন্টি সম্মেলনের সাইডলাইনে তিনি আলোচনা করতে চান। ২৫ নভেম্বর, ইউক্রেনের ৩টি জাহাজ লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর জাহাজ আটক এবং ২৪ নাবিককে আটক করেছে রাশিয়া। অনুপ্রবেশের দায়ে নাবিকদের দেওয়া হয়েছে দু’মাসের কারাদণ্ড। দুই দেশের মধ্যে চলা টানাপোড়নের জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। The post ভ্লাদিমির পুতিনের সঙ্গে পূর্ব-পরিকল্পিত বৈঠক বাতিল করলেন ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Ben

ভারতের জিডিপি বৃদ্ধির হার কমলেও চিনের চেয়ে এগিয়ে

Image
নয়াদিল্লি: চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৭.১ শতাংশ যেখানে আগের ত্রৈমাসিকে অংকটা ছিল ৮.২ শতাংশ৷ তবে এখনও তা চিনের বৃদ্ধির হারের থেকে বেশি যা সেখানে ৬.৫ শতাংশ৷ রয়টারে সমীক্ষা অনুসারে জিডিপি বৃদ্ধি ধরো হয়েছিল ৭.৪শতাংশ যেখানে স্টেট ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ ধরেছিলেন চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি হতে পারে ভিত্তির সাপেক্ষে সুবিধাজনক ৷ পরিমার্জিত হওয়া স্বত্তেও এই দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তুলনায় বেশি যা ছিল ৬.৩ শতাংশ৷ প্রসঙ্গত, উৎপাদন ক্ষেত্র এবং কৃষিতে অবস্থার উন্নতি ঘটায় এই বছরের প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ ৷ অর্থনীতিবিদদের বক্তব্য, জিডিপি বৃদ্ধির হার শ্লত হয়েছে কারণ অস্বস্তিকর খরচ এবং নগদের অভাবে লগ্নি ব্যহত হয়েছে অ-ব্যাংকিং আর্থিক সংস্থায় ৷ সিএসও বিবৃতিতে জানিয়েছে, সমমূল্যের ভিত্তিতে ২০১৮-১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ধরা হয়েছে ৩৩.৯৮ লক্ষ কোটি টাকা যেখানে ২০১৭-১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ৷ The post ভারতের

বাংলায় বিজেপির হাওয়া তুলতে মোদি- ৪, অমিত শাহ ৮টি সভা করছে। জানালেন দিলীপ ঘোষ

প্রিয়াঙ্কার বিয়ের “ককটেল পার্টি”তে আসর মাতাতে উপস্থিত থাকতে চলেছেন এই জনপ্রিয় হিন্দি ব‍্যান্ড ?

Image
  বাংলা hunt ডেস্ক : রনবীর -দীপিকা এখন অতীত ,এই মুহূর্তে ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচ‍্য বিষয় হলো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে। প্রতিনিয়ত নিত‍্য নতুন চমক দিচ্ছেন এই জুটি।এবার ফের চমক দিলেন তারা।ইতিমধ্যে তৈরী হয়েছে জল্পনা বিয়ে উপলক্ষে দেওয়া ককটেল পার্টিতে আসর মাতাতে থাকতে চলেছে “সনম ব‍্যান্ড “।এই মুহূর্তে গোটা দেশে বিরাট জনপ্রিয়তা অর্জন করেছে এই ব‍্যান্ড। সরকারি ভাবে কোনও তারিখ ঘোষনা না করা হলেও মনে করা হচ্ছে যোধপুরের উমেদ ভবনে আগামী নভেম্বর ২৮ থেকে ৩০ আয়োজিত হতে চলেছে এই বিবাহ অনুষ্ঠান।সপ্তাহ শেষে যোধপুরে আসতে চলেছেন দেশের জামাই নিক জোনাস। তিন দিনের এই বিবাহ অনুষ্ঠানে একদিন বরাদ্দ করা হয়েছে নৃত্য এবং সংগীত সেরিমনির জন্য।সূত্রের খবর আগামী২৯ এবং ৩০ নভেম্বর আয়োজিত হতে প্রিয়াঙ্কা মেহেন্দি এবং সংগীত সেরিমনি।সূত্রের খবর এদিন হবু স্ত্রীর একাধিক জনপ্রিয় গানে পা মেলাবেন নিক জোনাস।গোটা অনুষ্ঠানটি কোরিয়োগ্রাফির দায়িত্বে আছেন গনেশ হেগড়ে। এবছর আগষ্ট মাসে মুম্বাই তে মহাসমারোহের মধ্যে দিয়ে বাগাদান পর্ব সেরেছিলেন “প্রিক্স”।এরপরে তাদের বিয়ে নিয়ে তৈরী হয়েছে জল্পনা।এখন তাদের বিয়ের ত

রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতকে হুমকি মাসুদ আজহারের

Image
নয়াদিল্লি: অযোধ্যার উত্তাপ ছড়িয়ে পড়ল জঙ্গি ডেরায়। রাম মন্দির নির্মাণ ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল জঙ্গি নেতা মাসুদ আজহার। অযোধ্যায় রাম মন্দির নির্মিত হলে ভারতকে ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছে জয়েশ-ই-মহম্মদ প্রধান। এই মুহূর্তে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান আলোচিত বিষয় হচ্ছে রাম মন্দির। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোরাল হচ্ছে রাম অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি। যা নিয়ে শরিক দলের তোপের মুখে পড়তে হয়েছে শাসক বিজেপিকেও। এই অবস্থায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি ভারত সরকারকে আক্রমণ করল জঙ্গি প্রধান মাসুদ আজহার। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে হিংসা ছড়ানোর হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা। তার কথায়, “অযোধ্যায় অস্ত্র হাতে নিয়ে অমুসলিমরা রাম মন্দিরের দাবিতে আন্দোলন করছে। ওদের দেখে মুসলিমরা ভয় পাচ্ছে।” একই সঙ্গে জঙ্গি মাসুদ আরও বলেছে, “মুসলিমদের জন্য এটা খুব ভয়ংকর সময়। আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি।” অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী জানুয়ারি মাসে সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

সিবিআই-কে ডাকতে বলে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দাড়িভিটের মৃতের বোন

Image
স্টাফ রিপোর্টার, কলকাতা: শুক্রবার ধর্মতলা সংলগ্ন রানী রাসমণি অ্যাভিনিউতে এবিভিপি একটি সমাবেশ করে। লোকসভা নির্বাচনের আগেই দাড়িভিট ইস্যু নিয়ে রাজ্য সরকারকে চাপে রাখাই এই মিছিলের উদ্দেশ্য বলে রাজনৈতিক মহলের মত। সমাবেশ মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দাড়িভিট কাণ্ডে মৃত রাজেশের বোন মৌ সরকার। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মৌ বলেন, “উনি কলকাতায় বসে বলে দিচ্ছেন পুলিশ গুলি চালায়নি। আমরা ওখানে উপস্থিত ছিলাম। আমাদের চোখের সামনে পুলিশ গুলি চালিয়েছে।” মৌ আরও বলেন, “উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) বলছেন ঝাড়খন্ড থেকে লোক এসে গুলি চালিয়েছে। আরএসএস, বিজেপি খুন করেছে। তাহলে ওর সিবিআই তদন্তে অসুবিধে কোথায়? স্বচ্ছ তদন্ত হলেই ধরা পড়বে কারা জড়িত।” প্রসঙ্গত উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে ২০শে সেপ্টেম্বর উর্দু এবং সংস্কৃত শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিল ছাত্ররা৷ আন্দোলনরত ছাত্রদের মধ্যে দুজন গুলি লেগে নিহত হন৷ অভিযোগ পুলিশের গুলিতেই দুই ছাত্রের মৃত্যু হয়েছে৷ ঘটনার দিনই মৃত্যু হয় রাজেশ সরকার নামে এক ছাত্রের৷ পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় অপর ছাত্র তাপস বর্মনের৷ The

তিন মাসের জেল জনপ্রিয় এই অভিনেতার

Image
নয়াদিল্লি: অভিনেতা রাজপাল যাদবকে দিল্লি হাইকোর্ট তিন মাসের হাজতবাসেক নির্দেশ দিল৷ এক কোম্পানির থেকে পাংচ কোটি টাকার ঋণ নিয়ে সোধ করেননি অভিনেতা৷ বিচারপতি রাজীব সাহাইয়ের আদেশ অনুযায়ী তিহার জেলে থাকবেন রাজপাল৷ দিল্লির কোম্পানি মুরলী প্রজেক্ট, রাজপালের কোম্পানি শ্রী নৌরাঙ্গ গোদাবরী এন্টারটেনমেন্টের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল৷ ২০১০ এর ছবি ‘আতা পতা লাপাতা’ ছবির জন্য পাঁচ কোটি টাকার ঋণ নিয়েছিলেন রাজপাল৷ The post তিন মাসের জেল জনপ্রিয় এই অভিনেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Bengali News via Kolkata News

রাহুলের অনুমিত নিয়ে পাকিস্তান গিয়েছি: সিধু

Image
হায়দরাবাদ : অমরিন্দর সিং নন৷ তাঁর ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধী৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়েই পাকিস্তান গিয়েছেন৷ শুক্রবার এমনটাই জানালেন নভজ্যোত সিং সিধু৷ সংবাদসংস্থা এএনআইকে সিধু তাঁর পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, তিনি পাকিস্তানে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এমনকী দিল্লির নেতাদেরও জানিয়েছিলেন৷ তাদের কারোর এই পাকিস্তান সফর নিয়ে আপত্তি ছিল না৷ সিধু বলেন, ‘‘অন্তত ২০ জন কংগ্রেস নেতা আমায় পাকিস্তান যেতে বলেছিলেন৷ কেন্দ্রীয় নেতৃত্বেরও কোনও আপত্তি ছিল না৷ পঞ্জাব মুখ্যমন্ত্রী আমার বাবার মতো৷ তাঁকে জানাই আমি আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছি৷ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পাকিস্তান যেতে হবে৷’’ এরপরেই তাঁর সংযোজন, রাহুল গান্ধী তাঁর ক্যাপ্টেন৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়ে পাকিস্তান যান সিধু৷ কর্তারপুর করিডরের শিলান্যাস উপলক্ষ্যে পাকিস্তান যান সিধু৷ ‘বন্ধু’ ইমরানের ডাকে সাড়া দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার তিনি প্রতিবেশী দেশে যান৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও৷ কিন্তু অমৃতসরে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেই

‘বিষ মদে দুলাখ, দারিভিট চুলোয় যাক” এই ধ্বনিতেই আজ কলকাতা কাঁপাল গেরুয়া ছাত্র সংগঠন

রাজ্যের কোথাও কোনও বিষ মদে মৃত্যুর ঘটনা ঘটলেও টাকার থলি নিয়ে ঝাঁপিয়ে পড়ে সরকার। আর দারিভিটে দুটো তাজা প্রাণ ঝরে গেল অথচ ক্ষতিগ্রস্থ পরিবার গুলো পেল শুধুই উপেক্ষা আর অসম্মান। এই ক্ষোভ ধ্বনিত হলো কলকাতায় এবিভিপির বিশাল সমাবেশে। জমায়েত থেকে দলের সংগঠনের সর্বভারতীয় সম্পাদক আশিস চৌহান ঘোষণা করলেন, দারিভিট নিয়ে এবার এরাজ্যের বাইরেও আন্দোলন হবে। বিষয়টি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করবেন তারা। এদিন হাওড়া স্টেশন থেকে এবং একটি সেন্ট্রাল এভিনিউ থেকে আলাদা ভাবে দুটো মিছিল রওনা হয় ধর্মতলায় রানী রাসমণি এভিনিউর দিকে। বিশাল বিশাল দুটি মিছিল যখন সভাস্থলে পৌঁছায় তখন এলাকা জনসমুদ্র। সভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও ভাষণ দেন রাজ্য স্তরের নেতারাও। ভাষণ দেন সুবীর হালদার। বলেন, আগামীদিনে আরও বড় জমায়েত করবেন এদিন সভা থেকে মূলত দারিভিট এবং নাগরিক বিল নিয়ে সরব হন এবিভিপি নেতৃত্ব। তাদের দাবি, দারিভিট-এ দুই মৃত ছাত্রের দেহ পুনরায় ময়না তদন্ত করতে হবে। দুই নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্য করতে হবে এবং ঘটনার সিবিআই তদন্ত করতে হবে। একই সঙ্গে সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে নাগরিক বিল পাশেরও দাবি জানান তারা।

ভারতের মিসাইলের ভয়ে পাকিস্তানের সঙ্গে বিমান বিধ্বংসী মিসাইল বানাচ্ছে চিন

Image
ইসলামাবাদ-বেজিং:   সামরিক ক্ষেত্রে ক্রমশ শক্তিশালী হচ্ছে ভারত। বিশ্বের তাবড় তাবড় দেশগুলির কাছ থেকে একের পর এক শক্তিশালী সমরাস্ত্র কিনেই চলেছে ভারত। প্রতিবেশী দেশের সামরিক শক্তিতে চাপ বাড়ছে পাকিস্তানের। আর সেজন্যে চিনের সঙ্গে হাত মেলাতে চলেছে পাকিস্তান। জানা গিয়েছে, চিন এবং পাকিস্তান যৌথ ভাবে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ কয়েক ধরণের ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। সম্প্রতি চিন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমসে সম্প্রতি এমনটাই জানানো হয়েছে। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, চিন এবং পাকিস্তান যৌথ ভাবে ব্যালিস্টিক, ক্রুজ, জাহাজ এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করেছে। আর যেগুলির রেঞ্জ নাকি ভারতকেও টার্গেটে এনে ফেলতে পারবে। প্রসঙ্গত, ভারত সবথেকে আধুনিক অগ্নি-৫ মিসাইলের পরীক্ষা করেছে। নয়া এই মিসাইল দিয়ে চিনের অধিকাংশ এলাকাতে চোখের পলকে হামলা চালাতে পারবে। আর তাতেই ঘুম ছুটেছে এই দুই দেশের। আর সেজন্যে এবার পাকিস্তানকে পাশে নিয়ে আধুনিক মিসাইল থেকে অত্যাধুনিক সমরাস্ত্র বানাবে চিন। মিসাইল ছাড়াও আধুনিক যুদ্ধবিমান এফসি-১ শিয়াওলং তৈরির বিষয়েও কাজ করছে চিন ও পাকিস্তান। আগামীকালে চি

মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা

Image
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এযেন তৃণমূল সুপ্রিমোর দাবিকেই মান্য দেওয়া৷ রামভক্তদের মুখে বামেদের প্রশংসা৷ বামেদের ৩৪ বছরের শাসন উন্নয়ন ও প্রসাসনিক কাজ অনেক বালো হয়েছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য নেতা রমেশকুমার হাণ্ডা৷ আরও পড়ুন: ‘আজীবন কংগ্রেসের ‘গোলামি’ করেছেন গুলাম নবী আজাদ’ শুক্রবার জলপাইগুলিতে বিজেপির রাজ্য নেতা ও প্রাক্তন পুলিশ কর্তা বলেন, ‘‘বর্তমান সময়ে রাজ্যে যা চলছে তা বেশি দিন চলতে পারে না৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে৷’’ বর্তমান শাসক দলের কাজের সঙ্গে বাম আমলের তুলনা করেন তিনি৷ দরাজ সার্টিফিকেট দেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে৷ তাঁর কথায়, ‘‘বাম আমলে উন্নয়ন এখনকার থেকে ভালো হয়েছিল৷’’ রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় শক্রি গেরুয়া শিবির৷ দারে বারে বেশ কিছুটা ব্যাকফুটে লাল ঝান্ডাধারীরা৷ আদর্শগত দিক থেকেই বিপরীক মেরুতে অবস্থান দু’দলের৷ তবে হঠাৎ এই প্রশস্তির মানে? প্রশ্ন করা হলে রমেশকুমার হাণ্ডা বলেন, ‘‘উন্নয়নে তুলনা টানতে গেলে বামেদের এগিয়ে রাখতেই হবে৷’’ পড়ুন: বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি শুধু উন্নয়নের প্রে

চেন্নাই ম্যাচকে বাগানের টার্নিং পয়েন্ট বলছেন শংকর

Image
কলকাতা: ঘরের মাঠে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট৷ শেষ ম্যাচে আবার চার্চিলের কাছে লজ্জার হার৷ চেন্নাই ম্যাচকে পাখির চোখ করে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগানশিবির৷ চোট সমস্যায় ম্যাচে হেনরি অনিশ্চিত৷ তাই শুরু থেকে হয়ত সনি৷ সেই সঙ্গে আবার ডিফন্সের গলদ সারিয়ে লিগে প্রত্যাবর্তনের লড়াই৷ ফুটবলারদের সঙ্গে তাই দফায় দফার আলোচনা শিল্টলদের হেডস্যারের৷ চেন্নাই ম্যাচে ফুটবলারদের একশো শতাংশের বেশি উজাড় করে দিতে বলছেন শংকরলাল৷ সেই সঙ্গে লিগ টপার চেন্নাইয়ের ধারাবাহিক ফর্ম বাগান থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রাখছে৷ এখনও পর্যন্ত লিগে অপরাজিত রয়েছে দক্ষিণের এই দল৷ শুধু তাই নয় ৬ ম্যাচের ৫টি তে জিতে ১৬ পয়েন্ট নিয়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই সিটি৷ চেন্নাই ম্যাচ এখন বাগানের পালে হাওয়া আনতে পারে৷ শংকর তাই বলছেন, ‘চেন্নাই ম্যাচই এখন বাগানের কাছে টার্নিং পয়েন্ট৷ জয় ছাড়া কোনও বিকল্প নেই বাগানের৷’ বিপক্ষকে সমীহ করলেও অঙ্ক কষে চেন্নাইকে হারানো সম্ভব বলেই মনে করেন শিল্টনদের হেডস্যার৷ কোচের বক্তব্য আক্রমণে চেন্নাই অনেক এগিয়ে৷ লিগের ছয় ম্যাচে এখনও পর্যন্ত চেন্নাই সিটি ১৫টি গোল করেছে৷ অন্য দ

তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো বিজেপি

Image
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে  এই পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে বিজেপি পায় ১৩ টি এবং তৃণমূল ৫ টি আসন। জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলেও এত দিন আটকে ছিল  এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। শুক্রবার প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবেই বিজেপি বোর্ড গঠন করে। সভাপতি নির্বাচিত হন  ডাঙ্গরি সরেন। বোর্ড গঠন করার পর  দলের নেতাকর্মীরা গোপীবল্লভপুর বাজারে বিজয় মিছিল করে। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি  সুখময় শতপথি ও  জেলা সাধারন সম্পাদক  অবনি কুমার ঘোষ । from News Express https://ift.tt/2raOm9y

ভয়ঙ্কর! ৫০০-রও বেশি মানুষের মরদেহ উদ্ধার দেশের এই গণকবর থেকে

Image
দামাস্কাসঃ   সিরিয়ার রাক্কায় গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ৫০০-রও বেশি মানুষের মরদেহ। এখনও গণকবরটিতে আরও হাজার খানেক মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে প্রথম সন্ধান মেলে প্যানোরামা গণকবরের। মরদেহ উদ্ধারে খননকাজ চলছে তখন থেকেই। বেশিরভাগ মরদেহই সেখানকার সাধারণ মানুষের। যুদ্ধাপরাধের বিচারে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য এসব মরদেহ সংরক্ষণের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী। আইএস জঙ্গিরা রাক্কা এই শহরকে কথিত রাজধানী হিসাবেই দেখেছেন। ২০১৭ সালের অক্টোবরে মার্কিন সেনাবাহিনীর অভিযানে জঙ্গিমুক্ত হয় শহরটি। এরপর গেল এক বছরে রাক্কায় ৯টি গণকবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় গণকবর বলা হচ্ছে প্যানোরামাকে। The post ভয়ঙ্কর! ৫০০-রও বেশি মানুষের মরদেহ উদ্ধার দেশের এই গণকবর থেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Bengali News via Kolkata News

হিমালয়ে দু’বছর কাটানোর সময় মোদিজির সাথে দেখা হয়েছিল এক সাধুর, যার পরামর্শে তিনি ফিরে এসেছিলেন।

Image
দিন দিন যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা বেড়েই চলছে সেহেতু এটা বলা বাহুল্য যে, এখন তিনি বিশ্বের অন্যতম জননেতা হিসেবে পরিচিত একটি মুখ। তবে আপনাদের জেনে রাখা ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারিবারিক রাজনীতির যেরে এত বড় নেতা হিসাবে প্রতিষ্ঠিত হননি বরং উনার দক্ষতা অনুযায়ী উনি উনার লক্ষ্যে পৌঁছে গিয়েছেন। আপনারা হয়তো এটা জানেন নরেন্দ্র মোদী খুব ছোট বয়স থেকে RSS এর সাথে যুক্ত ছিলেন। নরেন্দ্র মোদির জীবনে এমন অনেক ঘটনা আছে যা অনেক মানুষ জানার জন্য কৌতুহল পূর্ণভাবে বসে আছেন এবং অনেকবারই দেখা গেছে অনেক জনেই তার জন্য উৎসাহ প্রকাশ করেছেন। আবার অনেকবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে তার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা জনতার সামনে তুলে ধরেছেন প্রেরণা জাগিয়েছেন ছাত্র সমাজ ও যুব সমাজকে এগিয়ে যাওয়ার জন্য তাদের লক্ষ্যে। এখনো এমন অনেক ঘটনা আছে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কিত , বহু মানুষের কাছে চর্চিত হয়। তবে এমন কিছু ঘটনাও আছে যা খুব কম মানুষই জানেন তার নিয়ে। নরেন্দ্র মোদী যখন 12 বছরের ছিলেন তখন তার মা তার জন্ম কুন্ডলী এক জ্যোতিষ কে দেখিয়ে ছিলেন তখন তার কুন্ডলী দেখে সাধ

হাজার বিপত্তি এড়িয়ে গোপীবল্লভপুরে বোর্ড গঠন বিজেপির

‘আজীবন কংগ্রেসের ‘গোলামি’ করেছেন গুলাম নবী আজাদ’

হায়দরাবাদ: নামের মাঝে রয়েছে ‘নবী’। আবার নামের শুরুতে রয়েছে গুলাম। আজীবন শুধুই ভারতের জাতীয় কংগ্রেসের ‘গোলামি’ করে গিয়েছেন, নবীর গোলাম হতে পারেননি। প্রবীণ কংগ্রেস নেতা, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদকে এই ভাষাতেই আক্রমণ করেছেন আসাদুদ্দিন ওয়াইসি। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিনের অভিযোগ, “হুলাম নবী আজাদ রাজনৈতিক জীবনের ৪৫ বছর শুধু কংগ্রেসের গোলামি করেই কাটিয়ে দিয়েছেন।” কংগ্রেসের গোলামির বাইরে আর কিছুই তিনি করেননি বলে দাবি করেছেন হায়দরাবাদের সাংসদ। আগামী সপ্তাহেই তেলেঙ্গানা রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। রাজ্য জুড়ে জোড় কদমে চলছে প্রচার। সব রাজনৈতিক দলই বিপক্ষকে আক্রমণে নিজেদের দক্ষতা দেখিয়েছে। বিদায়ী শাসক দল টিআরএস-এর সঙ্গে জোট করেছে আসাদুদ্দিনের এআইএমআইএম। বিজেপি এবং কংগ্রেস ওই রাজ্যে আলাদাভাবে প্রার্থী দিয়েছে। ভোটের আগের সপ্তাহে প্রচারসভায় কংগ্রেসকে আক্রমণ করেছেন আসাদুদ্দিন। বৃহস্পতিবার তেলেঙ্গানার বিকারাবাদ জেলায় এক নির্বাচনী জনসভায় গুলাম নবী আজাদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য রাখার ক্ষেত্রে আপনার সঙ্গে

বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপ। বাংলায় বিজেপির রথযাত্রা বা গণতন্ত্র বাচাও যাত্রার সরকারি অনুমতি না চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করল বিজেপি। এর আগে অন্তত তিন বার স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্জের সঙ্গে রথযাত্রার বিষয়ে বৈঠক করতে চেয়েছে বিজেপি। কিন্তু রাজ্যের তরফে এই বিষয়ে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। শেষে কেন্দ্রীয় পার্টির অনুমতি নিয়েই আদালতের পথে বঙ্গ-বিজেপি। বিস্তারিত আসছে The post বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Bengali News via Kolkata News

Breaking News- ১০০ টাকারই বেশি দাম কমল রান্নার গ্যাসের

নয়াদিল্লিঃ   মধ্যবিত্তের জন্যে সুখবর! টানা বৃদ্ধির পর এক ধাক্কায় অনেকটাই কমছে গ্যাসের দাম। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে। দাম কমছে ১৩৩টাকা। দাম কমছে ভর্তুকিবিহীন গ্যাসের দামও। প্রায় সিলিন্ডার পিছু ৬ টাকা দাম কমছে। গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল। যা নিয়ে রীতিমত তিতিবিরক্ত মধ্যবিত্ত। অবশেষে সিলিন্ডিার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তি নিঃশ্বাস ফেলবেন এবার সাধারণ মানুষ। ১লা ডিসেম্বর থেকে নয়া দাম কার্যকর হচ্ছে। উল্লেখ্য, প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। কিন্তু দেরিতে হলেই প্রায় ১০০ টাকার কাছাকাছি দাম কমায় খুশি এলপিজির গ্রাহকরা।   The post Breaking News- ১০০ টাকারই বেশি দাম কমল রান্নার গ্যাসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper . Bengali News via Kolkata News

বৈজ্ঞানিকদের এমন কিছু সর্বনাশ আবিষ্কার যার মাশুল দিতে হয় তাদের নিজেদের প্রাণ দিয়ে ।

Image
আজ আমরা আমাদের আশেপাশের পৃথিবীটাকে খুব সুন্দর দেখছি। খুব সুন্দর সাজানো গোছানো একটা পৃথিবী, কিন্তু আপনারা জেনে রাখুন এই সাজানো-গোছানো পৃথিবীটি খুব সহজে আসেনি।সাজানো-গোছানো পৃথিবীটি কে তৈরি করার জন্য বিজ্ঞানীদের দিতে হয়েছে অনেক আত্মবলিদান।আবিষ্কার করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত চলে গিয়েছে।বিজ্ঞানীরা এতকিছু আত্মবলিদান দেওয়ার পরে এসেছে সুন্দর সাজানো-গোছানো পৃথিবীটি তারপরে আমরা এত সুযোগ-সুবিধা লাভ করতে পারছি।আজ সে রকমই কতগুলি সুন্দর আবিষ্কারের কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেগুলি আবিষ্কার করতে গিয়ে বিজ্ঞানীদের নিজেদের জীবন পর্যন্ত চলে গিয়েছে। শুধুমাত্র পরবর্তী প্রজন্মের কথা ভেবে তারা নুতন কিছু আবিষ্কারের জন্য নেশাগ্রস্ত হয়ে পারেছিলেন। প্রথমেই যার কথা আপনাদের সামনে তুলে ধরবো তিনি হলেন ব্রিটিশ বিজ্ঞানী এবং পাইলট মাইকেল হেডার। উনি যাত্রীদের খুবই দ্রুত এবং কম খরচে যাতায়াতের জন্য আবিষ্কার করেছিলেন উড়ন্ত ট্যাক্সি এর ফলে যাত্রীদের খুবই সুবিধা হতো। কিন্তু দুঃখের বিষয় হল একদিন হঠাৎ যাত্রা পথে মালয়েশিয়া রাজধানীতে এই বিমানটি অত্যন্ত দ্রুতগতিতে গতিবেগ হারিয়ে মাটিতে পড়ে যান। এবং সঙ্গে সঙ্গে