চেলসির বড় পরাজয়ের দিনে জয়ে ফিরল টটেনহ্যাম

লন্ডন: আর্সেনালের কাছে হারের রেশ কাটতে না কাটতে প্রিমিয়র লিগে বড় ধাক্কা খেল চেলসি। বুধবার এ এফসি বৌর্নমাউথের কাছে ০-৪ গোলে বিধ্বস্ত হল ব্লুজরা। প্রিমিয়র লিগে চেলসির কঠিন পরাজয়ের দিনে ১৯৮৮ পর ঘরের মাঠে প্রথমবার লন্ডনের ক্লাবটিকে হারাল প্রিমিয়র লিগে ১০ নম্বরে থাকা বৌর্নমাউথ।

অ্যাওয়ে ম্যাচে চেলসির প্রথমার্ধের ফুটবল দেখে এদিন বড় হারের সম্ভাবনা আঁচ করতে পারেননি অনুরাগীরা। কিন্তু বিরতির পরই বিপক্ষের আক্রমণের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্লুজদের রক্ষণ। বৌর্নমাউথের জয়সূচক চারটি গোলই হয় এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে। পেদ্রোর ক্রস থেকে ম্যাচের প্রথমার্ধে কোভাচিচের দুরন্ত হেডার পোস্টে লেগে প্রতিহত না হলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। তবে দ্বিতীয়ার্ধে ঘরের মাঠে বৌর্নমাউথের দুরন্ত ফুটবলকে খাটো করা যায় না কোনওভাবেই।

দূরপাল্লার শটে চেলসি ফুটবলাররা প্রথমার্ধে ডেডলক খোলার চেষ্টা করলে ত্রাতা হয়ে ওঠেন বৌর্নমাউথ দুর্গের শেষ প্রহরী বোরুচ। প্রতি আক্রমণে হোম টিম বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে গোলদুর্গ অক্ষুণ্ণ থাকে দু’দলেরই। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর ৯০ সেকেন্ডের মধ্যেই ডেডলক ভাঙে লুইজ-রুডিগার সমৃদ্ধ চেলসি রক্ষণের। বক্সের মধ্যে ব্রুকসের থেকে বল পেয়ে জোশুয়া কিংয়ের পাওয়ারফুল ভলি খুঁজে নেয় গোলের ঠিকানা।

পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ আসে চেলসির কাছে। কিন্তু পেদ্রোর থ্রু বল কান্তে এক্ষেত্রে ঠিকঠাক রিসিভ করতে না পারায় সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ব্লুজদের। উলটোদিকে সারির দলের হতাশা বাড়িয়ে ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হোম টিম। দ্বিতীয় গোলের পিছনেও ফের কিং-ব্রুকস যুগলবন্দী। তবে এক্ষেত্রে কিংয়ের বাড়ানো বল ধরে বক্সের মধ্যে বাঁ পায়ের জোরালো শটে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন ব্রুকস।

৭৪ মিনিটে মাঝমাঠ থেকে বল পেয়ে জুনিয়র স্ত্যানিসলাসের ঠিকানা লেখা পাস থেকে কিং দ্বিতীয় গোল করতেই চেলসির বড় ব্যবধানে পরাজয় নিশ্চিত হয়ে যায়। তবে ব্লুজদের কফিনে তখনও শেষ পেরেক পোঁতা বাকি ছিল বৌর্নমাউথের। ৯৫ মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ে চেলসির কফিনে চতুর্থ পেরেকটি পোঁতেন সুপার সাব ড্যানিয়েলস। ০-৪ গোলে হারের পর ২৪ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রইল চেলসি। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে চতুর্থস্থানে আর্সেনাল।

লিগের অন্য খেলায় এদিন জয়ের সরণিতে ফিরল টটেনহ্যাম হটস্পারও। টানা দুটি ম্যাচ হেরে লিগের লড়াইয়ে পিছিয়ে পড়ার পর শনিবার ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারাল তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে গোল তুলে নিতে ৮০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় টটেনহ্যামকে। ৮০ ও ৮৭ মিনিটে ঘরের মাঠে স্পারসদের হয়ে এদিন জোড়া গোল করেন যথাক্রমে হিউং মিন ও লরেন্তে। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রইল পোচেত্তিনোর ছেলেরা।

The post চেলসির বড় পরাজয়ের দিনে জয়ে ফিরল টটেনহ্যাম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3