বিদেশে পাচার হওয়া দুই বোনকে ফেরাতে সুষমার দ্বারস্থ দিদি

হায়দরাবাদ: বিদেশে নিয়ে গিয়ে পরিচারিকার কাজ দেওয়া হবে বলে নিয়ে যাওয়া হয়েছিল। মাসিক ২৫ হাজার টাকা করে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গরীব পরিবারের আশার আলো জুগিয়েছিল এজেন্টের সেই প্রস্তাব।

আরও পড়ুন- হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে সুপ্রিম কোর্ট: মোহন ভাগবত

কথা অনুযায়ী পাসপোর্ট এবং ভিসা করে দুই বোন ওই এজেন্টের সঙ্গেই পাড়ি জমিয়েছিল। কিন্তু কপালে ছিল অন্য কিছু। কাজ পাওয়া তো দূরের কথা, এখন আনাহারে দিন কাটাতে হচ্ছে তেলেঙ্গানার দুই মহিলাকে। খাওয়া তো পাচ্ছেই না, সেই সঙ্গে দেওয়া হচ্ছে না পর্যাপ্ত পানীয় জল।

আরও পড়ুন- নাগরিক সমস্যা দ্রুত মেটাতে তৎপর পুরসভা, একগুচ্ছ পরিষেবার সূচনা

এই অবস্থায় দুই বোনকে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁদের দিদি নাসিম বেগম। তেলেঙ্গানার বাসিন্দা ওই মহিলার অভিযোগ, “আমরা খুবই গরিব। মাসে ২৫ হাজার করে প্রত্যেকে পাবে শুনে দুই বোন বিদেশে যেতে রাজি হয়েছিল।” এজেন্টের সঙ্গে চলতি বছরের প্রথম দিনে দেশ থেকে ওমানে পাড়ি জমিয়েছিল দুই বোন।

আরও পড়ুন- মমতার আপ্তসহায়কের বাড়িতে গিয়েও ফিরে আসতে হল ইডি-সিবিআই’কে

বিদেশে গিয়ে প্রতিকূলতার মুখে পরা ওই দুই মহিলা হল- আসরা বেগম এবং তবসুমা বেগম। তাদেরকে ওই দেশের অত্যন্ত প্রত্যন্ত এলাকা সালালাতে রাখা হয়েছে। একই সঙ্গে পরিচারিকা কাজ তো দেওয়া হয়ইনি, উলটে একটি ঘরে আটকে রাখা হয়েছে। এই ওকে মাস সময়ের মধ্যে তাঁদের ওই এজেন্ট বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রেখেছে বলেও অভিযোগ করেছেন নাসিম বেগম।

কাজ করিয়ে খাওয়া বা টাকা দেওয়া নিয়ে ওই এজেন্ট প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন দুই মহিলার দিদি নাসিম। একই সঙ্গে তাঁর আরও অভিযোগ, “ভারত থেকে ওমানে নিয়ে যাওয়া এজেন্ট আমার বোনেদের সঙ্গে যৌন নির্যাতনও চালিয়েছে।”

স্থানীয় কালাপাথর থানায় অভিযোগ জানালেও পুলিশ বিষয়টি নিয়ে বিশেষ গুরুত্ব দেয়নি বলে দাবি করেছেন নাসিম। এই অবস্থায় দুই বোনকে দেশে ফেরাতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আবেদন করেছেন তিনি।

The post বিদেশে পাচার হওয়া দুই বোনকে ফেরাতে সুষমার দ্বারস্থ দিদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3