মমতার আপ্তসহায়কের বাড়িতে গিয়েও ফিরে আসতে হল ইডি-সিবিআই’কে

স্টাফ রিপোর্টার, কলকাতা: মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷

আরও পড়ুন- মুখ্যমন্ত্রী মমতার প্রাক্তন আপ্ত-সহায়কের বাড়িতে ED-CBI তল্লাশি

কাঁথির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি যা যা বলেছেন, প্রমাণ না করতে পারলে মানহানির মামলা করা হবে৷ বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষিত …গর্ধশিক্ষিতরা বাংলার ব্যাপারে কী বা জানে …৷ ‘‘রাজ্যের হাতেও সিআইডি আছে, এসটিএফ আছে৷ আর্থিক দূর্নীতি ধরার ব্যবস্থা আছে৷ আমরাও চাইলে তদন্ত শুরু করতে পারি৷’’

আরও পড়ুন- বিজেপি পরিচালিত পঞ্চায়েতে নিকাশি বেহাল, ক্ষোভ গ্রামবাসীদের

বৃহস্পতিবার সকালেই মমতার রাজনৈতিক জীবনের পুরানো সঙ্গী মানিক মজুমদারের বাড়িতে সিবিআই এবং ইডি হানা দিয়েছে৷ মানিকবাবু মমতার প্রাক্তন আপ্ত সহায়ক৷ মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছাকাছিই থাকেন মানিকবাবু৷

সিবিআই সূত্রে যা খবর, আগে সিবিআইয়ের ডাক পেলেও দফতরে গিয়ে অফিসারদের সঙ্গে তিনি দেখা করেননি৷ তাঁর বয়সই সিবিআই দফতরে যাওয়ার জন্য বাধা হয়েছে – বারবার বলেছেন মানিক৷ তবে বৃহস্পতিবার সিবিআই এবং ইডি’র অফিসাররা মানিকবাবুর বাড়িতে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন৷ তল্লাশি কিছুটা অসমাপ্ত রেখেই ফিরে যায় গোয়েন্দারা৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের পার্টি তহবিল এবং মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি সংক্রান্ত তথ্য মানিক মজুমদারের থেকে জানতে চায় সিবিআই৷

মুখ্যমন্ত্রী প্রাক্তন আপ্ত সহায়ক তাঁর রাজনৈতিক জীবনে উঠা-পড়া দেখেছেন৷ মমতার যুব কংগ্রেসের দিন থেকে সাংসদ হওয়া বা সিঙ্গুরের লড়াই থেকে মুখ্যমন্ত্রিত্ব- মানিকবাবু তাঁর ছায়াসঙ্গী৷ কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে ‘টার্গেট’করে মমতার ছবি বিক্রির রহস্য ফাঁস করতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷

আরও পড়ুন- মোদী জুনিয়র হওয়া সত্বেও অন্তত ১০ বার ‘স্যার’ বলে ডেকেছি: চন্দ্রবাবু

অন্যদিকে অমিত শাহকে তৃণমূলের হুমকি-নোটিশের একটা জুতসই জবাব সিবিআইয়ের মাধ্যমেই দেওয়া হয়ে বলে ধারণা রাজনীতির আলোচকদের৷ লোকসভা নির্বাচনের আগে চিটফান্ড ইস্যুকে চাগিয়ে তুলতে চাইছে বিজেপি৷ তৃণমূলের বক্তব্য, ২০১৪ সালেও এই সহ করে লাভ হয়নি৷ এবারে গেরুয়া লাড্ডু খেতে তৈরি থাকুক বিজেপি৷

The post মমতার আপ্তসহায়কের বাড়িতে গিয়েও ফিরে আসতে হল ইডি-সিবিআই’কে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3