ফিরছেন “মুন্না ভাই” জানালেন ” সার্কিট”

 

বাংলা hunt ডেস্ক : “গুন্ডা” থেকে “ডাক্তার” , এক চমৎকার জার্নির গল্প ২০০৩ সালে উপহার দিয়েছিলেন পরিচালক রাজকুমার হিরানী।ছবির নাম ” মুন্না ভাই এম বিবি এস”।ছবিটি বিপুল পরিমানে হিট করে বক্স অফিসে ।এমনকি এই ছবি সন্জয় দত্তের কেরিয়ার কে এক অন‍্য মাত্রা এনে দিয়েছিল।শুধু সন্জয় নয় ছবির আরেক চরিত্র “সার্কিট” কেও ভালোবেসেছে মানুষ।যার চরিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে আর্শাদ ওয়ারসি বিশেষ পরিচিতি পায়।

প্রথম ছবির বিপুল জনপ্রিয়তা রাজকুমার হিরানী কে ফের এর দ্বিতীয় পর্ব তৈরি করতে উৎসাহি করে তোলে ।ফলস্বরূপ ২০০৬ সালে মুক্তি পায় এই ছবির পরবর্তী পর্ব ” লাগে রাহো মুন্নাভাই”।এইবার বিশেষ চমক ছিল গাঁধীগিরি।স্বভাবতই সেই ছবি ফের আরছকব বক্স অফিস রাজ করে।

এরপর কেটে গেছে তেরো বছর।ফ্রান্চাইজির দুটি ছবির এমন সাফলতা সত্বেও আর আসেননি মুন্না ভাই।অপেক্ষায় আছেন দর্শকরা।এই তৃতীয় ভাগ নিয়ে।মাঝে একাধিক বার তা নিয়ে জল্পনা তৈরি হলেও তা নেহাত গুজব বলেই প্রমাণিত হয়েছে।যদিও সম্প্রতি আশার আলো দেখালেন “সার্কিট”,সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান ইতিমধ্যে ছবির তৃতীয় পর্বের চিত্রনাট্যের কাজ শুরু করেছেন পরিচালক।সব কিছু ঠিক থাকলে এবছরের মাঝামাঝি শুরু হবে এই ছবির কাজ।যদিও গল্প নিয়ে বিশেষ কিছু বলেননি তিনি।



from BanglaHunt http://bit.ly/2MIGSoe

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman