মিড ডে মিলের খিচুড়ির হাঁড়িতে এবার মিলল সাপ

মুম্বই: মিড ডে মিলের খাবারের মধ্যে আরশোলা, টিকটিকি খুঁজে পাওয়ার ঘটনা বিরল নয়৷ কিন্তু তাই বলে সাপ! এমনটাই হল একটি সরকারি প্রাইমারি স্কুলে৷ পড়ুয়াদের মিড মে মিলে পরিবেশন করা হল খিচুড়ি৷ আর সেই খিচুড়িতেই ছিল সাপ৷ এই ঘটনায় পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে৷

ঘটনাটি মহারাষ্ট্রের গরগবন জেলা পরিষদ প্রাইমারি স্কুলের৷ এই স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি মোট পড়ুয়ার সংখ্যা ৮০৷ বুধবার এই স্কুলে মিড ডে মিলে খিচুড়ি পরিবেশন করা হয়৷ স্কুলের কর্মীরা যখন খিচুড়ি পরিবেশন করতে যান তখনই খাবারের মধ্যে সাপটিকে খুঁজে পান৷

ঘটনার কথা স্বীকার করে জেলার এডুকেশন অফিসার প্রশান্ত ডিগরাসকর জানান, সাপটিকে দেখার পরই সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেওয়া হয়৷ তার জেরে ওই দিন অধিকাংশ পড়ুয়াকে না খেয়ে কাটাতে হয়৷ তবে বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না৷

জানা গিয়েছে, মিড ডে মিলের খাবার তৈরির দায়িত্ব স্কুল ম্যানেজমেন্ট কমিটি একটি এনজিও’র হাতে তুলে দেয়৷ তাদের বা স্কুলের তরফে কোনও গাফিলতি হয়েছে কিনা জানকে জেলা শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ একটি বিশেষ দল স্কুলে পাঠানো হয়েছে৷ তারা তদন্ত করে রিপোর্ট জমা দেবেন৷ যার ভিত্তিতে ব্যবস্থা নেবে স্কুল শিক্ষা দফতর৷ স্কুলে ড্রপআউটের সংখ্যা আটকাতে ১৯৯৬ সালে স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করা হয়৷ সপ্তাহের নির্দিষ্ট কিছুদিন পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়৷ তবে বারবার মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে ওঠে প্রশ্ন৷ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷

The post মিড ডে মিলের খিচুড়ির হাঁড়িতে এবার মিলল সাপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3