মিড ডে মিলের খিচুড়ির হাঁড়িতে এবার মিলল সাপ

মুম্বই: মিড ডে মিলের খাবারের মধ্যে আরশোলা, টিকটিকি খুঁজে পাওয়ার ঘটনা বিরল নয়৷ কিন্তু তাই বলে সাপ! এমনটাই হল একটি সরকারি প্রাইমারি স্কুলে৷ পড়ুয়াদের মিড মে মিলে পরিবেশন করা হল খিচুড়ি৷ আর সেই খিচুড়িতেই ছিল সাপ৷ এই ঘটনায় পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা স্কুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেছে৷

ঘটনাটি মহারাষ্ট্রের গরগবন জেলা পরিষদ প্রাইমারি স্কুলের৷ এই স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি অবধি মোট পড়ুয়ার সংখ্যা ৮০৷ বুধবার এই স্কুলে মিড ডে মিলে খিচুড়ি পরিবেশন করা হয়৷ স্কুলের কর্মীরা যখন খিচুড়ি পরিবেশন করতে যান তখনই খাবারের মধ্যে সাপটিকে খুঁজে পান৷

ঘটনার কথা স্বীকার করে জেলার এডুকেশন অফিসার প্রশান্ত ডিগরাসকর জানান, সাপটিকে দেখার পরই সঙ্গে সঙ্গে খাবার ফেলে দেওয়া হয়৷ তার জেরে ওই দিন অধিকাংশ পড়ুয়াকে না খেয়ে কাটাতে হয়৷ তবে বিষয়টিকে মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না৷

জানা গিয়েছে, মিড ডে মিলের খাবার তৈরির দায়িত্ব স্কুল ম্যানেজমেন্ট কমিটি একটি এনজিও’র হাতে তুলে দেয়৷ তাদের বা স্কুলের তরফে কোনও গাফিলতি হয়েছে কিনা জানকে জেলা শিক্ষা দফতর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ একটি বিশেষ দল স্কুলে পাঠানো হয়েছে৷ তারা তদন্ত করে রিপোর্ট জমা দেবেন৷ যার ভিত্তিতে ব্যবস্থা নেবে স্কুল শিক্ষা দফতর৷ স্কুলে ড্রপআউটের সংখ্যা আটকাতে ১৯৯৬ সালে স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করা হয়৷ সপ্তাহের নির্দিষ্ট কিছুদিন পড়ুয়াদের পুষ্টিকর খাবার দেওয়া হয়৷ তবে বারবার মিড ডে মিলের খাবারের গুণমান নিয়ে ওঠে প্রশ্ন৷ আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি৷

The post মিড ডে মিলের খিচুড়ির হাঁড়িতে এবার মিলল সাপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18