মোদী জমানায় বেড়েছে বেকারত্ব, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

স্টাফ রিপোর্টার, কলকাতা: মোদী জমানায় বেকারত্ব শেষ ৪৫ বছরে সবচেয়ে বেশি৷ সম্প্রতি এরকমই একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড৷ সংবাদমাধ্যমটির দাবি এই রিপোর্ট আসলে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা৷ যদিও তারা জানিয়েছে সরকারিভাবে এনএসএসও কোনরকম রিপোর্ট পেশ করেনি৷ ঠিক এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন কলকাতার একাধিক অর্থনীতিবিদ৷

সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সহকারী অধ্যাপক আদিত্য দাস বলেন, ‘‘প্রথম প্রশ্ন এই রিপোর্টটা কে প্রকাশ করল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছে এটা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা সমীক্ষার রিপোর্ট৷ কিন্তু পাশাপাশি এও বলা হচ্ছে সরকারিভাবে এনএসএসও কোনও রকম রিপোর্ট পেশ করেনি৷ তাই এই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷’’

অধ্যাপক আদিত্য আরও বলেন, ‘‘যদি মেনেও নিই যে এই রিপোর্ট সত্যি তাহলে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে৷ নোটবন্দির পরবর্তী সময়ে প্রায় ৩ লক্ষ কোম্পানি এবং তাদের ২২ লক্ষ ডিরেক্টরকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে৷ বন্ধ করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ আধার কার্ড লিঙ্ক করার ফলে প্রায় ১ কোটি ভুয়ো জব-কার্ড চিহ্নিত করা গেছে, যারা মনরেগা (MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট) ১০০ দিনের কাজে ভুয়ো কর্মী হিসেবে ছিলেন এতদিন৷ এই সংখ্যাগুলোও কিন্তু ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্টে থাকবে এবং এই অংশটিকে কাজ হারানো অংশ হিসেবে দেখানো হবে৷’’

একই রকম প্রশ্ন তুললেন বঙ্গবাসী প্রত্যহিক কলেজের অধ্যাপক দেবাশিস চৌধুরী৷ তিনি বলেন, ‘‘এনএসএসও যেখানে সরকারিভাবে কোনও রিপোর্টই প্রকাশ করেনি সেখানে আর আলোচনারই কিছু থাকে না৷ লোকসভা ভোটের আগে উদ্দেশ্য নিয়েই এরকম প্রোপাগান্ডা ছডা়নো হয়ে থাকে৷ এনএসএসও অনেক সময় নিজের সার্ভে করে, আবার কখনও বেসরকারি লোকদের দিয়ে সার্ভে করায়৷ এই সংগঠনটি কোনও রকম ফাইনাল রিপোর্ট নয়, বরং নিরবিচ্ছিন্নভাবে সারা বছর ধরে স্যাম্পল সংগ্রহ করে৷ এখন বছরের কোন একটি সময়ে ফেস্টিভ্যাল কিংবা যে সময় মাঠে ধান কাটা হয়ে যায়, সেই সময়টাতে বেকারত্বের হার বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে৷ তাই এই রিপোর্ট নিয়ে এভাবে কখনোই কিছু দাবি করা যায় না৷’’

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের চেয়্যারম্যান অভিরূপ সরকারকে এবিষয়ে প্রশ্ন করা তিনি বলেন, ‘‘এই রিপোর্টটা কে প্রকাশ করেছে? এনএসএসও সরকারিভাবে কোনও রিপোর্ট পেশ করেনি৷ এসব শোনা কথার উপর কিছু বলা সম্ভব নয়৷’’

The post মোদী জমানায় বেড়েছে বেকারত্ব, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3