মোদী জমানায় বেড়েছে বেকারত্ব, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

স্টাফ রিপোর্টার, কলকাতা: মোদী জমানায় বেকারত্ব শেষ ৪৫ বছরে সবচেয়ে বেশি৷ সম্প্রতি এরকমই একটি রিপোর্ট প্রকাশ করেছে ইংরেজি সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড৷ সংবাদমাধ্যমটির দাবি এই রিপোর্ট আসলে ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা৷ যদিও তারা জানিয়েছে সরকারিভাবে এনএসএসও কোনরকম রিপোর্ট পেশ করেনি৷ ঠিক এই বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন কলকাতার একাধিক অর্থনীতিবিদ৷

সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সহকারী অধ্যাপক আদিত্য দাস বলেন, ‘‘প্রথম প্রশ্ন এই রিপোর্টটা কে প্রকাশ করল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলোতে বলা হয়েছে এটা ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের করা সমীক্ষার রিপোর্ট৷ কিন্তু পাশাপাশি এও বলা হচ্ছে সরকারিভাবে এনএসএসও কোনও রকম রিপোর্ট পেশ করেনি৷ তাই এই রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যায়৷’’

অধ্যাপক আদিত্য আরও বলেন, ‘‘যদি মেনেও নিই যে এই রিপোর্ট সত্যি তাহলে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে৷ নোটবন্দির পরবর্তী সময়ে প্রায় ৩ লক্ষ কোম্পানি এবং তাদের ২২ লক্ষ ডিরেক্টরকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে৷ বন্ধ করা হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও৷ আধার কার্ড লিঙ্ক করার ফলে প্রায় ১ কোটি ভুয়ো জব-কার্ড চিহ্নিত করা গেছে, যারা মনরেগা (MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট) ১০০ দিনের কাজে ভুয়ো কর্মী হিসেবে ছিলেন এতদিন৷ এই সংখ্যাগুলোও কিন্তু ন্যাশনাল স্যাম্পেল সার্ভের রিপোর্টে থাকবে এবং এই অংশটিকে কাজ হারানো অংশ হিসেবে দেখানো হবে৷’’

একই রকম প্রশ্ন তুললেন বঙ্গবাসী প্রত্যহিক কলেজের অধ্যাপক দেবাশিস চৌধুরী৷ তিনি বলেন, ‘‘এনএসএসও যেখানে সরকারিভাবে কোনও রিপোর্টই প্রকাশ করেনি সেখানে আর আলোচনারই কিছু থাকে না৷ লোকসভা ভোটের আগে উদ্দেশ্য নিয়েই এরকম প্রোপাগান্ডা ছডা়নো হয়ে থাকে৷ এনএসএসও অনেক সময় নিজের সার্ভে করে, আবার কখনও বেসরকারি লোকদের দিয়ে সার্ভে করায়৷ এই সংগঠনটি কোনও রকম ফাইনাল রিপোর্ট নয়, বরং নিরবিচ্ছিন্নভাবে সারা বছর ধরে স্যাম্পল সংগ্রহ করে৷ এখন বছরের কোন একটি সময়ে ফেস্টিভ্যাল কিংবা যে সময় মাঠে ধান কাটা হয়ে যায়, সেই সময়টাতে বেকারত্বের হার বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে৷ তাই এই রিপোর্ট নিয়ে এভাবে কখনোই কিছু দাবি করা যায় না৷’’

রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের চেয়্যারম্যান অভিরূপ সরকারকে এবিষয়ে প্রশ্ন করা তিনি বলেন, ‘‘এই রিপোর্টটা কে প্রকাশ করেছে? এনএসএসও সরকারিভাবে কোনও রিপোর্ট পেশ করেনি৷ এসব শোনা কথার উপর কিছু বলা সম্ভব নয়৷’’

The post মোদী জমানায় বেড়েছে বেকারত্ব, রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18