মুকুলকেও নোটিশ দিল CBI

স্টাফ রিপোর্টার, কলকাতা: দল বদল করে শেষ রক্ষা হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের স্বার্থে বিজেপি নেতা মুকুল রায়কেও নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

আরও পড়ুন- সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়েনকে নোটিশ পাঠাল সিবিআই

মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি বিক্রির টাকা কোথায় খরচ হয়েছে, তার তদন্তে নেমেই তৃণমূলের অ্যাকাউন্ট হোল্ডারদের ডেকে পাঠিয়েছেন তদন্তকারী অফিসাররা। তৃণমূল কংগ্রেসের বর্তমান নেতাদের পাশাপাশি প্রাক্তন তথা দলের প্রতিষ্ঠা সদস্যকেও নোটিশ দিয়েছে সিবিআই।

তৃণমূল কংগ্রেসের আর্থিক তহবিলের মধ্যে অনেক গরমিল রয়েছে। এই অভিযোগ দীর্ঘদিনের। এরই মধ্যে সম্প্রতি দলনেত্রী মমতার ছবি বিক্রি নিয়েও দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে।

মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷

বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষিত …গর্ধশিক্ষিতরা বাংলার ব্যাপারে কী বা জানে …৷ ‘‘রাজ্যের হাতেও সিআইডি আছে, এসটিএফ আছে৷ আর্থিক দূর্নীতি ধরার ব্যবস্থা আছে৷ আমরাও চাইলে তদন্ত শুরু করতে পারি৷’’

বৃহস্পতিবার সকালেই মমতার রাজনৈতিক জীবনের পুরানো সঙ্গী মানিক মজুমদারের বাড়িতে সিবিআই এবং ইডি হানা দিয়েছে৷ মানিকবাবু মমতার প্রাক্তন আপ্ত সহায়ক৷ মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছাকাছিই থাকেন মানিকবাবু৷

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের তহবিল সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে মোত চার জনকে নোটিশ পাঠিয়েছে সিবিআই। ওই চার জন হলেন- মানিক মজুমদার, ডেরেক ও’ব্রায়েন, সুবত বক্সি এবং মুকুল রায়। এদের মধ্যে মানিক বাবু ছাড়া সকলেই তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছেন। সুব্রতবাবু কেবলমাত্র লকসভার সাংসদ।

 

বিস্তারিত আসছে…

The post মুকুলকেও নোটিশ দিল CBI appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3