তৃণমূলকে হারিয়ে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো বিজেপি

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বিজেপি। গত পঞ্চায়েত নির্বাচনে  এই পঞ্চায়েত সমিতির ১৮ টি আসনের মধ্যে বিজেপি পায় ১৩ টি এবং তৃণমূল ৫ টি আসন। জেলার সমস্ত পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হলেও এত দিন আটকে ছিল  এই পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন প্রক্রিয়া। শুক্রবার প্রশাসনের উদ্যোগে শান্তিপূর্ণভাবেই বিজেপি বোর্ড গঠন করে।

সভাপতি নির্বাচিত হন  ডাঙ্গরি সরেন। বোর্ড গঠন করার পর  দলের নেতাকর্মীরা গোপীবল্লভপুর বাজারে বিজয় মিছিল করে। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন  জেলা সভাপতি  সুখময় শতপথি ও  জেলা সাধারন সম্পাদক  অবনি কুমার ঘোষ ।



from News Express https://ift.tt/2raOm9y

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman