কোচ-ক্যাপ্টেন কাজিয়া তুঙ্গে, পাওয়ারের বিকল্প খুঁজছে বোর্ড

নয়াদিল্লি: ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে রমেশ পাওয়ারের মেয়াদকাল শেষ হচ্ছে শুক্রবারই। আর মেয়াদ শেষ হতেই পাওয়ারের বিকল্প খুঁজতে ময়দানে নেমে পড়ল বোর্ড। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই দলের অন্দরমহলে তাঁর প্রতি অবিচার নিয়ে বিস্ফোরক হয়ে ওঠেন ওয়ান ডে দলনায়িকা মিতালি রাজ। বোর্ডকে লেখা পত্রবোমায় মিতালি একযোগে অভিযোগ আনেন কোচ রমেশ পাওয়ার এবং সিওএ সদস্যা ডায়না এডুলজির বিরুদ্ধে। বিশ্বকাপ চলাকালীন এবং বিশ্বকাপ পরবর্তী সময়ে দলের অন্দরে এমন কোচ-খেলোয়াড় কাজিয়া তুঙ্গে উঠতেই নড়েচড়ে বসল বোর্ড। ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ হিসেবে রমেশ পাওয়ারের চুক্তি পুনর্নবীকরণ করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড।

বরং পাওয়ারের মেয়াদ শেষের দিনই নতুন হেড কোচ খুঁজতে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছুক ব্যক্তিরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে সেখানে। তবে পাওয়ারের আবেদন পুনরায় কোনওমতেই গ্রহণ করা হবে না।

বিতর্কের সূত্রপাত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালির একাদশে সুযোগ না পাওয়ায়। মিতালিকে ছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় হরমনপ্রীত অ্যান্ড কোম্পানি। এরপরই বিস্ফোরক হয়ে ওঠেন মিতালি রাজ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ওপেন করতে নেমে ব্যর্থ হন তানিয়া ভাটিয়া। এরপর পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভাটিয়ার পরিবর্তে ওপেন করতে নেমে পরপর দু’ম্যাচে ঝকঝকে অর্ধশতরান করেন মিতালি। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চোটের কারণে দলের বাইরে থাকেন মহিলা দলের ওয়ান ডে অধিনায়িকা।

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে মিতালিকে ছাড়াই জয় তুলে নেয় ভারত। তাই সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি ভারতীয় দল। কিন্তু শেষ চারে ইংরেজদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ে ভারতীয় দল। প্রসঙ্গে টিম ম্যানেজমেন্টের তরফে প্রাথমিকভাবে উইনিং কম্বিনেশন ধরে রাখার যুক্তি দেখানো হয়৷ কোচ পাওয়ার আবার মিতালির মন্থর ব্যাটিং এবং ওপেন করতে চাওয়ার বায়নাক্কাকে কাঠগড়ার তোলেন৷

বোর্ডকে লেখা চিঠিতে সিওএ সদস্যা ডায়না এডুলজির বিরুদ্ধেও অভিযোগ আনেন মিতালি৷ ডায়নার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে চক্রান্ত করে তাঁকে মানসিক অবসাদগ্রস্থ করার চেষ্টার ইঙ্গিত ছিল মিতালির লেখা চিঠিতে৷ মিতালি জানান যে, পর পর দু’টো ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া সত্ত্বেও তাকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে দেওয়ার সিদ্ধান্তকে এডুলজি সংবাদমাধ্যমে সমর্থন করছেন, এটা দেখে তিনি অত্যন্ত ভেঙে পড়েছেন৷ সব কিছু জানা সত্ত্বেও এডুলজির এমন মন্তব্য থেকেই স্পষ্ট কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে নিজেদের কর্তৃত্ব ফলানোর অন্যায় চেষ্টা করছে বলে অভিযোগ আনেন ভারত অধিনায়িকা৷

পাল্টা হিসেবে যুক্তি খাঁড়া করেন কোচও। ভারতীয় দলের প্রাক্তন স্পিনারের মতে, ‘দলের প্ল্যান সম্পর্কে সচেতন ছিলে না মিতালি। দলে তাঁর ভূমিকা ভুলে গিয়ে ব্যক্তিগত মাইলস্টোনের জন্য ব্যাট করে গিয়েছেন।’ এপ্রসঙ্গে ভারতীয় কোচ আরও জানান, ‘পাওয়ার হিটিং, ব্যাটিং দক্ষতা, রানিং বিট্যুইন দ্য উইকেট নিয়ে প্রত্যেক সেশনে পরামর্শ দেওয়া হত তাঁকে। প্র্যাকটিস ম্যাচগুলোতে সেকথা পালন করলেও উইকেট একটু ধীর হলেই মিতালির মধ্যে সেই চেষ্টা আর দেখা যেত না।’ সীমিত ক্ষমতা এবং ফিটনেসের কারণেই এই সমস্যা দেখা দিত বলে জানান পাওয়ার।

তাঁর দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠায় বৃহস্পতিবার ফের মিতালি কলম ধরেন সোশ্যাল মিডিয়ায়। ভারতের সর্বাধিক টি-টোয়েন্টি রান সংগ্রহকারী লেখেন, ‘২০ বছর ঘাম ঝরিয়ে দেশকে সার্ভিস দিয়েছে৷ আমার দেশপ্রেম নিয়েই এখন প্রশ্ন উঠছে৷ এটাই কী প্রতিদান৷ এমন কঠিন দিনটাই দেখা বাকি ছিল৷ কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ ভগবান পাশে থাকুন।’

মিতালি-কোচের এই চরম কাজিয়া যখন তুঙ্গে, সেসময় শুক্রবার কোচ হিসেবে পাওয়ারের বিকল্প খোঁজা শুরু করে দিল বোর্ড। কোচ-খেলোয়াড় এই বিতর্ক আখেরে ভাঙন ধরাচ্ছে দলের অন্দরমহলে, তা আঁচ করতে পেরেই নতুন কোচ খুঁজতে বিজ্ঞপ্তি জারি হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এখন দেখার, পাওয়ার পরবর্তী ভারতীয় দলের হেড কোচের কুর্সিতে কে বসেন।

The post কোচ-ক্যাপ্টেন কাজিয়া তুঙ্গে, পাওয়ারের বিকল্প খুঁজছে বোর্ড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3