ভারতের জিডিপি বৃদ্ধির হার কমলেও চিনের চেয়ে এগিয়ে

নয়াদিল্লি: চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপি বৃদ্ধির হার কমে হয়েছে ৭.১ শতাংশ যেখানে আগের ত্রৈমাসিকে অংকটা ছিল ৮.২ শতাংশ৷ তবে এখনও তা চিনের বৃদ্ধির হারের থেকে বেশি যা সেখানে ৬.৫ শতাংশ৷

রয়টারে সমীক্ষা অনুসারে জিডিপি বৃদ্ধি ধরো হয়েছিল ৭.৪শতাংশ যেখানে স্টেট ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ সৌম্যকান্তি ঘোষ ধরেছিলেন চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি হতে পারে ভিত্তির সাপেক্ষে সুবিধাজনক ৷ পরিমার্জিত হওয়া স্বত্তেও এই দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে তুলনায় বেশি যা ছিল ৬.৩ শতাংশ৷

প্রসঙ্গত, উৎপাদন ক্ষেত্র এবং কৃষিতে অবস্থার উন্নতি ঘটায় এই বছরের প্রথম ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ ৷ অর্থনীতিবিদদের বক্তব্য, জিডিপি বৃদ্ধির হার শ্লত হয়েছে কারণ অস্বস্তিকর খরচ এবং নগদের অভাবে লগ্নি ব্যহত হয়েছে অ-ব্যাংকিং আর্থিক সংস্থায় ৷

সিএসও বিবৃতিতে জানিয়েছে, সমমূল্যের ভিত্তিতে ২০১৮-১৯ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ধরা হয়েছে ৩৩.৯৮ লক্ষ কোটি টাকা যেখানে ২০১৭-১৮ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে বৃদ্ধির হার ছিল ৭.১ শতাংশ৷

The post ভারতের জিডিপি বৃদ্ধির হার কমলেও চিনের চেয়ে এগিয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3