মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এযেন তৃণমূল সুপ্রিমোর দাবিকেই মান্য দেওয়া৷ রামভক্তদের মুখে বামেদের প্রশংসা৷ বামেদের ৩৪ বছরের শাসন উন্নয়ন ও প্রসাসনিক কাজ অনেক বালো হয়েছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য নেতা রমেশকুমার হাণ্ডা৷

আরও পড়ুন: ‘আজীবন কংগ্রেসের ‘গোলামি’ করেছেন গুলাম নবী আজাদ’

শুক্রবার জলপাইগুলিতে বিজেপির রাজ্য নেতা ও প্রাক্তন পুলিশ কর্তা বলেন, ‘‘বর্তমান সময়ে রাজ্যে যা চলছে তা বেশি দিন চলতে পারে না৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে৷’’ বর্তমান শাসক দলের কাজের সঙ্গে বাম আমলের তুলনা করেন তিনি৷ দরাজ সার্টিফিকেট দেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে৷ তাঁর কথায়, ‘‘বাম আমলে উন্নয়ন এখনকার থেকে ভালো হয়েছিল৷’’

রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় শক্রি গেরুয়া শিবির৷ দারে বারে বেশ কিছুটা ব্যাকফুটে লাল ঝান্ডাধারীরা৷ আদর্শগত দিক থেকেই বিপরীক মেরুতে অবস্থান দু’দলের৷ তবে হঠাৎ এই প্রশস্তির মানে? প্রশ্ন করা হলে রমেশকুমার হাণ্ডা বলেন, ‘‘উন্নয়নে তুলনা টানতে গেলে বামেদের এগিয়ে রাখতেই হবে৷’’

পড়ুন: বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

শুধু উন্নয়নের প্রেক্ষিতেই নয়৷ রাজ্যে রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলকে নিন্দা করেছেন এই বিজেপি নেতা৷ কটাক্ষ করতে ছাড়েননি শাসক দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ সমালোচনা করে তাঁকে বিখ্যাত ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি৷

রমেশের নেতৃত্বে রাজ্যের প্রাক্তন পাঁচ প্রশাসনিক আধিকারিক জলপাইগুড়িতে আসেন। দলীয় সূত্রে খবর, প্রশাসনকে কিছুটা চাপে ফেলতেই তাদের এই জলপাইগুড়ি সফর৷ গেরুয়া শিবিরের অভিযোগ, বাংলায় গণতন্ত্র বিপন্ন৷ আগামী ৭, ৯ ও ১৪ই ডিসেম্বর যথাক্রমে কোচবিহার, কাকদ্বীপ এবং তারাপীঠ থেকে গণতন্দ্র বাঁচাও অভিযান করবে বিজেপি৷ আসার কথা প্রধানমন্ত্রীর৷ আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির প্রথম সারির বেশ কয়েজন নেতা৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের জন্যে প্রচুর কর্মী নিয়োগ

এই অবস্থায় তৃণমূল নেত্রীর অভিযোগকে কার্যত মান্যতা দেওয়া সংগঠনের পক্ষে কতটা লাভজনক হল তা নিয়েই প্রশ্ন তুলছেন গেরুয়া বাহিনীর রাজ্য নেতারা৷ স্থানীয় তৃণমূল নেতারা বলছেন, দিদির কথা মিখ্যা নয়৷ প্রমাণ হল আবার৷

The post মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18