মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: এযেন তৃণমূল সুপ্রিমোর দাবিকেই মান্য দেওয়া৷ রামভক্তদের মুখে বামেদের প্রশংসা৷ বামেদের ৩৪ বছরের শাসন উন্নয়ন ও প্রসাসনিক কাজ অনেক বালো হয়েছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য নেতা রমেশকুমার হাণ্ডা৷

আরও পড়ুন: ‘আজীবন কংগ্রেসের ‘গোলামি’ করেছেন গুলাম নবী আজাদ’

শুক্রবার জলপাইগুলিতে বিজেপির রাজ্য নেতা ও প্রাক্তন পুলিশ কর্তা বলেন, ‘‘বর্তমান সময়ে রাজ্যে যা চলছে তা বেশি দিন চলতে পারে না৷ পুলিশ দলদাসে পরিণত হয়েছে৷’’ বর্তমান শাসক দলের কাজের সঙ্গে বাম আমলের তুলনা করেন তিনি৷ দরাজ সার্টিফিকেট দেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে৷ তাঁর কথায়, ‘‘বাম আমলে উন্নয়ন এখনকার থেকে ভালো হয়েছিল৷’’

রাজ্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে দ্বিতীয় শক্রি গেরুয়া শিবির৷ দারে বারে বেশ কিছুটা ব্যাকফুটে লাল ঝান্ডাধারীরা৷ আদর্শগত দিক থেকেই বিপরীক মেরুতে অবস্থান দু’দলের৷ তবে হঠাৎ এই প্রশস্তির মানে? প্রশ্ন করা হলে রমেশকুমার হাণ্ডা বলেন, ‘‘উন্নয়নে তুলনা টানতে গেলে বামেদের এগিয়ে রাখতেই হবে৷’’

পড়ুন: বাংলায় অমিত শাহের রথযাত্রার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

শুধু উন্নয়নের প্রেক্ষিতেই নয়৷ রাজ্যে রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলকে নিন্দা করেছেন এই বিজেপি নেতা৷ কটাক্ষ করতে ছাড়েননি শাসক দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে৷ সমালোচনা করে তাঁকে বিখ্যাত ডনের সঙ্গে তুলনা করেছেন তিনি৷

রমেশের নেতৃত্বে রাজ্যের প্রাক্তন পাঁচ প্রশাসনিক আধিকারিক জলপাইগুড়িতে আসেন। দলীয় সূত্রে খবর, প্রশাসনকে কিছুটা চাপে ফেলতেই তাদের এই জলপাইগুড়ি সফর৷ গেরুয়া শিবিরের অভিযোগ, বাংলায় গণতন্ত্র বিপন্ন৷ আগামী ৭, ৯ ও ১৪ই ডিসেম্বর যথাক্রমে কোচবিহার, কাকদ্বীপ এবং তারাপীঠ থেকে গণতন্দ্র বাঁচাও অভিযান করবে বিজেপি৷ আসার কথা প্রধানমন্ত্রীর৷ আসতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির প্রথম সারির বেশ কয়েজন নেতা৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের জন্যে প্রচুর কর্মী নিয়োগ

এই অবস্থায় তৃণমূল নেত্রীর অভিযোগকে কার্যত মান্যতা দেওয়া সংগঠনের পক্ষে কতটা লাভজনক হল তা নিয়েই প্রশ্ন তুলছেন গেরুয়া বাহিনীর রাজ্য নেতারা৷ স্থানীয় তৃণমূল নেতারা বলছেন, দিদির কথা মিখ্যা নয়৷ প্রমাণ হল আবার৷

The post মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3