ভয়ঙ্কর! ৫০০-রও বেশি মানুষের মরদেহ উদ্ধার দেশের এই গণকবর থেকে

দামাস্কাসঃ  সিরিয়ার রাক্কায় গণকবর থেকে উদ্ধার করা হয়েছে ৫০০-রও বেশি মানুষের মরদেহ। এখনও গণকবরটিতে আরও হাজার খানেক মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গিয়েছে, প্রায় দেড় মাস আগে প্রথম সন্ধান মেলে প্যানোরামা গণকবরের। মরদেহ উদ্ধারে খননকাজ চলছে তখন থেকেই। বেশিরভাগ মরদেহই সেখানকার সাধারণ মানুষের। যুদ্ধাপরাধের বিচারে প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য এসব মরদেহ সংরক্ষণের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী।

আইএস জঙ্গিরা রাক্কা এই শহরকে কথিত রাজধানী হিসাবেই দেখেছেন। ২০১৭ সালের অক্টোবরে মার্কিন সেনাবাহিনীর অভিযানে জঙ্গিমুক্ত হয় শহরটি। এরপর গেল এক বছরে রাক্কায় ৯টি গণকবর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে বড় গণকবর বলা হচ্ছে প্যানোরামাকে।

The post ভয়ঙ্কর! ৫০০-রও বেশি মানুষের মরদেহ উদ্ধার দেশের এই গণকবর থেকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3