মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচন হল মহাভারতের যুদ্ধ৷ আর সেই যুদ্ধের কৌরবরা হল বিজেপি৷ বিরোধীরা হল পাণ্ডব৷ কৃষক সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে কৌরব ও বিরোধীদের পাণ্ডবের সঙ্গে তুলনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ জানান, আগামী লোকসভা নির্বাচনে কৌরবদের পরাজয় হবে৷ পাণ্ডবরা জয়ী হবে৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি৷

শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কৃষক সমাবেশে যোগ দিতে আসেন ইয়েচুরি৷ সেই সমাবেশ থেকে বিজেপির প্রতি একাধিক তোপ দাগেন তিনি৷ বিজেপিকে কৌরবপক্ষের সঙ্গে তুলনা করার পর ইয়েচুরি জানান, কৌরবদের ১০০টা ভাই ছিল৷ কিন্তু তাদের মধ্যে দুর্যোধন ও দুঃশাসনের নামই বেশি পরিচিত৷

এরপরই মোদী ও শাহকে তাদের সঙ্গে তুলনা করেন সিপিএমের সাধারণ সম্পাদক৷ বলেন, ‘‘বিজেপি অনেক বড় দল৷ অনেক নেতা কর্মী আছে৷ কিন্তু দলটা চালান নরেন্দ্র মোদী ও অমিত শাহ৷ এরাই হলেন দুর্যোধন ও দুঃশাসন৷’’ তাঁর সংযোজন, মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের হাতে পরাস্ত হয়েছিল কৌরবরা৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের কাছে পরাজয় হবে নরেন্দ্র মোদীর৷

রাম মন্দির ইস্যু নিয়েও বিজেপি, আরএসএস ও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন ইয়েচুরি৷ তোপ দেগে বলেন, ‘‘রামমন্দির হল বিজেপির নির্বাচনী অস্ত্র৷ নির্বাচন আসলেই বিজেপি নেতারা রাম নাম জপ করা শুরু করে দেয়৷’’

এদিন অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি বা এআইকেএসসিসির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে৷ যা নিয়ে নয়াদিল্লি সরগরম৷ প্রায় ১ লক্ষ কৃষক হাঁটছেন এই মিছিলে৷ শুক্রবার সংসদ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা৷৷

অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ থেকে দিল্লি পৌঁছেছেন এই সব কৃষকরা৷ মুখে শ্লোগান ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে’ (অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন)৷

The post মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18