মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির

নয়াদিল্লি: আগামী লোকসভা নির্বাচন হল মহাভারতের যুদ্ধ৷ আর সেই যুদ্ধের কৌরবরা হল বিজেপি৷ বিরোধীরা হল পাণ্ডব৷ কৃষক সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে কৌরব ও বিরোধীদের পাণ্ডবের সঙ্গে তুলনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ জানান, আগামী লোকসভা নির্বাচনে কৌরবদের পরাজয় হবে৷ পাণ্ডবরা জয়ী হবে৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি৷

শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কৃষক সমাবেশে যোগ দিতে আসেন ইয়েচুরি৷ সেই সমাবেশ থেকে বিজেপির প্রতি একাধিক তোপ দাগেন তিনি৷ বিজেপিকে কৌরবপক্ষের সঙ্গে তুলনা করার পর ইয়েচুরি জানান, কৌরবদের ১০০টা ভাই ছিল৷ কিন্তু তাদের মধ্যে দুর্যোধন ও দুঃশাসনের নামই বেশি পরিচিত৷

এরপরই মোদী ও শাহকে তাদের সঙ্গে তুলনা করেন সিপিএমের সাধারণ সম্পাদক৷ বলেন, ‘‘বিজেপি অনেক বড় দল৷ অনেক নেতা কর্মী আছে৷ কিন্তু দলটা চালান নরেন্দ্র মোদী ও অমিত শাহ৷ এরাই হলেন দুর্যোধন ও দুঃশাসন৷’’ তাঁর সংযোজন, মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের হাতে পরাস্ত হয়েছিল কৌরবরা৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের কাছে পরাজয় হবে নরেন্দ্র মোদীর৷

রাম মন্দির ইস্যু নিয়েও বিজেপি, আরএসএস ও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন ইয়েচুরি৷ তোপ দেগে বলেন, ‘‘রামমন্দির হল বিজেপির নির্বাচনী অস্ত্র৷ নির্বাচন আসলেই বিজেপি নেতারা রাম নাম জপ করা শুরু করে দেয়৷’’

এদিন অল ইণ্ডিয়া কিষাণ সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি বা এআইকেএসসিসির নেতৃত্বে ২০৭টি কৃষক সংগঠন মিছিল করছে৷ যা নিয়ে নয়াদিল্লি সরগরম৷ প্রায় ১ লক্ষ কৃষক হাঁটছেন এই মিছিলে৷ শুক্রবার সংসদ অভিযানের ডাক দিয়েছেন তাঁরা৷৷

অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাত, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশ থেকে দিল্লি পৌঁছেছেন এই সব কৃষকরা৷ মুখে শ্লোগান ‘অযোধ্যা নেহি, করজি মাফ চাহিয়ে’ (অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন)৷

The post মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3