‘অশোক স্তম্ভের বদলে লাগান ভেড়ার ছাপ’

স্টাফ রিপোর্টার, সিউড়ি: লাল মাটিতে ফের রাজনৈতিক নেতার নিশানায় পুলিশ৷ তৃণমূলের কেষ্ট পর এবার সেই তালিয়ে নাম তুললেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক কালোসোনা মন্ডল৷ এদিন ট্রাক ও লরি থেকে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মহম্মদবাজারের রায়পুরে বিক্ষোভ সভার আয়োজন করেছিল বিজেপি৷ সখানেই জেলার সব থানার ওসিদের কালোসোনার বার্তা ‘অশোক স্তম্ভ খুলে সেখানে একটা করে ভেড়ার ছাপ লাগান৷ তাহলেই মনে হবে আপনারা ঠিক কাজ করেছেন৷’

এখানেই অবশ্য থামেননি বীরভূম জেলা সম্পাদক৷ লরি ও ট্রাক চালকদের তার পরামর্শ, ‘‘স্টিয়ারিংয়ের বদলে ডানডা ধরতে হবে৷ বেআইনি টোল আদায়কারীদের ধরে পেটান৷’’ বিজেপি কর্মীদের অভিযোগ মহম্মদ বাজারে যে পাথর শিল্পাঞ্চল রয়েছে সেখানকার প্রতি গাড়ি পিছু মোটা টাকা রয়েলটি আদায় করছে একদল৷ রামপুরহাট এবং সালবাদরা এলাকায় যেখানে রয়েলটি ১৩০০ টাকা নেওয়া হচ্ছে, সেখানে এই এলাকায় ৩০০০ টাকা এবং তারও বেশি টাকা নেয়া হচ্ছে৷ কেন এমন হবে? প্রশেন গেরুয়া শিবিরের৷

আরও পড়ুন: মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘বীরভূমের সব জায়গায় রয়েলটি ব্যবস্থা চালু করা হোক৷ তৃণমূলের গুণ্ডাগিরি বন্ধ করা হোক৷ তাই আমাদের এই প্রতিবাদ সভার আয়োজন৷ তবে দলের জেলা নেতার হুমকি প্রসঙ্গ উঠতেই তাঁর সাফাই, ‘‘যে যেমন ভাষা বোঝে তাকে সেভাবেই বোঝানো উচিত৷’’ সামনেই লোকসভা৷ রবীন্দ্রনাথের বীরভূমে দাপাদাপি বাড়বে রাজনৈতিক কার্যকলাপের৷ সেই উত্তাপে ঘৃতাহুতির অপেক্ষায় কেষ্ট, কালোসোনাদের বানী৷

The post ‘অশোক স্তম্ভের বদলে লাগান ভেড়ার ছাপ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3