‘অশোক স্তম্ভের বদলে লাগান ভেড়ার ছাপ’

স্টাফ রিপোর্টার, সিউড়ি: লাল মাটিতে ফের রাজনৈতিক নেতার নিশানায় পুলিশ৷ তৃণমূলের কেষ্ট পর এবার সেই তালিয়ে নাম তুললেন বিজেপির বীরভূম জেলা সম্পাদক কালোসোনা মন্ডল৷ এদিন ট্রাক ও লরি থেকে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে মহম্মদবাজারের রায়পুরে বিক্ষোভ সভার আয়োজন করেছিল বিজেপি৷ সখানেই জেলার সব থানার ওসিদের কালোসোনার বার্তা ‘অশোক স্তম্ভ খুলে সেখানে একটা করে ভেড়ার ছাপ লাগান৷ তাহলেই মনে হবে আপনারা ঠিক কাজ করেছেন৷’

এখানেই অবশ্য থামেননি বীরভূম জেলা সম্পাদক৷ লরি ও ট্রাক চালকদের তার পরামর্শ, ‘‘স্টিয়ারিংয়ের বদলে ডানডা ধরতে হবে৷ বেআইনি টোল আদায়কারীদের ধরে পেটান৷’’ বিজেপি কর্মীদের অভিযোগ মহম্মদ বাজারে যে পাথর শিল্পাঞ্চল রয়েছে সেখানকার প্রতি গাড়ি পিছু মোটা টাকা রয়েলটি আদায় করছে একদল৷ রামপুরহাট এবং সালবাদরা এলাকায় যেখানে রয়েলটি ১৩০০ টাকা নেওয়া হচ্ছে, সেখানে এই এলাকায় ৩০০০ টাকা এবং তারও বেশি টাকা নেয়া হচ্ছে৷ কেন এমন হবে? প্রশেন গেরুয়া শিবিরের৷

আরও পড়ুন: মমতার অভিযোগকে মান্যতা, বামেদের প্রশংসায় বিজেপি নেতা

বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ‘‘বীরভূমের সব জায়গায় রয়েলটি ব্যবস্থা চালু করা হোক৷ তৃণমূলের গুণ্ডাগিরি বন্ধ করা হোক৷ তাই আমাদের এই প্রতিবাদ সভার আয়োজন৷ তবে দলের জেলা নেতার হুমকি প্রসঙ্গ উঠতেই তাঁর সাফাই, ‘‘যে যেমন ভাষা বোঝে তাকে সেভাবেই বোঝানো উচিত৷’’ সামনেই লোকসভা৷ রবীন্দ্রনাথের বীরভূমে দাপাদাপি বাড়বে রাজনৈতিক কার্যকলাপের৷ সেই উত্তাপে ঘৃতাহুতির অপেক্ষায় কেষ্ট, কালোসোনাদের বানী৷

The post ‘অশোক স্তম্ভের বদলে লাগান ভেড়ার ছাপ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18