নোরার নতুন ‘দিলবর’র ভিডিও দেখলে চোখ কপালে উঠবে আপনার

মুম্বই : নোরা ফতেহি৷ ‘বাহুবলী’র বিখ্যাত আইটেম নাম্বার ‘মনোহরি’ দিয়ে শুরু হয়েছিল তাঁর পথচলা৷ নিজের নাচের জাদুতে ঘায়েল করেছিলেন অসংখ্য যুবকের মন৷ তারপর ‘বিগ বস’ এ ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন নোরা৷

তারপরই একের পর হিট আইটেম নাম্বারে দেখা যায় তাঁকে৷ তবে সম্প্রতি ‘সত্যমেব জয়তে’ ছবি ‘দিলবর’ গানটিতে বেলি ডান্স করে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন মিস ফতেহি৷ তাঁর বেলি ডান্সের জ্বরে কাবু আট থেকে আশি৷

নোরার এই গানে অনেকেই নিজেদের বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু কেউ নোরার এলিগেন্সের ধারে কাছে আসেনি৷ সেই ‘দিলবর’ গানের নতুন ভরশন মুক্তি পেতেই ভিউজ ছাড়িয়েছে দেড় লাখেরও বেশি৷

এটি অ্যারাবিক ভরশন৷ যেখানে নোরাই রয়েছেন তবে একেবারে অন্য অবতারে৷ গানটি তিনি নিজেই গেয়েছেন সঙ্গে ব়্যাপ করেছেন নায়্যার৷ নোরার নাচের বাহবা সবাই আগে দিয়েছেন, এবারে তাঁর গানের গলা শুনে প্রশংসায় ভরে উঠেছে কমেন্ট সেকশন৷

আরবে নোরা দীর্ঘদিন ধরে বেলি ডান্স শিখেছেন৷ সেই সুবাদে আরবি ভাষার উপর ভালই দখল রয়েছে নায়িকার৷ তবে কয়েকজনের মতে ‘দিলবর’র হিন্দি ভরশন টাই পছন্দের৷ আবরি ভরশনটিতে তেমন ম্যাজিক নাকি নেই৷

https://www.youtube.com/watch?v=_108FB3SLuk

The post নোরার নতুন ‘দিলবর’র ভিডিও দেখলে চোখ কপালে উঠবে আপনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18