ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি

বুয়েনস আইরেস: বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ সৌদি আরব ভারতের পেট্রল ও পেট্রপণ্যে খাতে বিনিয়োগ করতে প্রস্তুত৷ শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন৷ সেই বৈঠকে তিনি ভারতকে তেল ও জ্বালানি সরবরাহে সৌদি আরব প্রস্তুত বলে জানান যুবরাজ।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সম্মেলনের এক ফাঁকে সৌদি যুবরাজের বাসভবন যান তিনি৷ সেখানেই হয় বৈঠকটি৷ পরে জানা যায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, শিল্প, কৃষি, শক্তি, টেকনোলজি ইত্যাদি নানা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে৷ এই ক্ষেত্রগুলিতে সৌদি আরব বিনিয়োগ করার উৎসাহ দেখিয়েছে৷ পাশাপাশি সৌদি অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানি করার বদলে তা ভারত থেকে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গিয়েছে৷

দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ৷ ভারতের জ্বালানির চাহিদা মেটাতে সৌদি প্রস্তুত বলে মোদীকে জানান যুবরাজ৷ ভারতের পশ্চিম উপকূলে সৌদি তেল জায়ান্ট আরামকোর বিনিয়োগ নিয়েও মোদির সঙ্গে আলোচনা করেন মহম্মদ বিন সলমন৷ পাশাপাশি প্রতিরক্ষা, সোলার এনার্জি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা৷ দুই দেশ অস্ত্র উৎপাদন ও সৌদি আরবের নিজস্ব অস্ত্র কারখানা উন্নয়ন বিষয়েও তাদের কথা হয়েছে।

ভারতের আশা এর ফলে আগামী তিন বছরের মধ্যে জ্বালানি, শক্তি, প্রযুক্তি, কৃষি ইত্যাদি বহুক্ষেত্রে সৌদির বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে৷ জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।

The post ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18