ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি

বুয়েনস আইরেস: বিশ্বের সবচেয়ে বৃহৎ জ্বালানি রফতানিকারক দেশ সৌদি আরব ভারতের পেট্রল ও পেট্রপণ্যে খাতে বিনিয়োগ করতে প্রস্তুত৷ শুক্রবার জি-২০ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন৷ সেই বৈঠকে তিনি ভারতকে তেল ও জ্বালানি সরবরাহে সৌদি আরব প্রস্তুত বলে জানান যুবরাজ।

জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সম্মেলনের এক ফাঁকে সৌদি যুবরাজের বাসভবন যান তিনি৷ সেখানেই হয় বৈঠকটি৷ পরে জানা যায়, দ্বিপাক্ষিক এই বৈঠকে দুই রাষ্ট্রনেতার মধ্যে রাজনীতি, নিরাপত্তা, অর্থনীতি, শিল্প, কৃষি, শক্তি, টেকনোলজি ইত্যাদি নানা ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে৷ এই ক্ষেত্রগুলিতে সৌদি আরব বিনিয়োগ করার উৎসাহ দেখিয়েছে৷ পাশাপাশি সৌদি অন্যান্য দেশ থেকে কৃষিপণ্য আমদানি করার বদলে তা ভারত থেকে নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানা গিয়েছে৷

দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা হল জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ৷ ভারতের জ্বালানির চাহিদা মেটাতে সৌদি প্রস্তুত বলে মোদীকে জানান যুবরাজ৷ ভারতের পশ্চিম উপকূলে সৌদি তেল জায়ান্ট আরামকোর বিনিয়োগ নিয়েও মোদির সঙ্গে আলোচনা করেন মহম্মদ বিন সলমন৷ পাশাপাশি প্রতিরক্ষা, সোলার এনার্জি ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা৷ দুই দেশ অস্ত্র উৎপাদন ও সৌদি আরবের নিজস্ব অস্ত্র কারখানা উন্নয়ন বিষয়েও তাদের কথা হয়েছে।

ভারতের আশা এর ফলে আগামী তিন বছরের মধ্যে জ্বালানি, শক্তি, প্রযুক্তি, কৃষি ইত্যাদি বহুক্ষেত্রে সৌদির বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে৷ জি-২০ সম্মেলনে সৌদি যুবরাজ ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি।

The post ভারতের জ্বালানির চাহিদা মেটাতে প্রস্তুত সৌদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3