রাহুলের অনুমিত নিয়ে পাকিস্তান গিয়েছি: সিধু

হায়দরাবাদ: অমরিন্দর সিং নন৷ তাঁর ‘ক্যাপ্টেন’ রাহুল গান্ধী৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়েই পাকিস্তান গিয়েছেন৷ শুক্রবার এমনটাই জানালেন নভজ্যোত সিং সিধু৷

সংবাদসংস্থা এএনআইকে সিধু তাঁর পাকিস্তান সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে জানান, তিনি পাকিস্তানে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ এমনকী দিল্লির নেতাদেরও জানিয়েছিলেন৷ তাদের কারোর এই পাকিস্তান সফর নিয়ে আপত্তি ছিল না৷ সিধু বলেন, ‘‘অন্তত ২০ জন কংগ্রেস নেতা আমায় পাকিস্তান যেতে বলেছিলেন৷ কেন্দ্রীয় নেতৃত্বেরও কোনও আপত্তি ছিল না৷ পঞ্জাব মুখ্যমন্ত্রী আমার বাবার মতো৷ তাঁকে জানাই আমি আগে প্রতিশ্রুতি দিয়ে এসেছি৷ সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পাকিস্তান যেতে হবে৷’’ এরপরেই তাঁর সংযোজন, রাহুল গান্ধী তাঁর ক্যাপ্টেন৷ সেই ক্যাপ্টেনের অনুমতি নিয়ে পাকিস্তান যান সিধু৷

কর্তারপুর করিডরের শিলান্যাস উপলক্ষ্যে পাকিস্তান যান সিধু৷ ‘বন্ধু’ ইমরানের ডাকে সাড়া দিয়ে এই নিয়ে দ্বিতীয়বার তিনি প্রতিবেশী দেশে যান৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ পান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংও৷ কিন্তু অমৃতসরে পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন তিনি৷ অমরিন্দর চাননি সিধু পাকিস্তান যান৷ কিন্তু মুখ্যমন্ত্রীর আবেদন ফিরিয়ে পাকিস্তান যান সিধু৷

মঙ্গলবার অমরিন্দর জানিয়েছিলেন, সিধুকে তিনি বারবার তাঁর সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার আবেদন করেন৷ কিন্তু সিধু আগেই প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন পাকিস্তান যাওয়ার৷ তাই তাঁকে আটকানো উচিত মনে হয়নি৷

The post রাহুলের অনুমিত নিয়ে পাকিস্তান গিয়েছি: সিধু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3