চেন্নাই ম্যাচকে বাগানের টার্নিং পয়েন্ট বলছেন শংকর

কলকাতা: ঘরের মাঠে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট৷ শেষ ম্যাচে আবার চার্চিলের কাছে লজ্জার হার৷ চেন্নাই ম্যাচকে পাখির চোখ করে ঘুরে দাঁড়াতে মরিয়া বাগানশিবির৷ চোট সমস্যায় ম্যাচে হেনরি অনিশ্চিত৷ তাই শুরু থেকে হয়ত সনি৷ সেই সঙ্গে আবার ডিফন্সের গলদ সারিয়ে লিগে প্রত্যাবর্তনের লড়াই৷ ফুটবলারদের সঙ্গে তাই দফায় দফার আলোচনা শিল্টলদের হেডস্যারের৷

চেন্নাই ম্যাচে ফুটবলারদের একশো শতাংশের বেশি উজাড় করে দিতে বলছেন শংকরলাল৷ সেই সঙ্গে লিগ টপার চেন্নাইয়ের ধারাবাহিক ফর্ম বাগান থিঙ্কট্যাঙ্ককে চিন্তায় রাখছে৷ এখনও পর্যন্ত লিগে অপরাজিত রয়েছে দক্ষিণের এই দল৷ শুধু তাই নয় ৬ ম্যাচের ৫টি তে জিতে ১৬ পয়েন্ট নিয়ে অন্যদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে চেন্নাই সিটি৷ চেন্নাই ম্যাচ এখন বাগানের পালে হাওয়া আনতে পারে৷ শংকর তাই বলছেন, ‘চেন্নাই ম্যাচই এখন বাগানের কাছে টার্নিং পয়েন্ট৷ জয় ছাড়া কোনও বিকল্প নেই বাগানের৷’

বিপক্ষকে সমীহ করলেও অঙ্ক কষে চেন্নাইকে হারানো সম্ভব বলেই মনে করেন শিল্টনদের হেডস্যার৷ কোচের বক্তব্য আক্রমণে চেন্নাই অনেক এগিয়ে৷ লিগের ছয় ম্যাচে এখনও পর্যন্ত চেন্নাই সিটি ১৫টি গোল করেছে৷ অন্য দলগুলোর চেয়ে সংখ্যায় অনেক এগিয়ে স্যান্ড্রোরা৷ সেকারণেই ঘর গুছিয়ে প্রতিআক্রমণে গোল চান শংকরলাল৷

সেই সঙ্গে চেন্নাই ম্যাচে দলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন বাগান কাণ্ডারী৷ মাঠমাঝ থেকে ডিফেন্স, শেষ ম্যাচে সব বিভাগই ফ্লপ শো৷ সেকারণে চেন্নাই ম্যাচে কিনোওয়াকির পাশে ওমরকে জুড়ে দিয়ে পারেন কোচ৷ ডিফন্সের কিংসলেকে সঙ্গত দেবেন কিমকিমা৷

সিনবোনে চোট পাওয়ার জন্য মোহনবাগানের প্রধান স্ট্রাইকার হেনরি কিসেকাকে প্র্যাকটিসে দেখা যায়নি৷ চোটের জন্য চেন্নাই ম্যাচে অনিশ্চিত বাগানে উগান্ডান বিদেশি৷ মোহনবাগানের প্রস্ততিতে এদিন সেটপিসের উপর বিশেষ জোর দেওয়া হয়৷

The post চেন্নাই ম্যাচকে বাগানের টার্নিং পয়েন্ট বলছেন শংকর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3