ববির বিরুদ্ধে ক্রসভোটিংয়ের ভয় পাচ্ছে তৃণমূল

স্টাফ রিপোর্টার, কলকাতা: কলকাতা পুরনিগমের মেয়র পদে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন বিজেপির মীনাদেবী পুরহিত৷ সুব্রত মুখোপাধ্যায়ের আমলে ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব সামলেছেন মীনাদেবী পুরহিত৷ সেই সুবাদে বহু তৃণমূল কাউন্সিলরের সঙ্গে সম্পর্ক ভালো বিজেপির তিন বারের এই কাউন্সিলরের৷ তাঁর ভাবমূর্তিও স্বচ্ছ৷

আরও পড়ুন: রাম মন্দির নির্মাণ নিয়ে ভারতকে হুমকি মাসুদ আজহারের

এই বিষয়গুলিকে পুঁজি করেই তৃণমূল কাউন্সিলরদের ক্রসভোটিংয়ের আশায় দেখছে গেরুয়া শিবির৷ বিষয়টিকে হাল্কাভাবে নিতে নারাজ শাসক শিবির৷ শুক্রবার পুরদলের বৈঠকে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার কথা আরও একবার স্মরণ করিয়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরদের৷

যদিও প্রকাশ্যে সাসক শিবির বলছে অন্য কথা৷ মেয়র পদে ভোটের আগে হঠাৎ পুরসভায় কাউন্সিলরদের এই জরুরি বৈঠকের কারণ কি? চেয়ারপার্সন মালা রায় বলেন, ‘‘কাউন্সিলররা সঠিক সময়ে যাতে উপস্থিত থেকে এই ভোট গ্রহণ অংশ নেন তার জন্যই এই বৈঠক।’’ সূত্রের খবর, বিজেপি প্রার্থী মেয়র পদের লড়াইতে প্রার্থী দিতেই সজাগ তৃণমূল৷ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই হয় বৈঠক।

আরও পড়ুন: সিবিআই-কে ডাকতে বলে মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়লেন দাড়িভিটের মৃতের বোন

একদিকে যখন বৈঠকে ব্যস্ত তৃণমূল, তখন মুচকি হেঁসে বিজেপির মেয়র পদপ্রার্থী মীনাদেবী বলছেন, ‘‘আমি দল, মত নির্বিশেষে সবাইকে আহ্বান করছি ভোট দেওয়ার জন্য৷’’ শাসকের বৈঠক সম্পর্কে অবশ্য বিশেষ মুখ খুলতে নারাজ তিনি৷

শুধু বললেন, ‘‘দেখা যাক ভোটের রেজাল্ট কী হয়৷ কিন্তু পরিষ্কার ওরা বিজেপিকে ভয়ে পেয়েছে?’’ আসন সংখ্যার বিচারে ফিরহাদ হাকিমের জয় সময়ের অপেক্ষা৷ যদিও ক্রসভোটিংয়ে ভরসা রেখে নৈতিকভাবে তৃণমূলকে ধাক্কা দিতে কোমর বাঁধেছে মুরলীধর সেন লেনের নেতারা৷

আরও পড়ুন: রাহুলের অনুমতি নিয়েই পাকিস্তান গিয়েছি: বিস্ফোরক সিধু

পুর আইনে সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে বিরোধী বামেদের দাবি মতো মেয়র নির্বাচন পক্রিয়ায় স্থগিতাদেশ দেয়নিহাইকোর্ট৷ ফলে নির্বাচন হবে ৩রা ডিসেম্বরেই৷ ১৪৪ জনের কলকাতা পুরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা ১২২ জন৷ এই প্রেক্ষাপটে শুধু জয় নয়, কোনও ভোট নষ্ট না করেই ফিরহাদ হাকিমকে মেয়রের দায়িত্বে নিয়ে আসতে চাইছে তৃণমূল শিবির৷ বার্তা দিতে চাইছে মেয়র পদ নিয়ে দলের মধ্যে কোনও রেষারেষা নেই৷

The post ববির বিরুদ্ধে ক্রসভোটিংয়ের ভয় পাচ্ছে তৃণমূল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3