মোদীকে ‘দুর্যোধন’ ও শাহকে ‘দুঃশাসন’ বলে কটাক্ষ ইয়েচুরির
নয়াদিল্লি : আগামী লোকসভা নির্বাচন হল মহাভারতের যুদ্ধ৷ আর সেই যুদ্ধের কৌরবরা হল বিজেপি৷ বিরোধীরা হল পাণ্ডব৷ কৃষক সমাবেশের মঞ্চ থেকে বিজেপিকে কৌরব ও বিরোধীদের পাণ্ডবের সঙ্গে তুলনা করলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ জানান, আগামী লোকসভা নির্বাচনে কৌরবদের পরাজয় হবে৷ পাণ্ডবরা জয়ী হবে৷ এর পাশাপাশি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দুর্যোধন ও দুঃশাসন বলে কটাক্ষ করেন তিনি৷ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে কৃষক সমাবেশে যোগ দিতে আসেন ইয়েচুরি৷ সেই সমাবেশ থেকে বিজেপির প্রতি একাধিক তোপ দাগেন তিনি৷ বিজেপিকে কৌরবপক্ষের সঙ্গে তুলনা করার পর ইয়েচুরি জানান, কৌরবদের ১০০টা ভাই ছিল৷ কিন্তু তাদের মধ্যে দুর্যোধন ও দুঃশাসনের নামই বেশি পরিচিত৷ এরপরই মোদী ও শাহকে তাদের সঙ্গে তুলনা করেন সিপিএমের সাধারণ সম্পাদক৷ বলেন, ‘‘বিজেপি অনেক বড় দল৷ অনেক নেতা কর্মী আছে৷ কিন্তু দলটা চালান নরেন্দ্র মোদী ও অমিত শাহ৷ এরাই হলেন দুর্যোধন ও দুঃশাসন৷’’ তাঁর সংযোজন, মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের হাতে পরাস্ত হয়েছিল কৌরবরা৷ আগামী লোকসভা নির্বাচনে বিরোধীদের কাছে পরাজয় হবে নরেন্দ্র মোদীর৷ রাম মন্দির ইস্যু নিয়েও বিজেপি, আরএসএস...