কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস, মোদীকে পাল্টা দিলেন সোমেন মিত্ররা

স্টাফ রিপোর্টার, কলকাতা: কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস৷ এরাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের কড়া সমালোচনা করল প্রদেশ কংগ্রেস৷ তাদের বক্তব্য, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেখানো পথে হেঁটে মোদী কোন মুখে এসব কথা বলছেন৷

নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে প্রদেশ কংগ্রেস সোমেন মিত্র বলেন, ‘‘রাহুল গান্ধী কৃষকদের কাছে তাঁর প্রতিশ্রুতি রেখেছেন৷ কংগ্রেস ঋণ মুকুব করার পর ঠেলায় পড়ে নরেন্দ্র মোদী এখন সেটাকে অনুসরণ করছেন৷ আর বলছেন কংগ্রেস নাটক করছে৷ নাটক কে করছে দেশের মানুষ সেটা ভালই বুঝতে পারছেন৷’’ একইসঙ্গে প্রদেশ সভাপতি মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন৷ তিনি বলেন, ‘‘এখানে এসে মতুয়া মতুয়া করে ধর্মীয় বিভাজন করে গেলেন প্রধানমন্ত্রী৷’’

শনিবার ঠাকুরনগরে কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘‘কংগ্রেস যখন ঋণ মাপ করে তখন কৃষকদের কম আর একটি নির্দিষ্ট শ্রেণির বেশি লাভ হয়৷ আমরা প্রতিবছর টাকা দিচ্ছি আর ওরা দশ বছরে দিত কোনটায় বেশি লাভ৷ আমরা কংগ্রেসের মতো বড় বড় প্রতিশ্রুতি দিই না৷ কৃষকদের নিয়ে ওরা নাটক করছে৷’’

মোদীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর কৃষকদের সম্পর্কে ধারণা নিয়েই প্রশ্ন তোলেন আরেক কংগ্রেস নেতা সাংসদ প্রদীপ ভটাচার্য৷ তিনি বলেন, ‘‘ভারতের কৃষকদের সম্পর্কে ওনার চিন্তাধারা অস্বচ্ছ৷ তাই তিনি ভুল বকছেন৷ কৃষকদের সঙ্গে তঞ্চকতা করাই বিজেপির লক্ষ্য৷ তা না হলে একটা কৃষক পরিবারকে প্রতিদিন ১৭ টাকা করে দিতেন না৷ এতে মনে হচ্ছে উনি কৃষকদের ভিক্ষা দিচ্ছেন৷ তারপরও উনি কী করে বলেন কৃষকদের প্রতি কংগ্রেস নাটক করছে৷অথচ এই ইউপিএ সরকার ৬০ হাজার কোটি টাকা কৃষি ঋণ মুকুব করেছিল৷সেটা নিশ্চয়ই মোদীর মনে রয়েছে৷ কৃষকদের স্বার্থে যা যা আইন প্রণয়ণ করার সব ইউপিএ আমলেই হয়েছে৷

কংগ্রেসের আরও এক বর্ষীয়ান নেতা ওমপ্রকাশ মিশ্র কটাক্ষের সুরে বলেন, ‘‘মোদীজিকে তো এখন রাহুল গান্ধীর নির্দেশিত পথে চলতে হচ্ছে৷ তারপরেও এসব বলছেন? মানুষ এখন ওঁকে দেখে হাঁসছে৷’

The post কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস, মোদীকে পাল্টা দিলেন সোমেন মিত্ররা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18