কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস, মোদীকে পাল্টা দিলেন সোমেন মিত্ররা

স্টাফ রিপোর্টার, কলকাতা: কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস৷ এরাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্যের কড়া সমালোচনা করল প্রদেশ কংগ্রেস৷ তাদের বক্তব্য, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দেখানো পথে হেঁটে মোদী কোন মুখে এসব কথা বলছেন৷

নরেন্দ্র মোদীকে পাল্টা আক্রমণ করে প্রদেশ কংগ্রেস সোমেন মিত্র বলেন, ‘‘রাহুল গান্ধী কৃষকদের কাছে তাঁর প্রতিশ্রুতি রেখেছেন৷ কংগ্রেস ঋণ মুকুব করার পর ঠেলায় পড়ে নরেন্দ্র মোদী এখন সেটাকে অনুসরণ করছেন৷ আর বলছেন কংগ্রেস নাটক করছে৷ নাটক কে করছে দেশের মানুষ সেটা ভালই বুঝতে পারছেন৷’’ একইসঙ্গে প্রদেশ সভাপতি মোদীর বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তোলেন৷ তিনি বলেন, ‘‘এখানে এসে মতুয়া মতুয়া করে ধর্মীয় বিভাজন করে গেলেন প্রধানমন্ত্রী৷’’

শনিবার ঠাকুরনগরে কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী বলেন, ‘‘কংগ্রেস যখন ঋণ মাপ করে তখন কৃষকদের কম আর একটি নির্দিষ্ট শ্রেণির বেশি লাভ হয়৷ আমরা প্রতিবছর টাকা দিচ্ছি আর ওরা দশ বছরে দিত কোনটায় বেশি লাভ৷ আমরা কংগ্রেসের মতো বড় বড় প্রতিশ্রুতি দিই না৷ কৃষকদের নিয়ে ওরা নাটক করছে৷’’

মোদীর এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর কৃষকদের সম্পর্কে ধারণা নিয়েই প্রশ্ন তোলেন আরেক কংগ্রেস নেতা সাংসদ প্রদীপ ভটাচার্য৷ তিনি বলেন, ‘‘ভারতের কৃষকদের সম্পর্কে ওনার চিন্তাধারা অস্বচ্ছ৷ তাই তিনি ভুল বকছেন৷ কৃষকদের সঙ্গে তঞ্চকতা করাই বিজেপির লক্ষ্য৷ তা না হলে একটা কৃষক পরিবারকে প্রতিদিন ১৭ টাকা করে দিতেন না৷ এতে মনে হচ্ছে উনি কৃষকদের ভিক্ষা দিচ্ছেন৷ তারপরও উনি কী করে বলেন কৃষকদের প্রতি কংগ্রেস নাটক করছে৷অথচ এই ইউপিএ সরকার ৬০ হাজার কোটি টাকা কৃষি ঋণ মুকুব করেছিল৷সেটা নিশ্চয়ই মোদীর মনে রয়েছে৷ কৃষকদের স্বার্থে যা যা আইন প্রণয়ণ করার সব ইউপিএ আমলেই হয়েছে৷

কংগ্রেসের আরও এক বর্ষীয়ান নেতা ওমপ্রকাশ মিশ্র কটাক্ষের সুরে বলেন, ‘‘মোদীজিকে তো এখন রাহুল গান্ধীর নির্দেশিত পথে চলতে হচ্ছে৷ তারপরেও এসব বলছেন? মানুষ এখন ওঁকে দেখে হাঁসছে৷’

The post কৃষকদের নিয়ে নাটক করছে কংগ্রেস, মোদীকে পাল্টা দিলেন সোমেন মিত্ররা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3