ধোনিকেই ভয় পাচ্ছে কিউয়িরা

ওয়েলিংটন: সিরিজের শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনে স্বস্তিতে নেই কিউয়ি বোলাররা৷ প্রাক্তন ভারত অধিনায়ক দুরন্ত ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত তাঁরা৷ রবিবার সিরিজের শেষ ম্যাচে তাঁদের জয়ে ধোনিই কাঁটা হয়ে উঠতে পারেন মনে করেন নিউজিল্যান্ড অল-রাউন্ডার জিমি নিশাম৷

পাঁচ ওয়ান ডে সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে ভারত৷ কিন্তু বৃহস্পতিবার সেডন পার্কে চতুর্থ ওয়ান ডে-তে রোহিতদের নিয়ে ছেলেখেলা করেন কিউয়ি বোলাররা৷ হ্যামিলটনে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস৷ যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন ওয়ান ডে স্কোর৷ ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর ছিল লেগ-স্পিনার যুবেন্দ্র চাহালের ১৮ রান৷ মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে সক্ষম হয়েছিলেন৷

রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি শুরুতেই ড্রেসিংরুমে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল-অর্ডার৷ ট্রেন্ট বোল্টের গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে রোহিত অ্যান্ড কোং৷ মাত্র ২১ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন বোল্ট৷ রান তাড়া করতে নেমে মাত্র দু’ উইকেট হারিয়ে সিরিজ ১-৩ করে নিউজিল্যান্ড৷ শেষ দু’টি ম্যাচে না-খেললেও চোট সারিয়ে রবিবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ফিরছেন ধোনি৷ যা চিন্তায় রাখছে কিউয়িশিবিরকে৷

কিউয়ি অল-রাউন্ডার নিশাম প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলেন, ‘ধোনিকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়৷’ ধোনির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘রেকর্ড ধোনির হয়ে কথা বলছে৷ বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে ভারতীয় মিডিয়ার চর্চা আমি শুনেছি৷ কিন্তু মিডল-অর্ডারে ওর উপস্থিতি অন্য মাত্রা যোগ করে৷ কারণ ধোনিকে বল করার সময় মাথায় থাকে, ওকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়৷’

ধোনির মতো নিশামও হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সিরিজের শেষ ওয়ান ডে দলে ফিরছেন৷ কিউয়ি অল-রাউন্ডারেj আশা সেডন পার্কের মতো ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের পিচেও বাউন্স রয়েছে৷ তিনি বলেন, ‘হ্যামিলটনের পিচ ও পরিবেশ বোলারদের সাহায্য করেছিল৷ বোল্টি(ট্রেন্ট বোল্ট) এখান দারুণ সুইং করিয়েছে৷ ৯২ রানে যে কোনও দলকে আটকে রাখা সহজ নয়৷’ সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর দেশে ফিরেছেন বিরাট কোহলি৷ ফলে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার হাতে৷

মিডল-অর্ডারে ধোনির উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে৷ প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে স্বপ্নের ফর্মে রয়েছেন মাহি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক করে ধোনি প্রমাণ করেন দলে তাঁর গুরুত্ব এখনও অপরিসীম৷ তার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি ম্যাচেও ভারতের জয় বড় ভূমিকা নেন মাহি৷

The post ধোনিকেই ভয় পাচ্ছে কিউয়িরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3