ধোনিকেই ভয় পাচ্ছে কিউয়িরা

ওয়েলিংটন: সিরিজের শেষ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির প্রত্যাবর্তনে স্বস্তিতে নেই কিউয়ি বোলাররা৷ প্রাক্তন ভারত অধিনায়ক দুরন্ত ফর্ম নিয়ে যথেষ্ট চিন্তিত তাঁরা৷ রবিবার সিরিজের শেষ ম্যাচে তাঁদের জয়ে ধোনিই কাঁটা হয়ে উঠতে পারেন মনে করেন নিউজিল্যান্ড অল-রাউন্ডার জিমি নিশাম৷

পাঁচ ওয়ান ডে সিরিজে প্রথম তিন ম্যাচ জিতে আগেই সিরিজ পকেটে পুরেছে ভারত৷ কিন্তু বৃহস্পতিবার সেডন পার্কে চতুর্থ ওয়ান ডে-তে রোহিতদের নিয়ে ছেলেখেলা করেন কিউয়ি বোলাররা৷ হ্যামিলটনে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস৷ যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন ওয়ান ডে স্কোর৷ ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর ছিল লেগ-স্পিনার যুবেন্দ্র চাহালের ১৮ রান৷ মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছতে সক্ষম হয়েছিলেন৷

রোহিত-ধাওয়ানের ওপেনিং জুটি শুরুতেই ড্রেসিংরুমে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের মিডল-অর্ডার৷ ট্রেন্ট বোল্টের গতি ও সুইংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে রোহিত অ্যান্ড কোং৷ মাত্র ২১ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন বোল্ট৷ রান তাড়া করতে নেমে মাত্র দু’ উইকেট হারিয়ে সিরিজ ১-৩ করে নিউজিল্যান্ড৷ শেষ দু’টি ম্যাচে না-খেললেও চোট সারিয়ে রবিবার ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ফিরছেন ধোনি৷ যা চিন্তায় রাখছে কিউয়িশিবিরকে৷

কিউয়ি অল-রাউন্ডার নিশাম প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে বলেন, ‘ধোনিকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়৷’ ধোনির প্রশংসা করে তিনি আরও বলেন, ‘রেকর্ড ধোনির হয়ে কথা বলছে৷ বিশ্বকাপের দলে ধোনির থাকা নিয়ে ভারতীয় মিডিয়ার চর্চা আমি শুনেছি৷ কিন্তু মিডল-অর্ডারে ওর উপস্থিতি অন্য মাত্রা যোগ করে৷ কারণ ধোনিকে বল করার সময় মাথায় থাকে, ওকে আউট না-করা পর্যন্ত ম্যাচ জেতা সম্ভব নয়৷’

ধোনির মতো নিশামও হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সিরিজের শেষ ওয়ান ডে দলে ফিরছেন৷ কিউয়ি অল-রাউন্ডারেj আশা সেডন পার্কের মতো ওয়েস্টপ্যাক স্টেডিয়ামের পিচেও বাউন্স রয়েছে৷ তিনি বলেন, ‘হ্যামিলটনের পিচ ও পরিবেশ বোলারদের সাহায্য করেছিল৷ বোল্টি(ট্রেন্ট বোল্ট) এখান দারুণ সুইং করিয়েছে৷ ৯২ রানে যে কোনও দলকে আটকে রাখা সহজ নয়৷’ সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার পর দেশে ফিরেছেন বিরাট কোহলি৷ ফলে ওয়ান ডে সিরিজের শেষ দু’টি এবং তিন ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার হাতে৷

মিডল-অর্ডারে ধোনির উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে৷ প্রায় আড়াই মাস পর ভারতীয় দলে ফিরে স্বপ্নের ফর্মে রয়েছেন মাহি৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হাফ-সেঞ্চুরির হ্যাটট্রিক করে ধোনি প্রমাণ করেন দলে তাঁর গুরুত্ব এখনও অপরিসীম৷ তার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দু’টি ম্যাচেও ভারতের জয় বড় ভূমিকা নেন মাহি৷

The post ধোনিকেই ভয় পাচ্ছে কিউয়িরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18