সারদা-নারদায় কিছুই প্রমাণ করা যাবে না: মুখ্যমন্ত্রী

দুর্গাপুর, কলকাতা: দলের সর্বভারতীয় সভাপতি চিটফান্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আগেই সরবব হয়েছিলেন৷ একই ইস্যুতে এবার রাজ্যের শাসক দলরে নিন্দায় প্রদানমন্ত্রী নকেন্দ্র মোদী৷ বাংলায় চিটফান্ড প্রতারকদের কোনও মতেই ছাড়া হবে না বলে এদিন হুঁশিয়ারি দেন মোদী৷ পালটা মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওইসব নিয়ে ভয় দেখিয়ে লাভ নেই৷ চোর ডাকাতদের সর্দার মোদী৷ সারদা-নারদায় কিছুই প্রমাণ করতে পারবে না৷’’

চিটফান্ড, সিন্ডিকেট নিয়ে এদিন মমতা সরকারের বিরুদ্ধে সরব হন মোদী৷ বলেন, ‘‘রাজ্য সরকারের উস্কানিতেই প্রতারকরদের রমরমা৷ লক্ষ লক্ষ মানুষ প্রতারিত৷ এরপরও থামছে না তৃণমূলের তোলাবাজি৷ স্কুলে ভর্তি থেকে চাকরি৷ সবেতেই প্রয়োজন তৃণমূলকে টাকা দিতে লাগে৷’’

 

প্রধানমন্ত্রীর দাবি, রাজ্যে বদল আসবেই৷ জনগণ প্রস্তুত তৃণমূলকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ চিটফান্ড ও সিন্ডিকেটের দোষীরা কোনও মতেই রেহাই পাবে না বলে এদিন বঙ্গবাসীকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদী৷ তাঁর কটাক্ষ শাসক দলের মন্ত্রী, নেতারা জেলে যাচ্ছে৷ তবুও কথা থামছে না তৃণমূল সুপ্রিমোর৷

প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিনি বলেন, ‘‘চোরের মায়ের বড় গলা৷ যিনি চোর ডাকাতের সর্দার তাঁর মুখে এসব কথা মানায় না৷’’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘চিটফান্ড তদন্তে আমাদের ভয় পাওয়ার কিছু নেই৷’’ উল্টে তাঁর প্রশ্ন, ‘‘কেন এখনও চিটফান্ড তদন্ত শেষ হল না? প্রতারিতরা টাকা ফেরৎ পেলেন না?’’

কিছুটা চ্যালেঞ্জের সুরেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কোনও দোষ করিনি৷ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ সমালোচনা করলেই মিথ্যে অভিযোগ করে সিবিআই, ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে৷ প্রয়োজনে জেলে যাব কিন্তু মাথা নোয়াবো না৷’’ সামনেই লোকসভা৷ তার আগে ফের শাসক বিরোধী তরজার মধ্যমণি চিটফান্ড, তোলাবাজি৷

The post সারদা-নারদায় কিছুই প্রমাণ করা যাবে না: মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18