সারদা-নারদায় কিছুই প্রমাণ করা যাবে না: মুখ্যমন্ত্রী

দুর্গাপুর, কলকাতা: দলের সর্বভারতীয় সভাপতি চিটফান্ড ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আগেই সরবব হয়েছিলেন৷ একই ইস্যুতে এবার রাজ্যের শাসক দলরে নিন্দায় প্রদানমন্ত্রী নকেন্দ্র মোদী৷ বাংলায় চিটফান্ড প্রতারকদের কোনও মতেই ছাড়া হবে না বলে এদিন হুঁশিয়ারি দেন মোদী৷ পালটা মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওইসব নিয়ে ভয় দেখিয়ে লাভ নেই৷ চোর ডাকাতদের সর্দার মোদী৷ সারদা-নারদায় কিছুই প্রমাণ করতে পারবে না৷’’

চিটফান্ড, সিন্ডিকেট নিয়ে এদিন মমতা সরকারের বিরুদ্ধে সরব হন মোদী৷ বলেন, ‘‘রাজ্য সরকারের উস্কানিতেই প্রতারকরদের রমরমা৷ লক্ষ লক্ষ মানুষ প্রতারিত৷ এরপরও থামছে না তৃণমূলের তোলাবাজি৷ স্কুলে ভর্তি থেকে চাকরি৷ সবেতেই প্রয়োজন তৃণমূলকে টাকা দিতে লাগে৷’’

 

প্রধানমন্ত্রীর দাবি, রাজ্যে বদল আসবেই৷ জনগণ প্রস্তুত তৃণমূলকে রাজ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ চিটফান্ড ও সিন্ডিকেটের দোষীরা কোনও মতেই রেহাই পাবে না বলে এদিন বঙ্গবাসীকে আশ্বস্ত করেন নরেন্দ্র মোদী৷ তাঁর কটাক্ষ শাসক দলের মন্ত্রী, নেতারা জেলে যাচ্ছে৷ তবুও কথা থামছে না তৃণমূল সুপ্রিমোর৷

প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিনি বলেন, ‘‘চোরের মায়ের বড় গলা৷ যিনি চোর ডাকাতের সর্দার তাঁর মুখে এসব কথা মানায় না৷’’ মুখ্যমন্ত্রীর দাবি, ‘‘চিটফান্ড তদন্তে আমাদের ভয় পাওয়ার কিছু নেই৷’’ উল্টে তাঁর প্রশ্ন, ‘‘কেন এখনও চিটফান্ড তদন্ত শেষ হল না? প্রতারিতরা টাকা ফেরৎ পেলেন না?’’

কিছুটা চ্যালেঞ্জের সুরেই এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কোনও দোষ করিনি৷ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি৷ সমালোচনা করলেই মিথ্যে অভিযোগ করে সিবিআই, ইডিকে লেলিয়ে দেওয়া হচ্ছে৷ প্রয়োজনে জেলে যাব কিন্তু মাথা নোয়াবো না৷’’ সামনেই লোকসভা৷ তার আগে ফের শাসক বিরোধী তরজার মধ্যমণি চিটফান্ড, তোলাবাজি৷

The post সারদা-নারদায় কিছুই প্রমাণ করা যাবে না: মুখ্যমন্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3