ঠাকুরনগরে মোদীর সভার পরই তৃণমূলের বিশাল মিছিল

ঠাকুরনগর: সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের ডাকে বৃহস্পতিবার বনগাঁও-এর ঠাকুরনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সভামঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন প্রধনামন্ত্রী৷ মোদীকে জবাব দিতে ঠিক তার পরেই এলাকায় একটি বিরাট মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ মুখে কালো কাপড়া বেঁধে মিছিল করেন তারা৷ ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অভিযোগ, অরাজনৈতিক সভায় এসে রাজনৈতিক আক্রমণ করেন তিনি৷

শুধু তাই নয়, এদিনের মিছিলে যোগ দিয়ে তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও মোদির বিরুদ্ধে একই অভিযোগ করেন৷ তাঁর কথায়, মতুয়াদের রং লাল৷ আর এদিনের সভামঞ্চ রাঙানো হয়েছিল গেরুয়া রঙে৷ এমনকি গোটা ঠাকুরবাড়ি এদিন মুড়ে ফেলা হয়েছিল গেরুয়া রঙে৷ তা কেন হবে, প্রশ্ন তুলেছে জ্যোতিপ্রিয়বাবু৷

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিনের সভায় ৫লক্ষ লোকের সমাগম হয়েছিল৷ জ্যোতিপ্রিয় মল্লিক এবিষয়ে জানান, ‘‘কোথাথেকে কত বাস এসেছিল আমার কাছে তার হিসেব রয়েছে৷ তাই আকাশ-কুসুম কথা বলে কি লাভ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একমাত্র শক্তিশালী নারী৷ তাই তাঁকে কাবু করা অত সহজ ব্যাপার নয়৷’’

শুধু এদিনের মিছিল নয়, মোদির সভার আগের দিন অর্থাৎ শুক্রবারও তৃণমূল কংগ্রেস ওই এলাকায় একটি বিশাল মিছিল করে৷ সেখানে স্লোগান ওঠে ‘মোদী দূর হটো৷’ তৃণমূল কংগ্রেসের এদিন মিছিল ছিল মূলত, নাগরিকপঞ্জি আইন বাতিল ও বিভাজনের রাজনীতি বন্ধের দাবিতে। মোদি ঠাকুরনগরে পা রাখবার আগে নাগরিকপঞ্জি ইস্যুকে উসকে দিতে শুক্রবার মিছিল করে তৃণমূল৷

কারণ অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় নাম বাদ যাওয়া ৪০ লক্ষ বাঙালির মধ্যে রয়েছে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের নামও৷ মতুয়াদের একাংশ ওই ঘটনায় বিজেপির ওপর এমনিতেই চটে রয়েছে৷ তাই প্রধানমন্ত্রীর সভার আগে ওই বিষয়টি ফের মতুয়াদের স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ ছাড়েনি তৃণমূল।

The post ঠাকুরনগরে মোদীর সভার পরই তৃণমূলের বিশাল মিছিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3