ঠাকুরনগরে মোদীর সভার পরই তৃণমূলের বিশাল মিছিল

ঠাকুরনগর: সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের ডাকে বৃহস্পতিবার বনগাঁও-এর ঠাকুরনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সভামঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করেন প্রধনামন্ত্রী৷ মোদীকে জবাব দিতে ঠিক তার পরেই এলাকায় একটি বিরাট মিছিল করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব৷ মুখে কালো কাপড়া বেঁধে মিছিল করেন তারা৷ ঠাকুরবাড়ির সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অভিযোগ, অরাজনৈতিক সভায় এসে রাজনৈতিক আক্রমণ করেন তিনি৷

শুধু তাই নয়, এদিনের মিছিলে যোগ দিয়ে তৃণমূলের উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকও মোদির বিরুদ্ধে একই অভিযোগ করেন৷ তাঁর কথায়, মতুয়াদের রং লাল৷ আর এদিনের সভামঞ্চ রাঙানো হয়েছিল গেরুয়া রঙে৷ এমনকি গোটা ঠাকুরবাড়ি এদিন মুড়ে ফেলা হয়েছিল গেরুয়া রঙে৷ তা কেন হবে, প্রশ্ন তুলেছে জ্যোতিপ্রিয়বাবু৷

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এদিনের সভায় ৫লক্ষ লোকের সমাগম হয়েছিল৷ জ্যোতিপ্রিয় মল্লিক এবিষয়ে জানান, ‘‘কোথাথেকে কত বাস এসেছিল আমার কাছে তার হিসেব রয়েছে৷ তাই আকাশ-কুসুম কথা বলে কি লাভ৷ আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার একমাত্র শক্তিশালী নারী৷ তাই তাঁকে কাবু করা অত সহজ ব্যাপার নয়৷’’

শুধু এদিনের মিছিল নয়, মোদির সভার আগের দিন অর্থাৎ শুক্রবারও তৃণমূল কংগ্রেস ওই এলাকায় একটি বিশাল মিছিল করে৷ সেখানে স্লোগান ওঠে ‘মোদী দূর হটো৷’ তৃণমূল কংগ্রেসের এদিন মিছিল ছিল মূলত, নাগরিকপঞ্জি আইন বাতিল ও বিভাজনের রাজনীতি বন্ধের দাবিতে। মোদি ঠাকুরনগরে পা রাখবার আগে নাগরিকপঞ্জি ইস্যুকে উসকে দিতে শুক্রবার মিছিল করে তৃণমূল৷

কারণ অসমে নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায় নাম বাদ যাওয়া ৪০ লক্ষ বাঙালির মধ্যে রয়েছে অনেক মতুয়া সম্প্রদায়ের মানুষের নামও৷ মতুয়াদের একাংশ ওই ঘটনায় বিজেপির ওপর এমনিতেই চটে রয়েছে৷ তাই প্রধানমন্ত্রীর সভার আগে ওই বিষয়টি ফের মতুয়াদের স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ ছাড়েনি তৃণমূল।

The post ঠাকুরনগরে মোদীর সভার পরই তৃণমূলের বিশাল মিছিল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18