ম্যাচের শেষেই মাঠে লুটিয়ে পড়ল গোলকিপার, হাসপাতালে সব শেষ…

স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফুটবল মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক প্রতিভাবান, প্রতিষ্ঠিত ফুটবলারের। মৃতের নাম নিখিল টুডু (৩০)। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বাঁকুড়া-২ ব্লকের কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে।

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো গঙ্গাজলঘাটির করঞ্জড়া সংলগ্ন হাসপাহাড়ি গ্রামের নিখিল টুডু ছাত্রাবস্থা থেকেই এক জন ‘ভালো’ গোলকিপার হিসেবে পরিচিত। শালতোড়া কলেজ থেকে স্নাতক এই যুবক ফুটবলে নিজস্ব দল তৈরী করে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করত৷

পাশাপাশি বেশ কিছু দিন আগে গ্রাম সংলগ্ন করঞ্জড়া বাজারে ক্রীড়া সামগ্রীর দোকান দিয়েছিল। কিন্তু সেই খেলাপাগল যুবককে খেলার মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে একথা মেনে নিতে পারছেন না কেউই। সূত্রের খবর, শুক্রবার বিকেলে নিজের দল নিয়ে ঐ যুবক বাঁকুড়া-২ ব্লকের কেঁদবনী নামোপাড়া ফুটবল মাঠে এক প্রতিযোগিতায় যোগ দেয়।

খেলা শেষে ‘গোলকিপার’ নিখিল টুডু মাঠ ছাড়ার পূর্ব মুহূর্তে অসুস্থ বোধ করায় সতীর্থ খেলোয়াড়রা তড়িঘড়ি তাকে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অসুস্থ গোলকিপার নিখিল টুডুকে সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আনা হয়েছে।

নিখিল টুডুর দলের সদস্য বাপন বাউরী বলেন, আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। খেলা শেষে মাটিতে পড়ে বমি করতে থাকে। যতো তাড়াতাড়ি সম্ভব আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত গোলকিপারের গ্রামে এক শোকের পরিবেশ। বাড়িতে মা ঘনঘন মূর্ছা যাচ্ছেন। খবর পেয়ে আত্মীয় স্বজনরা বাড়িতে এসেছেন।

মৃত ফুটবলারের দাদা চিত্তরঞ্জন টুডু বলেন, ভাই সকালেই বাড়িতে থেকে বেরিয়েছিল। পরে খেলা দেখতে দুপুর নাগাদ ঐ মাঠে আমরাও পৌঁছাই। সেখানেই খেলা শেষে ভাই অসুস্থ হয়ে পড়ে। গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে গেলেও আর ভাইকে বাঁচানো যায়নি বলে তিনি জানান।

The post ম্যাচের শেষেই মাঠে লুটিয়ে পড়ল গোলকিপার, হাসপাতালে সব শেষ… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3