কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ পুলিশের

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: বিজেপির কৈলাশ বিজয়বর্গীর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। জনসভায় উস্কানিমূলক ভাষণ ও ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাস আটেক আগে বালুরঘাটের কামারপাড়া হাটখোলায় আয়োজিত বিজেপির সভায় দেওয়া কৈলাশ বিজয়বর্গীয়ের ভাষণের বিরুদ্ধে পুলিশ তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিল।

সেই মামলায় সম্প্রতি বালুরঘাট আদালতে চার্জশিটও পেশ করে। পুলিশের করা এই মামলায় আগামী কয়েকদিনের মধ্যেই বিজেপির মহাসচিব কৈলাশ বিজয়বর্গীয় সশরীরে বালুরঘাট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে৷

গত পঞ্চায়েত নির্বাচনের আগে ২০১৮ সালের ৯ মে বালুরঘাটের কামারপাড়ায় জনসভা করেছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। অভিযোগ সেই সভায় তিনি সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছিলেন। এমনকি উস্কানি মূলক বক্তব্যও রেখেছিলেন বলে অভিযোগ। পাশাপাশি রাজ্য সরকারের উচ্চস্তরের পদাধিকারীদের বিরুদ্ধেও অসম্মানজনক ভাষার প্রয়োগ করেছিলেন বলে পুলিশের তরফে অভিযোগ করা হয়েছে।

সেদিনের সভার বক্তব্য নিয়ে ব্যক্তিগত ভাবে কারও তরফে কোন আপত্তি না উঠলেও পুলিশ সুয়োমোটো এফআইআর করেছে বলে বিজেপির অভিযোগ। বালুরঘাট পিএস কেস ১৬২/২০১৮ নম্বর এফআইআর-এ কৈলাশ বিজয়বর্গীয় সহ আরও চারজনের নাম রয়েছে। তাঁরা হলেন জেলার প্রাক্তন তিন সভাপতি গৌতম চক্রবর্তী, প্রণব চৌধুরী, বিশ্বনাথ পাল ও বর্তমান সভাপতি শুভেন্দু সরকার।

এব্যাপারে জেলাসভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় সহ তাঁদের বিরুদ্ধে করা অভিযোগগুলি সবই মিথ্যে। গতবছর ৯মে কামারপাড়ার নির্বাচনী সভার পুরো ভিডিও তাঁদের কাছে রয়েছে। সেখানে প্ররোচনামূলক ও ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগবে এরকম কোন বক্তব্যই কেউ রাখেননি৷

আইনজীবী তথা বিজেপির বালুরঘাট লোকসভার আহ্বায়ক নীলাঞ্জন রায় জানিয়েছেন যে কৈলাশ বিজয়বর্গীয় সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে পুলিশ এফআইআর করেছে। পুলিশ এটা সম্পূর্ণ ভাবে তৃণমূলের হয়েই কাজ করেছে। তাঁদের বিরুদ্ধে যে যে ধারাগুলিতে এফআইআর করেছে পুলিশ সেগুলি হলো ১৫৩/এ ২৯৫/এ ২৯৮ ৫০৯ ও ৩৪ আইপিসি। এব্যাপারে কৈলাশ বিজয়বর্গীর সাথে কথা হয়েছে। আগামী সপ্তাহ খানেকের মধ্যেই তিনি বালুরঘাট আদালতে হাজির হবেন। পুলিশ যতই তৃণমূলের হয়ে বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে চক্রান্ত করবে ততই ঘাস ফুলের পরাজয় সুনিশ্চিত বলেও তিনি মন্তব্য করেছেন।

The post কৈলাস বিজয়বর্গীয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3