বিজেপির সভাপতির উপর হামলার প্রতিবাদে নদিয়ায় প্রতিবাদ সভা

বাংলা Hunt ডেক্সঃনদীয়া জেলা দক্ষিণ (সাংগঠনিক)জেলার কুপার্স শহর মণ্ডলের সভাপতি দীপক দে উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর পরিকল্পিত হামলার প্রতিবাদে আজ কুপার্স বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করে কুপার্স শহর বিজেপি।উক্ত সভায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে সকল বক্তাই বক্তব্য রাখেন।কুপার্স শহরে তৃণমূল উন্নয়নের নামে প্রহসন চালাচ্ছে,তার বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষ আজ বিজেপির হাত শক্ত করতে চাইছে মন্ডল সভাপতি দীপক দের নেতৃত্বে, সেই কারণেই সভাপতির বাড়িতে হামলা।তৃণমূল যদি মনে করে বিজেপিকে ভয় দেখিয়ে সন্ত্রাস করে কূপার্সে বিজেপিকে রোখা যাবে না।যেসব যুব ভাইয়েরা তৃণমূলের নেতাদের কথায় এই ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ঘটাচ্ছ তারা মনে রাখবে যারা নিজেদের প্রয়জনে তোমাদের ব্যাবহার করছে তোমাদের বিপদ দখলে এই তৃণমূলের নেতারাই তখন তোমাদের পাশে থাকবে না, তোমাদের অবস্থা সেদিন জেলের মধ্যে থাকবে আর নেতারা বাইরে থেকে মজা দেখবে, তাই বলবো যুবসমাজ নিজের পায়ে দাঁড়াক আগামীদিনে যদি আগ্নেয়াস্ত্র ধরতে হয় তাহলে সেটা বেআইনি কেন , নিজেদের যোগ্যতায় আর্মি,সিরিপিএফ,বিএসএফ এর মত চাকরি করে সরকারি অস্ত্র বাবহারকরে জঙ্গি দমন কারো।

বিজিপির নেতার বাড়ি হামলা করা কোনো বীরের কাজ নয়, দেশের সেনাদের সঙ্গে বর্ডারে গিয়ে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে বীরত্ব অর্জন কারো এই ভাবেই বক্তব্য দেন জেলা যুব নেতা জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ মহাশয়,এছাড়া বিজেপি জেলা সভাপতি জগন্নাথ সরকার বলেন জেলায় তৃণমূল বিজেপিকে ভয়পেয়ে হামলা করছে কারণ রানাঘাট লোকসভায় যে বিজেপি জয়লাভ করবে সেটা নিশ্চিৎ তাই তাদের এই আক্রমণ,আগামীদিনে এইধরণের ঘটনা ঘটলে আমরাও চুপচাপ থাকবো না।এছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি দীপক দে,জেলা নেতা রাখাল রঞ্জন সাহা ও অন্যান্য নেতৃত্ব।



from BanglaHunt http://bit.ly/2Gj4D54

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3