কবরখানা থেকে দেহ তুলে সঙ্গম ! শ্রীঘরে যুবক !

 

বাংলা hunt ডেস্ক : ইংল্যান্ডের ব‍্যারিংহ‍্যামে তীব্র চান্চল‍্য।বছর ২৩ এর যুবক কাসিমের কীর্তিতে অবাক সকলে।স্থানীয় এক কবর খানায় দিনের পর দিন এক কাজ করে এসেছে লোকচক্ষুর আড়ালে।কবরস্থানে স্থায়িত্ব তিনটি মহিলার দেহ তুলে সঙ্গম করেছে এই যুবক।ঘটনা সামনে আসতেই স্থানীয়দের চক্ষু চড়কগাছ।

পুলিশের জালে পড়তেই আরও চান্চল‍্যকর তথ্য এসেছে সামনে।অভিযুক্ত যুবক নেশাগ্রস্ত।মদ ,গাঁজার মতো একাধিক নেশায় আক্রান্ত এই যুবক।ধরা পড়ার পর তার বিচার হয়েছে বার্মিংহাম আদালতে।জানা গেছে তার বিরুদ্ধে আছে আরও নয়টি কফিন বন্দী দেহ লোপাটের অভিযোগ।

প্রসঙ্গত আদালতে নিজের দোষ স্বীকার করে নিয়েছে অপরাধী।তার আইনজীবী জানিয়েছেন গোটা ঘটনার জন্য অনুতপ্ত তার মক্কেল।ছয়বছরের কারাদন্ড হয়েছে তার।



from BanglaHunt http://bit.ly/2Wz0nnT

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman