মমতাকে নাগরিকত্ব বিল সমর্থন করতে বললেন মোদী

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করুক মমতা বন্দ্যোপাধ্যায়, তা চান নরেন্দ্র মোদী৷ আন্তর্জাতিক মতুয়া মহা সম্মেলন এবং ধর্মসভার মঞ্চ থেকে মোদী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করুক৷ স্বাধীনতার পর দেশ ভাগ হয়েছিল৷

কিন্তু সাম্প্রদায়িক অত্যাচারে অত্যাচারিত জনতা এদেশে এসেছে৷ আমাদের কী ওই মানুষগুলির প্রতি কোনও দায়িত্বই নেই? সেই ভাই বোনেরা প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতেই নাগরিক্তব সংশোধনী বিল পাশ করতে চাইছি৷’’

সংসদে অন্তর্বতী বাজেট পেশ হয়েছে ঠিক ২৪ ঘন্টা আগেই৷ বাজেট অধিবেশনের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন৷ ওই বৈঠকে তিনি তৃণমূল সাংসদদের নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করতে বলেন৷

তবে তৃণমূলের তরফ থেকে সাফ জানানো হয়েছে ওই বিল সমর্থন করা সম্ভব নয়৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত এক বছরে রাজ্যে যে পাঁচটি সভা করেছেন – প্রতি সভাতেই তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্য রেখেছেন৷

কলকাতায় মেয়ো রোডের মঞ্চ থেকে অমিত প্রশ্ন তুলেছিলেন – দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করবেন কী? তৃণমূল অবশ্য লোকসভায় ওই বিল সমর্থন করেনি৷ এরপর মালদায় গণতন্ত্র বাঁচাও সভা করতে এসে শাহ ঘোষণা করেন – পশ্চিমবঙ্গে তাঁদের দলের নির্বাচনী অ্যাজেন্ডা হল নাগরিকত্ব সংশোধনী৷ প্রশ্ন উঠেছে, মোদী কেন ঠাকুরনগরেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রসঙ্গ তুলেছেন৷ উত্তরটা শুরুতেই দিয়েছেন, ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর৷ তিনি বলেন, ‘‘৭২ বছর সম্মান পাইনি৷’’

The post মমতাকে নাগরিকত্ব বিল সমর্থন করতে বললেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3