মমতাকে নাগরিকত্ব বিল সমর্থন করতে বললেন মোদী

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করুক মমতা বন্দ্যোপাধ্যায়, তা চান নরেন্দ্র মোদী৷ আন্তর্জাতিক মতুয়া মহা সম্মেলন এবং ধর্মসভার মঞ্চ থেকে মোদী বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করুক৷ স্বাধীনতার পর দেশ ভাগ হয়েছিল৷

কিন্তু সাম্প্রদায়িক অত্যাচারে অত্যাচারিত জনতা এদেশে এসেছে৷ আমাদের কী ওই মানুষগুলির প্রতি কোনও দায়িত্বই নেই? সেই ভাই বোনেরা প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতেই নাগরিক্তব সংশোধনী বিল পাশ করতে চাইছি৷’’

সংসদে অন্তর্বতী বাজেট পেশ হয়েছে ঠিক ২৪ ঘন্টা আগেই৷ বাজেট অধিবেশনের পরেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ তৃণমূল কংগ্রেস সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন৷ ওই বৈঠকে তিনি তৃণমূল সাংসদদের নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করতে বলেন৷

তবে তৃণমূলের তরফ থেকে সাফ জানানো হয়েছে ওই বিল সমর্থন করা সম্ভব নয়৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গত এক বছরে রাজ্যে যে পাঁচটি সভা করেছেন – প্রতি সভাতেই তিনি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বক্তব্য রেখেছেন৷

কলকাতায় মেয়ো রোডের মঞ্চ থেকে অমিত প্রশ্ন তুলেছিলেন – দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করবেন কী? তৃণমূল অবশ্য লোকসভায় ওই বিল সমর্থন করেনি৷ এরপর মালদায় গণতন্ত্র বাঁচাও সভা করতে এসে শাহ ঘোষণা করেন – পশ্চিমবঙ্গে তাঁদের দলের নির্বাচনী অ্যাজেন্ডা হল নাগরিকত্ব সংশোধনী৷ প্রশ্ন উঠেছে, মোদী কেন ঠাকুরনগরেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রসঙ্গ তুলেছেন৷ উত্তরটা শুরুতেই দিয়েছেন, ঠাকুর পরিবারের সদস্য শান্তনু ঠাকুর৷ তিনি বলেন, ‘‘৭২ বছর সম্মান পাইনি৷’’

The post মমতাকে নাগরিকত্ব বিল সমর্থন করতে বললেন মোদী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18