অমিত শাহের গলায় বাংলার দলীয় কর্মীদের সাহসের প্রশংসা

গজরৌলা: যোগী রাজ্যে পদ্ম শিবিরের সভা৷ ভরা মাঠে উঠে এল বাংলার নেতা, কর্মীদের বীরত্বের কাহিনী৷ কাহিনীকার গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ৷ তৃণমূলী আক্রমণের মাঝেও কীভাবে গেরুয়া পতাকার সম্মান ধরে রেখেছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা সেই বীরত্বের কথাই দলের সভাপতি বলেন উত্তরপ্রদেশের দলীয় কর্মীদের৷ বাংলার লড়াইয়ের কথা সভাপতির স্বীকৃতি মেলায় উজ্জীবিত এরাজ্যের দলীয় কর্মীরা৷

আরও পড়ুন: দরকার হলে জেলে যাব … কিন্তু মাথানত করব না : মমতা

শনিবার বাংলায় সভা করেন প্রদানমন্ত্রী মোদী৷ দুর্গাপুরে তুলোধনা করেন মমতা সরকারের৷ অন্যদিকে উত্তরপ্রদেশের গজরৌলায় জনসভা করেন দলের সভাপতি অমিত শাহ৷ উত্তরপ্রদেশের দলীয় নেতা, কর্মীদের সামনে শাহ বলেন, ‘‘গেরুয়া পতাকার সম্মান রক্ষা আমাদের কর্তব্য৷ লোকসভার পরও যাতে বিজেপির পতাকা উড়তে পারে তাতে নজর দিতে হবে৷ বাংলার কর্মীদের দেখে শেখা উচিত৷ মৃত্যু সহ প্রভূত আত্রমণের মাঝেও গেরুয়া ঝান্ডা উঁচু করে রেখেছে ওরা৷’’

গো-বলয়ের তিন রাজ্যে হারের কারণ বিশ্লেষণ করেছে বিজেপি৷ পরিষ্কার উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ গো-বলয়ের অন্যান্য রাজ্যে আসন ধরে রাখাটাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের৷ এই পরিস্থিতিতে ভোটে জিততে বাংলা, তামিলনাড়ু, কর্ণাটককেই পাখির চোখ করেছে মোদী শাহ জুটি৷ কিন্তু উত্তরপ্রদেশের গেরুয়া শিবির যাতে হতদ্যম হয়ে না পড়ে তার জন্যই অমিত শাহ তুলে ধরেন বাংলর কর্মীদের লড়াকু মানসিকতা৷

আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে বীণাপাণি দর্শন মোদীর

রাজ্যে আসছেন মোদী৷ উত্তরপ্রদেশে তুলে ধরা হচ্ছে বাংলার কর্মীদের সাহসের কথা৷ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পাচ্ছে বাংলার কথা৷ যারপরনাই খুশি মুরলীধর সেন লেনের নেতারা৷ উজ্জীবিত কর্মী, সমর্থককূল৷ কাঙ্খিত বদলের স্বপ্নে বিভোর বিজেপির বঙ্গ ব্রিগেড৷

The post অমিত শাহের গলায় বাংলার দলীয় কর্মীদের সাহসের প্রশংসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18