অমিত শাহের গলায় বাংলার দলীয় কর্মীদের সাহসের প্রশংসা

গজরৌলা: যোগী রাজ্যে পদ্ম শিবিরের সভা৷ ভরা মাঠে উঠে এল বাংলার নেতা, কর্মীদের বীরত্বের কাহিনী৷ কাহিনীকার গেরুয়া শিবিরের চাণক্য অমিত শাহ৷ তৃণমূলী আক্রমণের মাঝেও কীভাবে গেরুয়া পতাকার সম্মান ধরে রেখেছেন পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা সেই বীরত্বের কথাই দলের সভাপতি বলেন উত্তরপ্রদেশের দলীয় কর্মীদের৷ বাংলার লড়াইয়ের কথা সভাপতির স্বীকৃতি মেলায় উজ্জীবিত এরাজ্যের দলীয় কর্মীরা৷

আরও পড়ুন: দরকার হলে জেলে যাব … কিন্তু মাথানত করব না : মমতা

শনিবার বাংলায় সভা করেন প্রদানমন্ত্রী মোদী৷ দুর্গাপুরে তুলোধনা করেন মমতা সরকারের৷ অন্যদিকে উত্তরপ্রদেশের গজরৌলায় জনসভা করেন দলের সভাপতি অমিত শাহ৷ উত্তরপ্রদেশের দলীয় নেতা, কর্মীদের সামনে শাহ বলেন, ‘‘গেরুয়া পতাকার সম্মান রক্ষা আমাদের কর্তব্য৷ লোকসভার পরও যাতে বিজেপির পতাকা উড়তে পারে তাতে নজর দিতে হবে৷ বাংলার কর্মীদের দেখে শেখা উচিত৷ মৃত্যু সহ প্রভূত আত্রমণের মাঝেও গেরুয়া ঝান্ডা উঁচু করে রেখেছে ওরা৷’’

গো-বলয়ের তিন রাজ্যে হারের কারণ বিশ্লেষণ করেছে বিজেপি৷ পরিষ্কার উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান সহ গো-বলয়ের অন্যান্য রাজ্যে আসন ধরে রাখাটাই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের৷ এই পরিস্থিতিতে ভোটে জিততে বাংলা, তামিলনাড়ু, কর্ণাটককেই পাখির চোখ করেছে মোদী শাহ জুটি৷ কিন্তু উত্তরপ্রদেশের গেরুয়া শিবির যাতে হতদ্যম হয়ে না পড়ে তার জন্যই অমিত শাহ তুলে ধরেন বাংলর কর্মীদের লড়াকু মানসিকতা৷

আরও পড়ুন: সরস্বতী পুজোর আগে বীণাপাণি দর্শন মোদীর

রাজ্যে আসছেন মোদী৷ উত্তরপ্রদেশে তুলে ধরা হচ্ছে বাংলার কর্মীদের সাহসের কথা৷ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে গুরুত্ব পাচ্ছে বাংলার কথা৷ যারপরনাই খুশি মুরলীধর সেন লেনের নেতারা৷ উজ্জীবিত কর্মী, সমর্থককূল৷ কাঙ্খিত বদলের স্বপ্নে বিভোর বিজেপির বঙ্গ ব্রিগেড৷

The post অমিত শাহের গলায় বাংলার দলীয় কর্মীদের সাহসের প্রশংসা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3