সরস্বতী পুজোর আগে বীণাপাণি দর্শন মোদীর

বনগাঁ: পরের সপ্তাহে সরস্বতী পুজো৷ এদিকে শনিবার রাজ্য সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বনগাঁর ঠাকুর নগরে জনসভা করলেন৷ এদিন সেখানে জনসভা করার পাশাপাশি দেখা করলেন মতুয়া সম্প্রদায়ের বড়মা বীণাপাণি দেবীর সঙ্গেও ৷

মতুয়া ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই যে এদিনের জনসভার পাশাপাশি বয়েসের ভারে ন্যুব্জ বড়মা-র সঙ্গে দেখা করতে যাওয়া তা বলাই বাহুল্য৷ কারণ এই ঠাকুর পরিবারের প্রভাব রয়েছে মতুয়াদের উপর৷ আর এই পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটি হলেন বীণাপাণি দেবী৷

এদিন ঠাকুরবাড়ির মন্দির সংলগ্ন কৃষিজমির মাঠেই হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থল।কিন্তু আবার রাজনীতি ঘিরে ওই পরিবারের দুই শরিকী লড়াই শুরু হয়েছে৷ একদিকে রয়েছে বীণাপাণি ঠাকুরের বড় বৌমা, তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। অন্যদিকে মমতাবালার বিরোধী গোষ্ঠীর হলেন তাঁর দেওর প্রাক্তন তৃণমূল নেতা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও তার ছেলে শান্তনু ঠাকুর ৷ যারা এখন বিজেপির দিকে ঝুঁকেছেন৷

এদিকে শনিবার মোদীর এই সভার আগে গতকাল শুক্রবার বিকেলে ঠাকুরনগর স্টেশন থেকে মিছিল বের করে তৃণমূল তাদের দলের শক্তি প্রদর্শন করেছে৷ এছাড়া আগামী ৬ ফেব্রুয়ারি মোদীর সভার পাল্টা সমাবেশ করার কথা তৃণমূলের।

The post সরস্বতী পুজোর আগে বীণাপাণি দর্শন মোদীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3