ভোট আসছে, উৎসহের আগের দিনই কৃষকস্বার্থে ‘কল্পতরু’ মোদী-দিদি

দেবময় ঘোষ, কলকাতা: লোকসভা নির্বাচনের সাফল্যের চাবি দেশের কৃষকদের হাতে তা ইতিমধ্যেই বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার৷ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় – এই তিন রাজ্যে কৃষকদের চটিয়ে ফল যে ভালো হয়নি তা সম্প্রতি এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের পরই বুঝতে পেরেছে বিজেপি৷ নতুন রাজ্য জিতে কৃষক-ঋণ মকুপ করে নবনির্মিত কংগ্রেস সরকার বাজারে নাম কিনবে, আর মোদী সরকার হাতগুটিয়ে বসে থাকবে – তা যে হতে পারে না – সে ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে৷

মোদী সরকার কৃষকদের খরচের বোঝা কমাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে৷ সব থেকে উল্লোখযোগ্য বিষয়টি হল – একটি মাসিক রোজগার যোজনা বা মান্থলি ইনকাম সাপোর্ট (এমআইএস) এবং অত্যাধুনিক কৃষিবিমা প্রকল্প বা ক্রপ ইনস্যুরেন্স প্রোগ্রাম৷ তবে কেন্দ্রীয় সচিবালয় স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি৷ সূত্র মারফত যা খবর, ঘোষণা হবে কিছুদিন পরেই৷

রাজ্যে অবশ্য থেমে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষকদের জন্য ‘অ্যাসিওরেন্স মডেল’ আনতে চাইছেন মমতা৷ এক্ষেত্রে, তাঁর নতুন প্রকল্প – কৃষকবন্ধু৷ ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলে তা পরিবারের অসহায়তার মধ্যে পড়তে হবে না৷ এমনটাই চান মমতা৷ মৃত্যু দূর্ভাগ্যজনক – সে মৃত্যু স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, প্রত্যেকের পরিবারই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা পাবে৷

কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রতিবছর কৃষকরা একটি চাষের জন্য একরপ্রতি ৫ হাজার টাকা পাবেন৷ তবে তা এককালীন নয়, দু’ধাপে এই টাকা পাওয়া যাবে৷ কৃষকবন্ধু প্রকল্পের জন্য রাজ্য সরকারের কয়েকশো কোটি টাকা খবর হবে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের ৭২ লক্ষ কৃষককে এই সুবিধা দিয়ে প্রায় দু’লক্ষ ভোট নিশ্চিত করে নিলেন মমতা – মনে করছে রাজনৈতিক মহল৷

কৃষকদের সঠিক বিক্রয়মূল্য এবং রাজ্য সরকার যে মূল্যে ধান কেনে তার মধ্যে ফারাক কম করতে মাসিক রোজগার যোজনা বা মান্থলি ইনকাম সাপোর্ট (এমআইএস) পরিকল্পনা করছে মোদী সরকার৷ কারণ সারা দেশে থেকেই কৃষক আন্দোলন এবং মহামিছিল নিশ্চিন্তে থাকতে দেয়নি মোদী সরকারকে৷ বিরোধী কংগ্রেসও বলতে শুরু করেছে – জয় জওয়ান জয় কিষাণ – দুই জায়গাতেই ফেল মোদী৷

কৃষকের রোজগার হচ্ছে না৷ ফসল বেচতে না পেরে আত্মহত্যা করছেন কৃষক৷ অন্যদিকে রাফায়েল যুদ্ধ বিমানও স্বচ্ছভাবে কিনতে পারেনি মোদী সরকার৷ অন্যদিকে মমতা দাবি করেছেন, রাজ্যে তিনি কৃষকদের রোজগার তিনগুণ করেছেন৷ কৃষকদের রোজগার যদি তিনগুই-ই হয়, তবে তাদের বাড়তি রোজগার দেওয়ার দরকার কী ছিল, সে বিষয়ে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি দিদি৷

পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব৷ ভক্তদের ঠাকুর বলেছিলেন, ‘‘তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি৷’’শোনা যায়, সুপ্রসিদ্ধ কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সে দিন ‘কল্পতরু’ হয়েছিলে। ঠাকুরের শিষ্যরা তাঁর থেকে পেয়েছিলেন সেই পরম আধ্যাত্মিক অনুভূতি৷ সেই দিনটির স্মরণে এখানও কল্পতরু উৎসব পালন করে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন৷ উৎসবের আগের দিনই যে মোদী-দিদি দু’জনেই কৃষকদের জন্য কল্পতরু হলেন, তা বলাই বাহুল্য৷

The post ভোট আসছে, উৎসহের আগের দিনই কৃষকস্বার্থে ‘কল্পতরু’ মোদী-দিদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3