ভোট আসছে, উৎসহের আগের দিনই কৃষকস্বার্থে ‘কল্পতরু’ মোদী-দিদি

দেবময় ঘোষ, কলকাতা: লোকসভা নির্বাচনের সাফল্যের চাবি দেশের কৃষকদের হাতে তা ইতিমধ্যেই বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার৷ রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় – এই তিন রাজ্যে কৃষকদের চটিয়ে ফল যে ভালো হয়নি তা সম্প্রতি এই রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের পরই বুঝতে পেরেছে বিজেপি৷ নতুন রাজ্য জিতে কৃষক-ঋণ মকুপ করে নবনির্মিত কংগ্রেস সরকার বাজারে নাম কিনবে, আর মোদী সরকার হাতগুটিয়ে বসে থাকবে – তা যে হতে পারে না – সে ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া গিয়েছে৷

মোদী সরকার কৃষকদের খরচের বোঝা কমাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছে৷ সব থেকে উল্লোখযোগ্য বিষয়টি হল – একটি মাসিক রোজগার যোজনা বা মান্থলি ইনকাম সাপোর্ট (এমআইএস) এবং অত্যাধুনিক কৃষিবিমা প্রকল্প বা ক্রপ ইনস্যুরেন্স প্রোগ্রাম৷ তবে কেন্দ্রীয় সচিবালয় স্পষ্ট করে কিছু ঘোষণা করেনি৷ সূত্র মারফত যা খবর, ঘোষণা হবে কিছুদিন পরেই৷

রাজ্যে অবশ্য থেমে থাকছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কৃষকদের জন্য ‘অ্যাসিওরেন্স মডেল’ আনতে চাইছেন মমতা৷ এক্ষেত্রে, তাঁর নতুন প্রকল্প – কৃষকবন্ধু৷ ১৮ থেকে ৬০ বছরের মধ্যে কোনও কৃষকের মৃত্যু হলে তা পরিবারের অসহায়তার মধ্যে পড়তে হবে না৷ এমনটাই চান মমতা৷ মৃত্যু দূর্ভাগ্যজনক – সে মৃত্যু স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, প্রত্যেকের পরিবারই কৃষকবন্ধু প্রকল্পের আওতায় ২ লক্ষ টাকা পাবে৷

কৃষকবন্ধু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে প্রতিবছর কৃষকরা একটি চাষের জন্য একরপ্রতি ৫ হাজার টাকা পাবেন৷ তবে তা এককালীন নয়, দু’ধাপে এই টাকা পাওয়া যাবে৷ কৃষকবন্ধু প্রকল্পের জন্য রাজ্য সরকারের কয়েকশো কোটি টাকা খবর হবে৷ তবে আসন্ন লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের ৭২ লক্ষ কৃষককে এই সুবিধা দিয়ে প্রায় দু’লক্ষ ভোট নিশ্চিত করে নিলেন মমতা – মনে করছে রাজনৈতিক মহল৷

কৃষকদের সঠিক বিক্রয়মূল্য এবং রাজ্য সরকার যে মূল্যে ধান কেনে তার মধ্যে ফারাক কম করতে মাসিক রোজগার যোজনা বা মান্থলি ইনকাম সাপোর্ট (এমআইএস) পরিকল্পনা করছে মোদী সরকার৷ কারণ সারা দেশে থেকেই কৃষক আন্দোলন এবং মহামিছিল নিশ্চিন্তে থাকতে দেয়নি মোদী সরকারকে৷ বিরোধী কংগ্রেসও বলতে শুরু করেছে – জয় জওয়ান জয় কিষাণ – দুই জায়গাতেই ফেল মোদী৷

কৃষকের রোজগার হচ্ছে না৷ ফসল বেচতে না পেরে আত্মহত্যা করছেন কৃষক৷ অন্যদিকে রাফায়েল যুদ্ধ বিমানও স্বচ্ছভাবে কিনতে পারেনি মোদী সরকার৷ অন্যদিকে মমতা দাবি করেছেন, রাজ্যে তিনি কৃষকদের রোজগার তিনগুণ করেছেন৷ কৃষকদের রোজগার যদি তিনগুই-ই হয়, তবে তাদের বাড়তি রোজগার দেওয়ার দরকার কী ছিল, সে বিষয়ে অবশ্য পরিষ্কার করে কিছু বলেননি দিদি৷

পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণের কল্পতরু উৎসব৷ ভক্তদের ঠাকুর বলেছিলেন, ‘‘তোদের আধ্যাত্মিক জাগরণ হোক, এই আশীর্বাদ করি৷’’শোনা যায়, সুপ্রসিদ্ধ কাশীপুর উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ সে দিন ‘কল্পতরু’ হয়েছিলে। ঠাকুরের শিষ্যরা তাঁর থেকে পেয়েছিলেন সেই পরম আধ্যাত্মিক অনুভূতি৷ সেই দিনটির স্মরণে এখানও কল্পতরু উৎসব পালন করে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশন৷ উৎসবের আগের দিনই যে মোদী-দিদি দু’জনেই কৃষকদের জন্য কল্পতরু হলেন, তা বলাই বাহুল্য৷

The post ভোট আসছে, উৎসহের আগের দিনই কৃষকস্বার্থে ‘কল্পতরু’ মোদী-দিদি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18