বর্ষবরণের রাতে ‘কাপল’দের স্বর্গরাজ্য় পার্কস্ট্রীট

শেখর দুবে, কলকাতা: এমনিতেই রাতে দেরি করে ঘুমোয় শহর কলকাতা৷ আর আজ তো বর্ষ শেষের কিংবা নতুন বছরকে স্বাগত জানানোর রাত৷ পার্কস্ট্রিট-লেকটাউনে সারারাত ধরে আড্ডা জমায় জেন ওয়াই থেকে মাঝ বয়সীরা৷ ছোটে রঙিন জলের ফোয়ারা৷ পার্কস্ট্রিটের বার কাম রেস্টুরেন্টগুলোতে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায়৷ বাদ যায় না তন্ত্রা, Myx এর মতো ডিস্কোগুলো৷

মফস্বল এবং অন্য রাজ্য থেকে কলকাতায় পড়তে আসা ছেলে মেয়েদের কাছে আজকের রাত অনেকটায় স্বর্গীয়৷ পেইন গেস্ট, মেস কিংবা ফ্ল্যাট ভাড়া করে কলকাতায় পড়াশোনা করতে আসা ছেলেমেয়েদের একটা বড় অংশের দেখা মেলে ৩১ ডিসেম্বর রাতের পার্কস্ট্রিটে৷ শেষ রাতের আর একটি বিশেষত্ত্ব হল ‘কাপল’রা৷ বছরের শেষ রাতটা নিজের প্রিয় মানুষের সঙ্গে কাটাতে অনেকেই পৌঁছে যান পার্কস্ট্রিট কিংবা লেকটাউনের বড় ঘড়িটার নীচে৷ তবে শুধু কাপলরা-ই নয় দল বেঁধে আসে বন্ধুদের সঙ্গে৷

পার্কস্ট্রিট এসে এরকমই এক কাপলকে পাওয়া গেল কথা বলার জন্য৷ অরুণিমা এবং তীর্থ ভট্টাচার্য অবশ্য কলকাতা নন দিল্লির বাসিন্দা৷ অরুণিমা মেডিক্যালের ছাত্রী৷ কেমন কাটচ্ছে বছরের শেষ রাতের শুরুটা?
-দারুণ, যাস্ট অসম, পার্কস্ট্রিটের এই আলো ক্রাউড৷ সারাবছর আমরা ভালো খারাপ মিশিয়ে কাটাই৷ কখনও শহরের এখানে ওখানে ব্রীজ ভেঙে পড়ে৷ কিন্তু বছরের শেষ দিনে সবাইকে একসঙ্গে উপভোগ করতে দেখে খুব ভালো লাগে৷
-তোমরা কাপল তো? নতুন বছরে কী উইশ করছো?
– অফকোর্ষ কাপল( লজ্জা মেশানো হাসিতে উত্তর দেয় অরুণিমা)৷ নতুন বছরে উইশ বলতে দুজনএ একসঙ্গে থাকা আর হ্যাঁ প্রোবাবলি নেক্স ইয়ার ইউ আর গোয়িং টু এনগেজ লিগ্যালি৷

তবে শুধু যে নতুন প্রেমিকরা এখানে আসে এমনটা কিন্তু একেবারেই নয়৷ বিবাহিত জুটি কিংবা বন্ধুদের গ্রুপের সংখ্যাটা কিন্তু নেহাতই কম নয়৷ কারও মাথায় লাল রঙ্গের সিং তো কারও চুলে আটকানো রঙ-বেরঙ্গের তিয়ারা৷ আলো, রোশনায় , গান , বেলুনে ঠিক এভাবেই বছরের শেষ রাতকে বিদায় জানায় কলকাতাবাসী৷

The post বর্ষবরণের রাতে ‘কাপল’দের স্বর্গরাজ্য় পার্কস্ট্রীট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18