জেলা সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন অনুব্রত

স্টাফ রিপোর্টার, সিউড়ি: তিন দিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে নতুন বছরের শুরুতেই জানুয়ারির প্রথম সপ্তাহে বীরভূম জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী৷

জেলা সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ২রা জানুয়ারি বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ সেই দিন রাঙা বিতান গেস্ট হাউসে রাত্রি বাস করে, ৩রা জানুয়ারি ইলামবাজার কামারপাড়া ময়দানে একটি জনসভা করার কথা রয়েছে তাঁর৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর জেলা সফরের জন্য বানানো হয়েছে তিনটি হেলিপ্যাড৷

একটি বানানো হয়েছে বিশ্বভারতীর কাছে, অন্য দুটি হেলিপ্যাড বানানো হয়েছে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহের পিছনের মাঠে৷ এখন থেকেই মুখ্যমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে গোটা বোলপুর শহরকে৷ জনসভা থেকেই বাউল ও লোক উৎসবের সূচনা, জঙ্গলমহল কাপ এবং রাঙামাটি স্পোর্টস উৎসবের পুরস্কার বিতরন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে৷

প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, সভা মঞ্চ থেকেই একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বিগত কয়েক বছর ধরেই জয়দেব মেলার আগে এবং পরে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর জনসভার ময়দানটি সোমবার পরিদর্শনে যান জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জেলা শাসক মৌমিতা গোদারা বসু৷ কি কাজ বাকি রয়েছে, কোথায় খামতি রয়েছে, তা এদিন খতিয়ে দেখেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি৷

The post জেলা সফরে মুখ্যমন্ত্রী, প্রস্তুতি ঘুরে দেখলেন অনুব্রত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3