বর্ষশেষের রাতে একশো টাকার বেশি দাম কমল রান্নার গ্যাসের

নয়াদিল্লি: সোমবার বছরের শেষ দিনেই বড়সড় স্বস্তি মধ্যবিত্তের রান্নাঘরে৷ গ্যাসের দাম কমানোর ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচল মধ্যবিত্ত ভারত৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ঘোষণা করেছে সিলিন্ডার পিছু ৫টাকা ৯১ পয়সা করে দাম কমানো হবে৷ জানানো হয়েছে ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমেছে ৫.৯১ পয়সা৷ আর ভর্তুকিহীন গ্যাসের দাম ১২০.৫০ পয়সা কমানো হয়েছে৷

এই নতুন দাম পয়লা জানুয়ারি থেকে কার্যকর হতে চলেছে৷ ২০১৮ সালে এই নিয়ে দ্বিতীয় বার দাম কমল রান্নার গ্যাস বা এলপিজির৷ এর ফলে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল এখন ৪৯৪.৯৯ টাকা৷ সোমবার রাত বারোটার পর থেকে এই নতুন দাম কার্যকর করা হবে৷ ভর্তুকি যুক্ত এলপিজির দাম ছিল ৫০০.৯০ টাকা৷ পয়লা ডিসেম্বর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম কমেছিল ৬.৫২ টাকা৷

আরও পড়ুন : সদ্য জেতা দুই রাজ্যে টালমাটাল কংগ্রেস সরকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমার ফলেই ভারতের বাজারে এই রান্নার গ্যাসের দাম কমেছে বলে আইওসি সূত্রে খবর৷ পাশাপাশি, পয়লা জানুয়ারি থেকে কমছে ভর্তুকিহীন গ্যাসের দামও । সিলিন্ডার প্রতি ১২০.৫০টাকা দাম কমছে বলে জানা গিয়েছে৷ এর ফলে দিল্লিতে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ৬৮৯ টাকা, যা আগে ছিল সিলিন্ডার প্রতি ৮০৯.৫০ টাকা।
পয়লা ডিসেম্বর এই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমেছিল ১৩৩টাকা৷ পাশাপাশি জানানো হয়েছে, ভর্তুকি অতিরিক্ত টাকা এই জানুয়ারি থেকেই গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন৷ যার পরিমাণ ১৯৪.০১ টাকা৷

The post বর্ষশেষের রাতে একশো টাকার বেশি দাম কমল রান্নার গ্যাসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



Bengali News via Kolkata News

Comments

Popular posts from this blog

new links

alllll links

news links 18