সমর্থন তুলে সরকার ভেঙে দেওয়ার হুমকি জোট সঙ্গীর, চরম চাপে কংগ্রেস

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী কংগ্রেসকে হুমকি দিয়ে তাঁদের সমর্থকদের উপর থেকে মামলা প্রত্যাহারের চাপ সৃষ্টি করলো। শুধু তাই নয় মায়াবতীর সমর্থকদের উপর থেকে মামলা না তুললে কংগ্রেসের থেকে সমর্থন তুলে সরকার ভেঙে দেওয়ারও হুমকি দিলেন তিনি।

 

উনি কংগ্রেসকে হুমকি দিয়ে বলেন, ‘যদি কংগ্রেস সরকার অবিলম্বে আমাদের সমর্থকদের উপর থেকে মামলা প্রত্যাহার না করে। তাহলে আমরাও রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন দেওয়া নিয়ে পুনরায় বিবেচনা করতে বাধ্য হব” মায়াবতী সোমবার একটি বয়ানে অভিযোগ এনে বলেন, ‘এসসি-এসটি আইনের বিরোধিতায় এবং সংরক্ষণের দাবিতে এবছরের ২রা এপ্রিলে ডাকা ভারত বন্ধে উত্তরপ্রদেশ সমেত বিজেপি শাসিত রাজ্যে রাজনৈতিক হিংসার ভাবনায় নির্দোষ মানুষদের ফাঁসানো হয়েছিল”
উনি বলেন, এখন মধ্যপ্রদেশ আর রাজস্থানে কংগ্রেসের সরকার। তাই এখন তাঁদের উচিৎ এই মামলা প্রত্যাহার করে সবাইকে মুক্তি দেওয়া। নাহলে আমরাও কংগ্রেসকে সমর্থন করা নিয়ে আবার ভাবব।


from News Express http://bit.ly/2H11bhF

Comments

Popular posts from this blog

news links 18

new link 7

new links 3