পশ্চিম মেদিনীপুরে ধর্ষণের শিকার ষষ্ট শ্রেণীর ছাত্রী

এবার ধর্ষণের শিকার হলো এক নাবালিকা ছাত্রী।  ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের বোরোজাম গ্রামে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ওই গ্রামের ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে এলাকার দুই নাবালক জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ।

আর এই মর্মে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউসে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার দাদু। এই ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। আসামী নাবালক হওয়ার কারনে  তাদের আজকে মেদিনীপুর কোর্টে পস্কো ধারায় মামলা শুরু করা  হবে বলে জানা যাচ্ছে।



from News Express http://bit.ly/2F07X4C

Comments

Popular posts from this blog

new links

alllll links

bartaman